হায়দরাবাদ, 16 জানুয়ারি: রামোজি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান রামোজি রাও এবং তাঁর অন্যান্য কাছের মানুষ তথা পরামর্শদাতাদের ধন্যবাদ জানালেন 'আরআরআর' ছবির সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী(MM Keeravaani thanks Ramoji Rao) ৷ সম্প্রতি মোট চারটি আন্তর্জাতিক পুরস্কার নিয়ে দেশে ফিরেছেন এই দক্ষিণী সঙ্গীত পরিচালক ৷ যার মধ্য়ে প্রথম এশিয়ার গান হিসাবে গোল্ডেন গ্লোবস পুরস্কারও জিতে নিয়েছে তাঁর 'নাতু নাতু' গানটি ৷ এই গান পেয়েছে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও ৷ তাই এই গানের জন্য এখন সারা বিশ্ব জুড়ে প্রশংসা কুড়োচ্ছেন তিনি ৷
-
Returning home after receiving 4 international awards for RRR including Golden Globe - with gratitude to Ramojirao garu & all the mentors who’d enriched my music by making me cross the boarders of Telugu states. Balachander sir, Bharathan Sir, Arjun Sarja and Bhatt Saab 🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Returning home after receiving 4 international awards for RRR including Golden Globe - with gratitude to Ramojirao garu & all the mentors who’d enriched my music by making me cross the boarders of Telugu states. Balachander sir, Bharathan Sir, Arjun Sarja and Bhatt Saab 🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023Returning home after receiving 4 international awards for RRR including Golden Globe - with gratitude to Ramojirao garu & all the mentors who’d enriched my music by making me cross the boarders of Telugu states. Balachander sir, Bharathan Sir, Arjun Sarja and Bhatt Saab 🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023
কিরাবাণী তাঁর টুইটার হ্যান্ডেল থেকে এদিন সকলকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "গোল্ডেন গ্লোব-সহ আরআরআর-এর জন্য চারটি আন্তর্জাতিক পুরষ্কার নিয়ে দেশে ফিরেছি ৷ রামোজি রাও গারু(স্যার) এবং আমার সমস্ত মেন্টরদের প্রতি কৃতজ্ঞতা(MM Keeravaani expresses gratitude to Ramoji Rao) ৷ যাঁরা আমাকে তেলুগু রাজ্যের সীমানা অতিক্রম করতে এবং আমার সঙ্গীতকে সমৃদ্ধ করতে শিখিয়েছেন ৷ বালাচন্দ্র স্যার, ভরথান স্যার, অর্জুন সারজা এবং ভাট সাহেবকেও ধন্যবাদ (MM Keeravaani on RRR winning international awards)৷"
-
And he complimented on how the music in RRR varies in the volume and body unlike in typical western movies. A great honour and recognition for my work ❤️🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And he complimented on how the music in RRR varies in the volume and body unlike in typical western movies. A great honour and recognition for my work ❤️🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023And he complimented on how the music in RRR varies in the volume and body unlike in typical western movies. A great honour and recognition for my work ❤️🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023
এর আগে তাঁর এই সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর প্রশংসা কুড়িয়েছে অবতার সিরিজের পরিচালক জেমস ক্যামেরনের কাছেও ৷ সম্প্রতি কিরাবাণী এবং রাজামৌলির সঙ্গে ক্য়ামেরনের একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই কিংবদন্তি সঙ্গীত পরিচালক ৷ সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "বিখ্য়াত জেমস ক্যামেরন আরআরআর ছবিটি দুবার দেখেছেন এবং আমার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে তাঁর মতামত দিয়েছেন ৷ উত্তেজনায় ভরা সাগরের মতো অনুভূতি ৷ আর তিনি এও জানিয়েছেন সাধারন ওয়েস্টার্ন ছবির তুলনায় এই ছবির সঙ্গীত ঠিক কতটা আলাদা ৷ আমার কাজের এই সম্মান এবং স্বীকৃতি পেয়ে সত্য়িই অভিভূত ৷ "
-
The great James Cameron has watched RRR twice and gave feedback on my score !!! Ocean full of excitement ☺️☺️☺️ pic.twitter.com/3PrrhMUAIx
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The great James Cameron has watched RRR twice and gave feedback on my score !!! Ocean full of excitement ☺️☺️☺️ pic.twitter.com/3PrrhMUAIx
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023The great James Cameron has watched RRR twice and gave feedback on my score !!! Ocean full of excitement ☺️☺️☺️ pic.twitter.com/3PrrhMUAIx
— mmkeeravaani (@mmkeeravaani) January 16, 2023
আরও পড়ুন: কিয়ারা থেকে আলিয়া বারবার প্রেমে পড়েছেন সিদ্ধার্থ
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মনে রেখে গড়ে ওঠা একটি কাল্পনিক গল্প হল 'আরআরআর' ৷ দুই তেলেগু মুক্তিযোদ্ধা, আলুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে গড়ে ওঠে কাহিনি। রাম চরণ এবং জুনিয়র এনটিআরের এই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় 1,200 কোটি টাকা । ছবিতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন এবং শ্রিয়া শরণের কলা কুশলীরা ।