ETV Bharat / entertainment

চোখের আলো, নয়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

"চোখের আলো" নতুন প্রকল্পে উপকৃত হবেন সরকারি স্কুলের গরিব দুস্থ ছাত্র-ছাত্রীরা । 2025-এর মধ্যে বিনামূল্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে ।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 4, 2021, 5:29 PM IST

Updated : Sep 3, 2022, 3:25 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : "চোখের আলো" নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাল থেকেই এই প্রকল্প চালু হবে । প্রকল্পে সরকারি স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদেরও বিনামূল্যে চোখ পরীক্ষা করা হবে । পাশাপাশি বিনামূল্যে 8 লাখ 25 হাজার চশমা দেওয়া হবে । আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

তিনি বলেন, ""চোখের আলো" নতুন প্রকল্পে উপকৃত হবেন সরকারি স্কুলের গরিব ছাত্র-ছাত্রীরা । তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে । 2025-এর মধ্যে বিনামূল্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে ।" পাশাপাশি, আজ উত্তরবঙ্গ মেডিকেল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন, নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনার দাবি মুখ্যমন্ত্রীর

বৈঠকে তিনি আরও জানান, অশোকনগরে ওএনজিসি তেলের হদিস পেয়েছে । ওই তেল হলদিয়া পরিশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করা হোক । আমি পেট্রলিয়ামমন্ত্রীকে চিঠি পাঠিয়ে আবেদন করেছিলাম । অনুসারী শিল্প তৈরি করতে জমি দিতে রাজি আছে রাজ্য সরকার । কৃষি আইন নিয়ে ফের সরব হন তিনি । জানিয়ে দেন, কৃষি আইন নিয়ে তাঁর অবস্থান পুরোপুরি স্পষ্ট । কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে ।

কলকাতা, 4 জানুয়ারি : "চোখের আলো" নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাল থেকেই এই প্রকল্প চালু হবে । প্রকল্পে সরকারি স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদেরও বিনামূল্যে চোখ পরীক্ষা করা হবে । পাশাপাশি বিনামূল্যে 8 লাখ 25 হাজার চশমা দেওয়া হবে । আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

তিনি বলেন, ""চোখের আলো" নতুন প্রকল্পে উপকৃত হবেন সরকারি স্কুলের গরিব ছাত্র-ছাত্রীরা । তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে । 2025-এর মধ্যে বিনামূল্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে ।" পাশাপাশি, আজ উত্তরবঙ্গ মেডিকেল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন, নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনার দাবি মুখ্যমন্ত্রীর

বৈঠকে তিনি আরও জানান, অশোকনগরে ওএনজিসি তেলের হদিস পেয়েছে । ওই তেল হলদিয়া পরিশোধনাগারে পাঠানোর ব্যবস্থা করা হোক । আমি পেট্রলিয়ামমন্ত্রীকে চিঠি পাঠিয়ে আবেদন করেছিলাম । অনুসারী শিল্প তৈরি করতে জমি দিতে রাজি আছে রাজ্য সরকার । কৃষি আইন নিয়ে ফের সরব হন তিনি । জানিয়ে দেন, কৃষি আইন নিয়ে তাঁর অবস্থান পুরোপুরি স্পষ্ট । কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে ।

Last Updated : Sep 3, 2022, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.