ETV Bharat / entertainment

সমালোচনা পেড়িয়ে জীবনে 'মস্ত মে রেহনে কা', বার্তা জ্যাকি-নীনার - Jackie Shroff

Mast Mein Rehne Ka: অ্যামাজন প্রাইমে আসছে বিজয় মৌর্য পরিচালিত ছবি 'মস্ত ম্যায় রহেনা কা' ৷ জ্যাকি শ্রফ-নীনা গুপ্তার উপস্থিতি নজর কাড়ল পাপারাৎজিদের ৷

Mast Mein Rehne Ka
'মস্ত ম্যায় রহেনা কা' স্ক্রিনিংয়ে জ্যাকি-নীনা
author img

By ANI

Published : Dec 7, 2023, 3:02 PM IST

'মস্ত ম্যায় রহেনা কা' স্ক্রিনিং

মুম্বই, 7 ডিসেম্বর: জীবনের সেকেন্ড ইনিংসে বি-টাউনে দারুণ ব্যাটিং করছেন অভিনেত্রী নীনা গুপ্তা ও জ্যাকি শ্রফ ৷ 'উঁচাই', 'লাস্ট স্টোরিস 2', 'ইশ্ক-এ-নাদান'-এর মতো ছবিতে নীনা গুপ্তা প্রতিনিয়ত নিজের অভিনয়শৈলীকে ছাপিয়ে যাচ্ছেন ৷ অন্যদিকে জ্যাকি শ্রফও কম যান না ৷ সম্প্রতি মুক্তি পাওয়া 'জেলার' ছবিতে রজনীকান্তের বন্ধু হয়ে তিনি ধরা দিয়েছেন সিনে পর্দায় ৷ এবার এই দুই তারকা একসঙ্গে ৷ অ্যামাজন প্রাইমে 8 ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'মস্ত মে রেহনে কা' ৷ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির বলিউডের চেনা মুখেরা ৷

বিজয় মৌর্য পরিচালিত কমেডির ছাঁচে তৈরি এই ছবির ট্রেলার নজর কেড়েছে দর্শকদের ৷ দু'জন অপরিচিত মানুষ কীভাবে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন, তারই পারিপার্শ্বিক ঘটনাকে আবর্ত করে এগিয়েছে ছবির গল্প ৷ মুখ্য চরিত্রে জ্যাকি ও নীনা ৷ এছাড়াও রয়েছেন অভিষেক চৌহান, 'জামতারা' খ্যাত অভিনেত্রী মণিকা পানওয়ার ও রাখী সাওয়ান্ত ৷

এদিন স্ক্রিনিংয়ে নীনাকে দেখা গিয়েছে লাল ও সবুজ রঙের ফ্লোরাল পোশাকে ৷ সঙ্গে ম্যাচিং পাজামা ৷ একহাতে সবুজ রঙের চুড়ি আর অন্য হাতে লাল ব্যাগ ৷ অন্যদিকে, জ্যাকি শ্রফকে দেখা গিয়েছে ম্যাচিং লাল-সবুজ পাঞ্জাবিতে ৷ চোখে কালো সানগ্লাস ৷ এদিন মায়ের ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন মেয়ে মাসাবা গুপ্তা ৷ সাদা রঙের টপের উপরে কালো রঙের জ্যাকেট ও কালো রঙের প্যান্টে দেখা যায় মাসাবাকে ৷ এদিন উপস্থিত ছিলেন বলিউডের পরিচিত মুখ গুলশন গ্রোভারও ৷ প্রত্যেক অতিথিদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ছোট গাছের চারা ৷

এর আগে এই জুটিকে দর্শক পেয়েছেন শর্ট ফিল্ম 'খুঁজলি'-তে ৷ সোনম নাইয়ার পরিচালিত এই শর্ট ফিল্ম 2018 সালে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ৷ এক পঞ্চাশোর্ধ্ব দম্পতি নিজেদের জীবনে যৌবন বয়সের সেই অনুভূতি খুঁজে পেতে কী কী করেন, তাই নিয়েই মজাদার গল্প ছিল 'খুঁজলি' ৷ সেই জুটি আরও একবার বড় পর্দায় ৷ তাঁদের বার্তা একটাই জীবনে আর যাই হোক না কেন, 'মস্ত মে রেহনে কা' ৷

আরও পড়ুন

1. লস অ্যাঞ্জেলস থেকে মুম্বইয়ে ফিরলেন দীপিকা, 'ব্ল্যাক লেডি'র কিলার লুকে ঘায়েল নেটপাড়া

2. হৃতিক-দীপিকার পর এবার প্রকাশ্যে অনিল কাপুরের 'ফাইটার' ছবির লুক

3. 'দেব আনন্দ চিরকালীন নায়ক', কিংবদন্তির স্মৃতিচারণায় প্রসেনজিৎ

'মস্ত ম্যায় রহেনা কা' স্ক্রিনিং

মুম্বই, 7 ডিসেম্বর: জীবনের সেকেন্ড ইনিংসে বি-টাউনে দারুণ ব্যাটিং করছেন অভিনেত্রী নীনা গুপ্তা ও জ্যাকি শ্রফ ৷ 'উঁচাই', 'লাস্ট স্টোরিস 2', 'ইশ্ক-এ-নাদান'-এর মতো ছবিতে নীনা গুপ্তা প্রতিনিয়ত নিজের অভিনয়শৈলীকে ছাপিয়ে যাচ্ছেন ৷ অন্যদিকে জ্যাকি শ্রফও কম যান না ৷ সম্প্রতি মুক্তি পাওয়া 'জেলার' ছবিতে রজনীকান্তের বন্ধু হয়ে তিনি ধরা দিয়েছেন সিনে পর্দায় ৷ এবার এই দুই তারকা একসঙ্গে ৷ অ্যামাজন প্রাইমে 8 ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'মস্ত মে রেহনে কা' ৷ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে হাজির বলিউডের চেনা মুখেরা ৷

বিজয় মৌর্য পরিচালিত কমেডির ছাঁচে তৈরি এই ছবির ট্রেলার নজর কেড়েছে দর্শকদের ৷ দু'জন অপরিচিত মানুষ কীভাবে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন, তারই পারিপার্শ্বিক ঘটনাকে আবর্ত করে এগিয়েছে ছবির গল্প ৷ মুখ্য চরিত্রে জ্যাকি ও নীনা ৷ এছাড়াও রয়েছেন অভিষেক চৌহান, 'জামতারা' খ্যাত অভিনেত্রী মণিকা পানওয়ার ও রাখী সাওয়ান্ত ৷

এদিন স্ক্রিনিংয়ে নীনাকে দেখা গিয়েছে লাল ও সবুজ রঙের ফ্লোরাল পোশাকে ৷ সঙ্গে ম্যাচিং পাজামা ৷ একহাতে সবুজ রঙের চুড়ি আর অন্য হাতে লাল ব্যাগ ৷ অন্যদিকে, জ্যাকি শ্রফকে দেখা গিয়েছে ম্যাচিং লাল-সবুজ পাঞ্জাবিতে ৷ চোখে কালো সানগ্লাস ৷ এদিন মায়ের ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন মেয়ে মাসাবা গুপ্তা ৷ সাদা রঙের টপের উপরে কালো রঙের জ্যাকেট ও কালো রঙের প্যান্টে দেখা যায় মাসাবাকে ৷ এদিন উপস্থিত ছিলেন বলিউডের পরিচিত মুখ গুলশন গ্রোভারও ৷ প্রত্যেক অতিথিদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ছোট গাছের চারা ৷

এর আগে এই জুটিকে দর্শক পেয়েছেন শর্ট ফিল্ম 'খুঁজলি'-তে ৷ সোনম নাইয়ার পরিচালিত এই শর্ট ফিল্ম 2018 সালে জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ৷ এক পঞ্চাশোর্ধ্ব দম্পতি নিজেদের জীবনে যৌবন বয়সের সেই অনুভূতি খুঁজে পেতে কী কী করেন, তাই নিয়েই মজাদার গল্প ছিল 'খুঁজলি' ৷ সেই জুটি আরও একবার বড় পর্দায় ৷ তাঁদের বার্তা একটাই জীবনে আর যাই হোক না কেন, 'মস্ত মে রেহনে কা' ৷

আরও পড়ুন

1. লস অ্যাঞ্জেলস থেকে মুম্বইয়ে ফিরলেন দীপিকা, 'ব্ল্যাক লেডি'র কিলার লুকে ঘায়েল নেটপাড়া

2. হৃতিক-দীপিকার পর এবার প্রকাশ্যে অনিল কাপুরের 'ফাইটার' ছবির লুক

3. 'দেব আনন্দ চিরকালীন নায়ক', কিংবদন্তির স্মৃতিচারণায় প্রসেনজিৎ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.