কলকাতা, 13 জুন : তিনি পর্দায় আবির্ভূত হলেই দর্শক হেসে ফেলেন । কারণ তাঁকে দেখলেই মন বলে ওঠে, এবার পাওয়া যাবে হাস্যরসের রসদ । মন খারাপ, মেজাজ গরম উধাও হবে এক নিমেষে, ম্যাজিকের মতো । তিনি মানসী সিনহা । আর এই প্রথম পরিচালকের ভূমিকায় আবির্ভূত হলেন তিনি ।
ভিন্ন ঘরানার একটি ছবি পরিচালনা করলেন মানসী সিনহা । ছবির নাম 'এটা আমাদের গল্প'(Manosi Sinha Directional Film Eta Amader Golpo)। ছবি নিয়ে যাত্রা অবশ্য সবটা সুখের ছিল তা বলা যায়না ৷ লকডাউনের আগেই নাকি শেষ হয়ে যাওয়ার কথা ছিল তাঁর ছবির পুরো কাজ ৷ কিন্তু ভণ্ড এক প্রযোজকের পাল্লায় পরে পিছিয়ে যায় সমস্তটাই ৷ তবে আপাতত সমস্যা মিটেছে । 'ধাগা প্রোডাকশন'-এর ব্যানারে প্রযোজক শুভঙ্কর মিত্রের প্রযোজনায়, সুভাষ বেরার তত্ত্বাবধানে মুক্তি পাবে এই ছবি ।
তাঁর ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, দেবদূত ঘোষ, অমিতকান্তি ঘোষ-সহ আরও অনেকে । ইতিমধ্যে ছবির শ্যুটিং শুরু হয়েছে কলকাতায় । গত রবিবার সারা রাত বেহালার সরশুনায় শ্য়ুটিং হয়ে গেল এই ছবির ।
পরিচালক মানসী বলেন, "জীবনের পথে চলতে চলতে যখন মনে হয় এইবার শেষের দিকে পা, তখনই আবার নতুন করে ধরা দেয় বেঁচে থাকার মানে । ঠিক এমনটাই হয়েছিল এই গল্পের দু'টি মানুষের । হঠাৎ করেই দেখা হয়েছিল জীবনের উপান্তে, আর পাল্টে গিয়েছিল জীবনের রঙ । তারপর কী হলো ? এই প্রশ্নের উত্তরই খুঁজে বের করবে আমাদের ছবি 'এটা আমাদের গল্প' ।"
আরও পড়ুন : 7 বছর পর ছোট পর্দায় লিড রোলে অঙ্কিতা
এই মুহূর্তে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে অভিনয় করছেন মানসী সিনহা । বড়পর্দা, ছোটপর্দা সব জায়গাতেই তাঁর অবাধ বিচরণ । এবার নিজের এলাকা বাড়িয়ে নিলেন আরও একটু ।