ETV Bharat / entertainment

54th IFFI: সত্যজিৎ রায় উৎকর্ষ সম্মান পাচ্ছেন হলিউড তারকা মাইকেল ডগলাস

ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে 20 নভেম্বর ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷ দেশ-বিদেশ থেকে একাধিত তারকা, পরিচালক উপস্থিত হন এই উৎসবে ৷ হলিউড তারকা মাইকেল ডগলাস তার স্ত্রী ক্যাথরিন জেটা-জোনসের সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 5:26 PM IST

Etv Bharat
গোয়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

হায়দরাবাদ, 14 নভেম্বর: গোয়ায় শুরু হতে চলেছে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ 20 নভেম্বর থেকে শুরু এই সিনেযাত্রা ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে ৷ একদিকে যেমন একাধিক নতুন ছবি ঠাঁই পেয়েছে এই চলচ্চিত্র উৎসবে, তেমনই হলিউড অভিনেতা মাইকেল ডগলাসকে সারাজীবনের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করা হবে সত্যজিৎ রায় এক্সেলেন্স সম্মানে ৷

  • Immerse yourself in the mesmerizing allure of 'Farrey' as they grace the red carpet at #IFFI54 in Goa! Be there on Nov 21st to share in the thrill and catch a glimpse of this extraordinary team. Don't miss out on this cinematic celebration!
    Register now at https://t.co/JZISyPm1zS pic.twitter.com/UBcpQNjcS3

    — International Film Festival of India (@IFFIGoa) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজগুলিকে উৎসবে 'গালা প্রিমিয়ার'-এর একটি অংশ হিসাবে দেখানো হবে ৷ সিনে তারকা এবং জনসাধারণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্যই চলচ্চিত্র উৎসবকে এইভাবে সাজানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ সলমন খানের 'ফ্যারি' (যেখানে তাঁর ভাগ্নী আলিজেহ অগ্নিহোত্রী অভিনয় করেছেন) ছবির পাশাপাশি আরও অনেক ছবি প্রদর্শিত হতে চলেছে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ গোয়ায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে পঙ্কজ ত্রিপাঠির 'কড়ক সিং' এবং 'গান্ধি টকস'-এর ৷ এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন এ আর রহমান ৷ অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী এবং অদিতি রাও হায়দারি।

  • Join us on Wednesday, 22 November at 12:30 PM for a captivating session – “Living the Character” with the versatile actor Vijay Sethupathy in conversation with the renowned Kushboo Sundar only at the #iffi54 pic.twitter.com/NNrRUtDUxP

    — International Film Festival of India (@IFFIGoa) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই চলচ্চিত্র উৎসবে একাধিক ভালো ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা ৷ অনিরূদ্ধ রায়চৌধুরীর 'কড়ক সিং' যার মধ্যে অন্যতম ৷ এই ছবির প্রেক্ষাপট পুলিশ অফিসার একে শ্রীবাস্তবের জীবনী ঘিরে ৷ যিনি অ্যামনেশিয়ায় আক্রান্ত হলেও চিটফান্ড স্ক্যামের রহস্য সমাধান করতে পারেন ৷ ফলে এই ছবি দর্শকদের মন কাড়বে আশা করাই যায় ৷ অন্যদিকে, তালিকায় রয়েছে কিশোর পাদুরাঙ্গ বেলেকরের 'গান্ধি টকস', মিলন্দ রাউয়ের 'দ্য ভিলেজ'-এর মতো ছবি দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা ৷

এছাড়াও 'ডিয়ার জস্সি', 'হারি ওম হারি', 'রৌতু কি বেলি', 'দিল হ্যায় গ্রে', 'গ্রে গেমস' দেখানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ চলচ্চিত্র উৎসবের শেষ দিন হলিউডের প্রখ্যাত অভিনেতা মাইকেল ডগলাসকে সত্যজিৎ রায় এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে ৷ শোনা গিয়েছে, অভিনেতা মাইকেল আসতে পারেন হায়দরাবাদে ৷ দক্ষিণী অভিনেতাদের সঙ্গে দেখা করতে এবং এখানকার সিনেমা সম্পর্কে আরও বেশি জানতে ৷

  • We are thrilled to present our official selection of 15 International and Indian fiction feature films which will compete for the Golden Peacock Award for Best Film!
    Join us in celebrating the joy cinema. Watch this space for updates, and mark your calendars! #IFFI54 pic.twitter.com/6BCWOpYmZa

    — International Film Festival of India (@IFFIGoa) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

1. 'জওয়ান'কে পিছনে ফেলে দ্বিতীয় দিনেই 100 কোটির ক্লাবে সলমনের 'টাইগার'

2. 'অনুমতি নিয়েই বদল হয়েছে নজরুলের সুর, তবুও গান-বিতর্কে ক্ষমাপ্রার্থী 'পিপ্পা' নির্মাতারা

3. শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'র পোস্টার, রহমত-মিনিকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা

হায়দরাবাদ, 14 নভেম্বর: গোয়ায় শুরু হতে চলেছে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ 20 নভেম্বর থেকে শুরু এই সিনেযাত্রা ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে ৷ একদিকে যেমন একাধিক নতুন ছবি ঠাঁই পেয়েছে এই চলচ্চিত্র উৎসবে, তেমনই হলিউড অভিনেতা মাইকেল ডগলাসকে সারাজীবনের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করা হবে সত্যজিৎ রায় এক্সেলেন্স সম্মানে ৷

  • Immerse yourself in the mesmerizing allure of 'Farrey' as they grace the red carpet at #IFFI54 in Goa! Be there on Nov 21st to share in the thrill and catch a glimpse of this extraordinary team. Don't miss out on this cinematic celebration!
    Register now at https://t.co/JZISyPm1zS pic.twitter.com/UBcpQNjcS3

    — International Film Festival of India (@IFFIGoa) November 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজগুলিকে উৎসবে 'গালা প্রিমিয়ার'-এর একটি অংশ হিসাবে দেখানো হবে ৷ সিনে তারকা এবং জনসাধারণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্যই চলচ্চিত্র উৎসবকে এইভাবে সাজানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ সলমন খানের 'ফ্যারি' (যেখানে তাঁর ভাগ্নী আলিজেহ অগ্নিহোত্রী অভিনয় করেছেন) ছবির পাশাপাশি আরও অনেক ছবি প্রদর্শিত হতে চলেছে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ গোয়ায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে পঙ্কজ ত্রিপাঠির 'কড়ক সিং' এবং 'গান্ধি টকস'-এর ৷ এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন এ আর রহমান ৷ অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী এবং অদিতি রাও হায়দারি।

  • Join us on Wednesday, 22 November at 12:30 PM for a captivating session – “Living the Character” with the versatile actor Vijay Sethupathy in conversation with the renowned Kushboo Sundar only at the #iffi54 pic.twitter.com/NNrRUtDUxP

    — International Film Festival of India (@IFFIGoa) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই চলচ্চিত্র উৎসবে একাধিক ভালো ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা ৷ অনিরূদ্ধ রায়চৌধুরীর 'কড়ক সিং' যার মধ্যে অন্যতম ৷ এই ছবির প্রেক্ষাপট পুলিশ অফিসার একে শ্রীবাস্তবের জীবনী ঘিরে ৷ যিনি অ্যামনেশিয়ায় আক্রান্ত হলেও চিটফান্ড স্ক্যামের রহস্য সমাধান করতে পারেন ৷ ফলে এই ছবি দর্শকদের মন কাড়বে আশা করাই যায় ৷ অন্যদিকে, তালিকায় রয়েছে কিশোর পাদুরাঙ্গ বেলেকরের 'গান্ধি টকস', মিলন্দ রাউয়ের 'দ্য ভিলেজ'-এর মতো ছবি দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা ৷

এছাড়াও 'ডিয়ার জস্সি', 'হারি ওম হারি', 'রৌতু কি বেলি', 'দিল হ্যায় গ্রে', 'গ্রে গেমস' দেখানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ চলচ্চিত্র উৎসবের শেষ দিন হলিউডের প্রখ্যাত অভিনেতা মাইকেল ডগলাসকে সত্যজিৎ রায় এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে ৷ শোনা গিয়েছে, অভিনেতা মাইকেল আসতে পারেন হায়দরাবাদে ৷ দক্ষিণী অভিনেতাদের সঙ্গে দেখা করতে এবং এখানকার সিনেমা সম্পর্কে আরও বেশি জানতে ৷

  • We are thrilled to present our official selection of 15 International and Indian fiction feature films which will compete for the Golden Peacock Award for Best Film!
    Join us in celebrating the joy cinema. Watch this space for updates, and mark your calendars! #IFFI54 pic.twitter.com/6BCWOpYmZa

    — International Film Festival of India (@IFFIGoa) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

1. 'জওয়ান'কে পিছনে ফেলে দ্বিতীয় দিনেই 100 কোটির ক্লাবে সলমনের 'টাইগার'

2. 'অনুমতি নিয়েই বদল হয়েছে নজরুলের সুর, তবুও গান-বিতর্কে ক্ষমাপ্রার্থী 'পিপ্পা' নির্মাতারা

3. শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'র পোস্টার, রহমত-মিনিকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.