ETV Bharat / entertainment

Mimi Chakraborty: চোখে সানগ্লাস, দৃঢ় ভঙ্গিমা; বাইকে সওয়ার নায়িকাকে দেখে মুগ্ধ মিমি অনুরাগীরা - নায়িকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা

Mimi Chakraborty New Film Raktabeej: নতুন ছবি 'রক্তবীজ'-এর ঝলক শেয়ার করলেন মিমি চক্রবর্তী ৷ বাইকে সওয়ার নায়িকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে বর্ধমানের এসপি সংযুক্তা মৈত্রর চরিত্রে ৷

Mimi Chakraborty Shares Glimpses
মিমির ছবি শুটিংয়ের ঝলক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 9:36 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: মিমি চক্রবর্তীর নতুন ছবি 'রক্তবীজ' নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটির হাত ধরে আগামী পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ ছবিতে মিমিকে দেখা যাবে বর্ধমানের এসপি সংযুক্তা মৈত্রর চরিত্রে ৷ খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি ৷ আর তাই বর্ধমানের পুলিশ অফিসার সংযুক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য ৷ ছবির টিজার ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ বৃহস্পতিবার ছবির শুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন নায়িকা ৷

বৃহস্পতিবার বেশকিছু ছবি এবং একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিমি ৷ ছবিতে মিমিকে দেখা গিয়েছে সাদা শার্ট আর ডেনিম জিন্সে ৷ বাইকে সওয়ার নায়িকাকে দেখে রীতিমতো মুগ্ধ অনুরাগীরা ৷ একটি ছবিতে দেখা গেল শিবপ্রসাদের সঙ্গে আলাপ আলোচনা সারছেন তিনি ৷ 'রক্তবীজ' ছবিতে দেখা যাবে বাঘা বাঘা অভিনেতাদের ৷ থাকবেন আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অম্বরিশ ভট্টাচার্যের মতো অভিনেতারাও ৷

আবিরকে ছবিতে দেখা যাবে একজন অবাঙালি আইপিএস অফিসারের ভূমিকায় ৷ পুজোর সময় খাগড়াগড়ে এক ভয়ংকর বিস্ফোরণে ছাড়খাড় হয়ে যায় গোটা এলাকা ৷ এই সন্ত্রাসবাদ মূলে রয়েছে কাদের হাত? সেই তথ্য় খুঁজতে গিয়েই একটি থিয়োরিতে উঠে আসে 'রক্তবীজ'-এর কথা ৷ কি এই রক্তবীজ? জানা যাবে বড় পর্দায় ৷

আরও পড়ুন: বাবা ছেলের গল্প বলবে রণবীরের 'অ্যানিম্যাল'! অভিনেতার জন্মদিনে মুক্তি পেল অ্যাকশন প্যাকড টিজার
তবে পুজোয় যে বাংলার বক্স অফিসে লড়াইটা সহজ হবে না তা বলাই বাহুল্য ৷ মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি ৷ দেবের 'বাঘা যতীন', কোয়েল মল্লিকের 'জঙ্গলে মিতিন মাসি', প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'দশম অবতার'-এর মতো ছবির সঙ্গে তাল মিলিয়ে লড়াই করতে হবে এই ছবিকেও ৷ এখন সেই লড়াইয়ে কতখানি সফল হবে 'রক্তবীজ' সেটাই এখন দেখার ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর: মিমি চক্রবর্তীর নতুন ছবি 'রক্তবীজ' নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটির হাত ধরে আগামী পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ ছবিতে মিমিকে দেখা যাবে বর্ধমানের এসপি সংযুক্তা মৈত্রর চরিত্রে ৷ খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি ৷ আর তাই বর্ধমানের পুলিশ অফিসার সংযুক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য ৷ ছবির টিজার ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ বৃহস্পতিবার ছবির শুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন নায়িকা ৷

বৃহস্পতিবার বেশকিছু ছবি এবং একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিমি ৷ ছবিতে মিমিকে দেখা গিয়েছে সাদা শার্ট আর ডেনিম জিন্সে ৷ বাইকে সওয়ার নায়িকাকে দেখে রীতিমতো মুগ্ধ অনুরাগীরা ৷ একটি ছবিতে দেখা গেল শিবপ্রসাদের সঙ্গে আলাপ আলোচনা সারছেন তিনি ৷ 'রক্তবীজ' ছবিতে দেখা যাবে বাঘা বাঘা অভিনেতাদের ৷ থাকবেন আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অম্বরিশ ভট্টাচার্যের মতো অভিনেতারাও ৷

আবিরকে ছবিতে দেখা যাবে একজন অবাঙালি আইপিএস অফিসারের ভূমিকায় ৷ পুজোর সময় খাগড়াগড়ে এক ভয়ংকর বিস্ফোরণে ছাড়খাড় হয়ে যায় গোটা এলাকা ৷ এই সন্ত্রাসবাদ মূলে রয়েছে কাদের হাত? সেই তথ্য় খুঁজতে গিয়েই একটি থিয়োরিতে উঠে আসে 'রক্তবীজ'-এর কথা ৷ কি এই রক্তবীজ? জানা যাবে বড় পর্দায় ৷

আরও পড়ুন: বাবা ছেলের গল্প বলবে রণবীরের 'অ্যানিম্যাল'! অভিনেতার জন্মদিনে মুক্তি পেল অ্যাকশন প্যাকড টিজার
তবে পুজোয় যে বাংলার বক্স অফিসে লড়াইটা সহজ হবে না তা বলাই বাহুল্য ৷ মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি ৷ দেবের 'বাঘা যতীন', কোয়েল মল্লিকের 'জঙ্গলে মিতিন মাসি', প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের 'দশম অবতার'-এর মতো ছবির সঙ্গে তাল মিলিয়ে লড়াই করতে হবে এই ছবিকেও ৷ এখন সেই লড়াইয়ে কতখানি সফল হবে 'রক্তবীজ' সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.