হায়দরাবাদ, 14 নভেম্বর: গোয়ায় শুরু হতে চলেছে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ 20 নভেম্বর থেকে শুরু এই সিনেযাত্রা ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে ৷ একদিকে যেমন একাধিক নতুন ছবি ঠাঁই পেয়েছে এই চলচ্চিত্র উৎসবে, তেমনই হলিউড অভিনেতা মাইকেল ডগলাসকে সারাজীবনের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করা হবে সত্যজিৎ রায় এক্সেলেন্স সম্মানে ৷
-
Immerse yourself in the mesmerizing allure of 'Farrey' as they grace the red carpet at #IFFI54 in Goa! Be there on Nov 21st to share in the thrill and catch a glimpse of this extraordinary team. Don't miss out on this cinematic celebration!
— International Film Festival of India (@IFFIGoa) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Register now at https://t.co/JZISyPm1zS pic.twitter.com/UBcpQNjcS3
">Immerse yourself in the mesmerizing allure of 'Farrey' as they grace the red carpet at #IFFI54 in Goa! Be there on Nov 21st to share in the thrill and catch a glimpse of this extraordinary team. Don't miss out on this cinematic celebration!
— International Film Festival of India (@IFFIGoa) November 14, 2023
Register now at https://t.co/JZISyPm1zS pic.twitter.com/UBcpQNjcS3Immerse yourself in the mesmerizing allure of 'Farrey' as they grace the red carpet at #IFFI54 in Goa! Be there on Nov 21st to share in the thrill and catch a glimpse of this extraordinary team. Don't miss out on this cinematic celebration!
— International Film Festival of India (@IFFIGoa) November 14, 2023
Register now at https://t.co/JZISyPm1zS pic.twitter.com/UBcpQNjcS3
বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজগুলিকে উৎসবে 'গালা প্রিমিয়ার'-এর একটি অংশ হিসাবে দেখানো হবে ৷ সিনে তারকা এবং জনসাধারণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্যই চলচ্চিত্র উৎসবকে এইভাবে সাজানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ সলমন খানের 'ফ্যারি' (যেখানে তাঁর ভাগ্নী আলিজেহ অগ্নিহোত্রী অভিনয় করেছেন) ছবির পাশাপাশি আরও অনেক ছবি প্রদর্শিত হতে চলেছে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ গোয়ায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে পঙ্কজ ত্রিপাঠির 'কড়ক সিং' এবং 'গান্ধি টকস'-এর ৷ এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন এ আর রহমান ৷ অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী এবং অদিতি রাও হায়দারি।
-
Join us on Wednesday, 22 November at 12:30 PM for a captivating session – “Living the Character” with the versatile actor Vijay Sethupathy in conversation with the renowned Kushboo Sundar only at the #iffi54 pic.twitter.com/NNrRUtDUxP
— International Film Festival of India (@IFFIGoa) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Join us on Wednesday, 22 November at 12:30 PM for a captivating session – “Living the Character” with the versatile actor Vijay Sethupathy in conversation with the renowned Kushboo Sundar only at the #iffi54 pic.twitter.com/NNrRUtDUxP
— International Film Festival of India (@IFFIGoa) November 13, 2023Join us on Wednesday, 22 November at 12:30 PM for a captivating session – “Living the Character” with the versatile actor Vijay Sethupathy in conversation with the renowned Kushboo Sundar only at the #iffi54 pic.twitter.com/NNrRUtDUxP
— International Film Festival of India (@IFFIGoa) November 13, 2023
এই চলচ্চিত্র উৎসবে একাধিক ভালো ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা ৷ অনিরূদ্ধ রায়চৌধুরীর 'কড়ক সিং' যার মধ্যে অন্যতম ৷ এই ছবির প্রেক্ষাপট পুলিশ অফিসার একে শ্রীবাস্তবের জীবনী ঘিরে ৷ যিনি অ্যামনেশিয়ায় আক্রান্ত হলেও চিটফান্ড স্ক্যামের রহস্য সমাধান করতে পারেন ৷ ফলে এই ছবি দর্শকদের মন কাড়বে আশা করাই যায় ৷ অন্যদিকে, তালিকায় রয়েছে কিশোর পাদুরাঙ্গ বেলেকরের 'গান্ধি টকস', মিলন্দ রাউয়ের 'দ্য ভিলেজ'-এর মতো ছবি দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা ৷
-
Come, See the grandeur of #iffi54 at Goa from 20th-28th November, 2023 pic.twitter.com/qzKMci2Vqp
— International Film Festival of India (@IFFIGoa) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Come, See the grandeur of #iffi54 at Goa from 20th-28th November, 2023 pic.twitter.com/qzKMci2Vqp
— International Film Festival of India (@IFFIGoa) November 7, 2023Come, See the grandeur of #iffi54 at Goa from 20th-28th November, 2023 pic.twitter.com/qzKMci2Vqp
— International Film Festival of India (@IFFIGoa) November 7, 2023
এছাড়াও 'ডিয়ার জস্সি', 'হারি ওম হারি', 'রৌতু কি বেলি', 'দিল হ্যায় গ্রে', 'গ্রে গেমস' দেখানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ চলচ্চিত্র উৎসবের শেষ দিন হলিউডের প্রখ্যাত অভিনেতা মাইকেল ডগলাসকে সত্যজিৎ রায় এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে ৷ শোনা গিয়েছে, অভিনেতা মাইকেল আসতে পারেন হায়দরাবাদে ৷ দক্ষিণী অভিনেতাদের সঙ্গে দেখা করতে এবং এখানকার সিনেমা সম্পর্কে আরও বেশি জানতে ৷
-
We are thrilled to present our official selection of 15 International and Indian fiction feature films which will compete for the Golden Peacock Award for Best Film!
— International Film Festival of India (@IFFIGoa) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Join us in celebrating the joy cinema. Watch this space for updates, and mark your calendars! #IFFI54 pic.twitter.com/6BCWOpYmZa
">We are thrilled to present our official selection of 15 International and Indian fiction feature films which will compete for the Golden Peacock Award for Best Film!
— International Film Festival of India (@IFFIGoa) November 8, 2023
Join us in celebrating the joy cinema. Watch this space for updates, and mark your calendars! #IFFI54 pic.twitter.com/6BCWOpYmZaWe are thrilled to present our official selection of 15 International and Indian fiction feature films which will compete for the Golden Peacock Award for Best Film!
— International Film Festival of India (@IFFIGoa) November 8, 2023
Join us in celebrating the joy cinema. Watch this space for updates, and mark your calendars! #IFFI54 pic.twitter.com/6BCWOpYmZa
আরও পড়ুন:
1. 'জওয়ান'কে পিছনে ফেলে দ্বিতীয় দিনেই 100 কোটির ক্লাবে সলমনের 'টাইগার'
2. 'অনুমতি নিয়েই বদল হয়েছে নজরুলের সুর, তবুও গান-বিতর্কে ক্ষমাপ্রার্থী 'পিপ্পা' নির্মাতারা
3. শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'র পোস্টার, রহমত-মিনিকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা