ETV Bharat / entertainment

Mimi on Raktabeej: কবে আসছে 'রক্তবীজ' ছবির ট্রেলার? আভাস দিলেন মিমি, শুটিং ঝলক শেয়ার আবিরের - কবে আসছে মিমির নতুন ছবির ট্রেলার

Abir New Film: খুব তাড়াতাড়ি আসছে 'রক্তবীজ' ছবির ট্রেলার ৷ আস্ক মি এনিথিং সেশনে এসে তেমনই আভাস দিলেন মিমি ৷ আর অন্যদিকে ছবির শুটিংয়ের ঝলক শেয়ার করলেন আবিরও ৷ পরিচয় করিয়ে দিলেন তাঁর চরিত্রের সঙ্গে ৷

Pic Abir Mimi Chakraborty Instagram
কবে আসছে মিমির নতুন ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 7:55 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: পুজোয় আসছে 'রক্তবীজ' ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই ছবি নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ খাগড়াগড় বিস্ফোরণের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে অভিনয় করছেন একঝাঁক তারকা ৷ যেমন রয়েছেন আবির চট্টোপাধ্যায় বা মিমি চক্রবর্তী তেমনই রয়েছেন ভিক্টর বন্দোপাধ্যায়ও ৷ এবার ছবির ট্রেলার মুক্তির দিন নিয়ে একটি বড় আভাস দিলেন মিমি ৷ অন্যদিকে আবির শেয়ার করলেন শুটিংয়ের একটি দৃশ্য় ৷

Pic Abir Mimi Chakraborty Instagram
কবে আসছে মিমির নতুন ছবির ট্রেলার

মিমি আসলে মঙ্গলবার আয়োজন করেছিলেন একটি 'আস্ক মি এনিথিং' সেশনের ৷ আর সেখানেই একজন অনুরাগী তাঁর কাছে 'রক্তবীজ' ছবি নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য জানতে চান? তার উত্তরে নায়িকা বলেন, "রক্তবীজ ছবির সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল পুরো ছবিটাই ভীষণ আকর্ষণীয় ৷ আপনারা কি আমার কাছে গসিপের বিষয় চাইছেন ৷ তাহলে বলব না,সেটি হচ্ছে না ৷ তবে আমাদের ছবির ট্রেলার হয়তো খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ৷ হয়তো বা এই মাসেই ৷" তবে এর থেকে বেশি আর কিছুই জানা যায়নি অভিনেত্রীর কাছে ৷

আবির চট্টোপাধ্য়ায়ও এদিন ছবির একটি সুন্দর পোস্টার শেয়ার করেছেন ৷ আর সঙ্গে শেয়ার করেছেন শুটিংয়ের কিছু ঝলকও ৷ ছবিতে তাঁকে দেখা যাবে একজন আইপিএস অফিসারের চরিত্রে ৷ নাম পঙ্কজ সিনহা ৷ বোঝাই যায় খুব ডাকাবুকো একটি চরিত্রে দেখা যাবে ৷ যাই হোক আজ শুটিংয়ের যে ঝলকটি শেয়ার করেছেন আবির তাতে তাঁকে দেখা গিয়েছে লাফ দিয়ে বেড়া টপকাতে ৷ ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "আচ্ছা তাহলে পুজোয় দেখা হচ্ছে ৷"

Pic Mimi Chakraborty Instagram
ট্রেলার নিয়ে বড় আপডেট দিলেন মিমি

আরও পড়ুন: সৌভিকের নতুন ছবিতে সঙ্গী রোহন-সংযুক্তা, গণেশ চতুর্থীতেই শুরু হল শুটিং

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে উইন্ডোজ প্রোডাকশন ৷ এর আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার এবং প্রথম গান ৷ টিজারে অবশ্য় গল্পের কোনও আভাসই দেননি নির্মাতারা ৷ ছবিতে আবির-মিমি ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, দেবাশিস মণ্ডল, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবলীনা কুমারও ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: পুজোয় আসছে 'রক্তবীজ' ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের এই ছবি নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ খাগড়াগড় বিস্ফোরণের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে অভিনয় করছেন একঝাঁক তারকা ৷ যেমন রয়েছেন আবির চট্টোপাধ্যায় বা মিমি চক্রবর্তী তেমনই রয়েছেন ভিক্টর বন্দোপাধ্যায়ও ৷ এবার ছবির ট্রেলার মুক্তির দিন নিয়ে একটি বড় আভাস দিলেন মিমি ৷ অন্যদিকে আবির শেয়ার করলেন শুটিংয়ের একটি দৃশ্য় ৷

Pic Abir Mimi Chakraborty Instagram
কবে আসছে মিমির নতুন ছবির ট্রেলার

মিমি আসলে মঙ্গলবার আয়োজন করেছিলেন একটি 'আস্ক মি এনিথিং' সেশনের ৷ আর সেখানেই একজন অনুরাগী তাঁর কাছে 'রক্তবীজ' ছবি নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য জানতে চান? তার উত্তরে নায়িকা বলেন, "রক্তবীজ ছবির সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল পুরো ছবিটাই ভীষণ আকর্ষণীয় ৷ আপনারা কি আমার কাছে গসিপের বিষয় চাইছেন ৷ তাহলে বলব না,সেটি হচ্ছে না ৷ তবে আমাদের ছবির ট্রেলার হয়তো খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ৷ হয়তো বা এই মাসেই ৷" তবে এর থেকে বেশি আর কিছুই জানা যায়নি অভিনেত্রীর কাছে ৷

আবির চট্টোপাধ্য়ায়ও এদিন ছবির একটি সুন্দর পোস্টার শেয়ার করেছেন ৷ আর সঙ্গে শেয়ার করেছেন শুটিংয়ের কিছু ঝলকও ৷ ছবিতে তাঁকে দেখা যাবে একজন আইপিএস অফিসারের চরিত্রে ৷ নাম পঙ্কজ সিনহা ৷ বোঝাই যায় খুব ডাকাবুকো একটি চরিত্রে দেখা যাবে ৷ যাই হোক আজ শুটিংয়ের যে ঝলকটি শেয়ার করেছেন আবির তাতে তাঁকে দেখা গিয়েছে লাফ দিয়ে বেড়া টপকাতে ৷ ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "আচ্ছা তাহলে পুজোয় দেখা হচ্ছে ৷"

Pic Mimi Chakraborty Instagram
ট্রেলার নিয়ে বড় আপডেট দিলেন মিমি

আরও পড়ুন: সৌভিকের নতুন ছবিতে সঙ্গী রোহন-সংযুক্তা, গণেশ চতুর্থীতেই শুরু হল শুটিং

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে উইন্ডোজ প্রোডাকশন ৷ এর আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার এবং প্রথম গান ৷ টিজারে অবশ্য় গল্পের কোনও আভাসই দেননি নির্মাতারা ৷ ছবিতে আবির-মিমি ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, দেবাশিস মণ্ডল, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবলীনা কুমারও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.