ETV Bharat / entertainment

Mimi Chakraborty New Web Series: আইনজীবীর চরিত্রে ওয়েবে পা রাখছেন মিমি, সঙ্গী টোটা - ওয়েবে পা রাখতে চলেছেন মিমি

জল্পনার অবসান ৷ অবশেষে পড়ল সিলমোহর ৷ ওয়েবে পা রাখতে চলেছেন মিমি চক্রবর্তী ৷ জানিয়ে দিল প্রযোজনা সংস্থা ৷ পরিচালক চন্দ্রাশিস রায়ের এই সিরিজে থাকবেন টোটা রায়চৌধুরীও ৷ দু'জনেই এখানে অভিনয় করবেন আইনজীবীর ভূমিকায় ৷

Mimi Chakraborty New Web Series
ওটিটি পা রাখছেন মিমি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 8:36 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর: অবশেষে সমস্ত জল্পনার অবসান। ওয়েবে পা রাখতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী । পরিচালক চন্দ্রাশিস রায়ের হাত ধরে এবার ওটিটির দুনিয়ায় পা রাখবেন অভিনেত্রী । কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই । তবে, সঠিক খবর পাওয়া যাচ্ছিল না কিছুতেই । অবশেষে সামনে এল সেই বহু প্রতীক্ষিত সুখবর ৷ ওয়েবে এবার মিমির সঙ্গী হতে চলেছেন টোটা রায়চৌধুরী।

সূত্রের খবর অনুযায়ী সিরিজিটির নাম 'যাহা বলিব সত্য বলিব' । মিমিকে সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায় ৷ আর অন্যদিকে টোটা রায়চৌধুরী ছবিতে অভিনয় করবেন বিবাদীপক্ষের আইনজীবীর চরিত্রে । অর্থাৎ পুরোদস্তুর কোর্টরুম ড্রামা হতে চলেছে এই সিরিজিটি । খবর অনুযায়ী সিরিজটি আসতে চলেছে ওটিটি প্লার্টফর্ম হইচই’য়ে ৷

বর্তমানে কোর্টরুম ড্রামাগুলি বেশ জনপ্রিয় ৷ বলিউডে 'ক্রিমিনাল জাস্টিস' সিরিজ কিংবা 'ও মাই গড 2'-এর মতো ছবির সাফল্যের পর তো শোরগোল আরও বেড়েছে ৷ তাই মিমির এই নতুন সিরিজ নিয়েও বেশ আশাবাদী নির্মাতারা ৷ মিমি অভিনীত 'রক্তবীজ' মুক্তি পেতে চলেছে 19 অক্টোবর । সেখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মিমিকে । আর এই সিরিজে তিনি থাকবেন আইনজীবীর চরিত্রে । তথাকথিত রোম্যান্টিক নায়িকার ইমেজ ভেঙে নিজেকে অন্যভাবে ভাঙছেন সাংসদ মিমি চক্রবর্তী ।

আরও পড়ুন: দ্বিতীয়বার বাবা হচ্ছেন জিৎ, পরিবারকে সঙ্গে নিয়ে সুখবর দিলেন অভিনেতা

অন্যদিকে টোটা তো আগেই পা রেখেছেন ওয়েবে । তবে মিমির নয়া সফর শুরু হতে চলেছে এবার । তবে, এই নয়া সিরিজ নিয়ে মুখে কুলুপ সকলেরই । চরিত্র নিয়ে মিমি বা টোটা কেউই মুখ খোলেননি ৷ তবে, প্রযোজনা সংস্থা খবরটিতে শিলমোহর দিয়েছে । দিনকয়েক আগেই টোটা রায়চৌধুরীর সঙ্গে হইচইয়ের অফিসে চন্দ্রাশিসের দীর্ঘ আলাপচারিতা নজরে আসে সকলের । সেদিনই আন্দাজ করা গিয়েছিল নতুন কোনও খবর আসতে চলেছে । তবে কবে থেকে স্ট্রিমিং, আর কোন কোন অভিনেতা রয়েছে এই সিরিজে সবটা জানতে হলে অপেক্ষা করতে হবে ।

কলকাতা, 27 সেপ্টেম্বর: অবশেষে সমস্ত জল্পনার অবসান। ওয়েবে পা রাখতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী । পরিচালক চন্দ্রাশিস রায়ের হাত ধরে এবার ওটিটির দুনিয়ায় পা রাখবেন অভিনেত্রী । কানাঘুষো শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই । তবে, সঠিক খবর পাওয়া যাচ্ছিল না কিছুতেই । অবশেষে সামনে এল সেই বহু প্রতীক্ষিত সুখবর ৷ ওয়েবে এবার মিমির সঙ্গী হতে চলেছেন টোটা রায়চৌধুরী।

সূত্রের খবর অনুযায়ী সিরিজিটির নাম 'যাহা বলিব সত্য বলিব' । মিমিকে সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায় ৷ আর অন্যদিকে টোটা রায়চৌধুরী ছবিতে অভিনয় করবেন বিবাদীপক্ষের আইনজীবীর চরিত্রে । অর্থাৎ পুরোদস্তুর কোর্টরুম ড্রামা হতে চলেছে এই সিরিজিটি । খবর অনুযায়ী সিরিজটি আসতে চলেছে ওটিটি প্লার্টফর্ম হইচই’য়ে ৷

বর্তমানে কোর্টরুম ড্রামাগুলি বেশ জনপ্রিয় ৷ বলিউডে 'ক্রিমিনাল জাস্টিস' সিরিজ কিংবা 'ও মাই গড 2'-এর মতো ছবির সাফল্যের পর তো শোরগোল আরও বেড়েছে ৷ তাই মিমির এই নতুন সিরিজ নিয়েও বেশ আশাবাদী নির্মাতারা ৷ মিমি অভিনীত 'রক্তবীজ' মুক্তি পেতে চলেছে 19 অক্টোবর । সেখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মিমিকে । আর এই সিরিজে তিনি থাকবেন আইনজীবীর চরিত্রে । তথাকথিত রোম্যান্টিক নায়িকার ইমেজ ভেঙে নিজেকে অন্যভাবে ভাঙছেন সাংসদ মিমি চক্রবর্তী ।

আরও পড়ুন: দ্বিতীয়বার বাবা হচ্ছেন জিৎ, পরিবারকে সঙ্গে নিয়ে সুখবর দিলেন অভিনেতা

অন্যদিকে টোটা তো আগেই পা রেখেছেন ওয়েবে । তবে মিমির নয়া সফর শুরু হতে চলেছে এবার । তবে, এই নয়া সিরিজ নিয়ে মুখে কুলুপ সকলেরই । চরিত্র নিয়ে মিমি বা টোটা কেউই মুখ খোলেননি ৷ তবে, প্রযোজনা সংস্থা খবরটিতে শিলমোহর দিয়েছে । দিনকয়েক আগেই টোটা রায়চৌধুরীর সঙ্গে হইচইয়ের অফিসে চন্দ্রাশিসের দীর্ঘ আলাপচারিতা নজরে আসে সকলের । সেদিনই আন্দাজ করা গিয়েছিল নতুন কোনও খবর আসতে চলেছে । তবে কবে থেকে স্ট্রিমিং, আর কোন কোন অভিনেতা রয়েছে এই সিরিজে সবটা জানতে হলে অপেক্ষা করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.