যোধপুর, 8 মে: 'দ্য় কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক চলছেই ৷ তবে এই নানাবিধ আলোচনা এবং সমালোচনার মধ্যেও বক্স অফিসে ছবির জয়যাত্রা অব্যাহত ৷ তরণ আদর্শের রিপোর্ট অনুযায়ী প্রথম উইকএন্ড শেষে 35.25 কোটি টাকা ঘরে তুলে ফেলেছে ছবিটি ৷ এবার এই ছবির প্রশংসা করতে গিয়ে এবার মার খেতে হল এক যুবককে ৷ রাজস্থানের বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, তিনি বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের 'দ্য় কেরালা স্টোরি'র প্রশংসা করে হোয়াটসঅ্যাপে একটি স্ট্য়াটাস শেয়ার করেন ৷ যার জেরে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর চড়াও হয় । তাঁকে মারধর করে ৷
যোধপুরের ওই যুবক স্থানীয় মন্দির থানায় এই নিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন ৷ ররিবার পুলিশ জানিয়েছে, অভিযোগকারী বিশ্ব হিন্দু পরিষদের একজন সক্রিয় সদস্য় ৷ তিনি সোশাল মিডিয়া স্ট্য়াটাসে প্রত্যেককে 'দ্য় কেরালা স্টোরি' দেখার আহ্বান জানান ৷ তাঁর মতে তরুণীদের এই ছবি বিশেষ করে দেখা দরকার ৷ এই কথা বলেই রোষের শিকার হন তিনি ৷ এই ঘটনায় এক নাবালককে আটক করেছে পুলিশ ৷ ওই যুবক মোট তিনজনের বিরুদ্ধে থানায় করেছে ৷
এসিপি দেরাওয়ার সিং বলেন, "অভিযোগকারী পুলিশকে জানিয়েছে, শনিবার রাতে বাড়ি ফেরার সময় তিনজন তাঁর পথ আটকায় এবং অভিযোগ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই ছবির প্রশংসা করে তিনি তাদের গোষ্ঠীকে অপমান করেছেন ৷ তারা ওই যুবককে হুমকি দেয় এবং মারধরও করে ৷" এই অভিযোগের বিরুদ্ধে তদন্তে নেমেছে মন্দির থানার পুলিশ ৷
'দ্য় কেরালা স্টোরি' ছবিতে কেরলের এক অন্য় কাহিনি ফুটিয়ে তুলেছেন সুদীপ্ত ৷ আদা খান অভিনীত ছবিতে দেখানো হয়েছে কীভাবে হিন্দু এবং অন্য ধর্মের মেয়েদের ভুল বুঝিয়ে তাদের ধর্ম পরিবর্তন করানো হয় ৷ আর তারপর প্রেমের ফাঁদে ফেলে একসময় আইএসআইএসের সঙ্গে যুক্ত হতে বাধ্য় করা হয় ৷ এই ছবিতে এমনই তিনজন নারীর কাহিনি তুলে ধরেছেন নির্মাতারা ৷ তাঁদের মতে প্রায় 30 হাজার কেরলের তরুণীর সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে ৷ ঠিক যেমন এই ছবিতে নার্সিং পড়তে এসে এই চক্রের খপ্পরে পড়ে তিনজন সাধারণ তরুণী ৷