কলকাতা, 1 জুলাই : বেতার যদি ক্যানভাস হয়, বাংলার শ্রোতাদের কাছে মীর আফসর আলি তাহলে নিঃসন্দেহে পাবলো পিকাসো ৷ 1994 রেডিয়োতে মীরের পথ চলা শুরু হওয়ার পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল । টাইমস এফএম রেডিয়ো মিরচি হয়েছে সেই কবে, কিন্তু মীর আর মিরচি একে অন্যের পরিপূরক হয়েই থেকে গিয়েছেন ৷ তাঁর বেতার কেরিয়ারের যা কিছু মণিমানিক্য, সবই এসেছে রেডিয়ো মিরচি-র হাত ধরে ৷ সেই রেডিয়ো মিরচি-কেই আলবিদা জানালেন বাংলা তথা ভারতীয় বেতারের বেতাজ বাদশা ৷ শুক্রের সকালে অনুরাগীদের মন খারাপ করা খবর দিলেন 'সকালম্যান' মীর ৷
'সকালম্যান' মীরের কণ্ঠ দিয়ে শহর আবার আড়মোড়া ভাঙবে কি না জানা নেই । তবে 'মিরচি মীর'-এর কণ্ঠে ইতি এখানেই ৷ সানডে সাসপেন্সও হারাবে তাঁর শার্লক হোমস আর ব্যোমকেশ বক্সীর কণ্ঠকে ৷ 28 বছরের সম্পর্কে ইতি ৷ তবু মিরচি ছেড়ে যাওয়ার বেলায় মীর রইলেন চেনা মেজাজেই ৷ জানালেন 98.3% মতন কষ্ট হচ্ছে তাঁর ৷ এদিন মীর ফেসবুকে শেয়ার করেছেন 'আকাশবাণী' অধ্যায়ের একটি স্মৃতি ৷ তবে আশার কথা একটাই, রেডিয়োতেই থাকছেন কিংবদন্তি এই রেডিয়ো জকি ৷
ছবি শেয়ার করে মীর লিখলেন, "এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের। 6 আগস্ট 1994...টাইমস এফএম ৷ 6 আগস্ট 1994 থেকে 30 জুন 2022 ৷ আমায় শোনার জন্য সবাইকে ভালবাসা এবং প্রনাম জানাই ৷ তবে মির্চি ছেড়েছি। রেডিয়ো নয়। কষ্ট হচ্ছে… একটু…. ওই 98.3% মতন । গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর ৷"
আরও পড়ুন : কমেডির মোড়কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে আসছে 'অংশুমান এমবিএ'
দীর্ঘ 29 বছরের পর পথ চলার রাস্তা বদলালেও মীর জানিয়েই দিয়েছেন মির্চির তিনি ছাড়ছেন না রেডিয়ো ৷ কী এমন হল তা জানতে উদগ্রীব তাঁর অনুরাগীরা সকলেই ৷ মীরও অবশ্য খানিকটা না-বলা কথা রেখে গিয়েছেন তাঁর ফ্যানেদের জন্য ৷ পোস্টের শেষে তিনি লিখেছেন, 'গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর...৷' অন্য কোন রেডিয়ো মাধ্যমে মীরের গলা শোনার জন্য তাই অপেক্ষাই একমাত্র সম্বল শ্রোতাদের ৷