হায়দরাবাদ, 15 অগস্ট: 'ওয়ার' ছবির পর থেকেই হৃতিক রোশন-সিদ্ধার্থ আনন্দকে আবার অ্যাকশন মুডে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ সেই অপেক্ষার অবসান হতে চলেছে আগামী বছর ৷ কারণ আগামী জানুয়ারিতেই সিদ্ধার্থ আনন্দের হাত ধরে মুক্তি পেতে চলেছে 'ফাইটার' ৷ মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নির্মাতারা সামনে আনলেন এই ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ অবশ্য় এর নাম দেওয়া হয়েছে 'স্পিরিট অফ ফাইটার' ৷
ছবি মুক্তির দিনক্ষণ এবং চরিত্রদের লুক সামনে এসেছে এই ভিডিয়োতে ৷ হৃতিকের সঙ্গে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরকেও ৷ তাঁদের প্রত্যেককেই ভিডিয়োতে দেখা গেল এয়ারফোর্সের পোশাকে ৷ ভিডিয়োর শুরু দেখা যায় উড়ে যাচ্ছে কিছু ফাইটার জেট ৷ বোঝাই যায় যুদ্ধ-রণকৌশল-কূটনীতির এক টানটান কম্বো নিয়ে হাজির হতে চলেছেন নির্মাতারা ৷ ভিডিয়োর শেষে বেজে উঠে বন্দে মাতরম গানটিও ৷
ভায়াকম 18 স্টুডিয়োর এই নতুন প্রজেক্টটি মুক্তি পেতে চলেছে আগামী বছর 25 জানুয়ারি ৷ এদিন ভিডিয়োটি শেয়ার করে নির্মাতারা লেখেন, "আমাদের মহান দেশকে সেলাম ৷ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে ৷" সিদ্ধার্থের ঝুলিতে শুধু 'ওয়ার' নয় রয়েছে 'পাঠান'-এর মতো ছবিও ৷ শাহরুখের এই কামব্যাক ছবিটি কি পরিমাণ সাফল্য পেয়েছিল তা বোধহয় আর না বললেও চলে ৷ তাই এবার 'ফাইটার' কতখানি রোমাঞ্চকর হয়ে ওঠে সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে ৷
আরও পড়ুন:'আগাম সেলিব্রেশন শুরু', জন্মদিনের আগেই চকলেট কেকে কামড় বসালেন দর্শনা
অন্যদিকে হৃতিককে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'বিক্রমবেদা' ছবিতে ৷ এই ছবিটিও বেশ প্রশংসা কুড়িয়েছিল সমালোচক মহলে ৷ এবার আবার নতুন করে তাঁকে জয় করতে হবে দর্শকের মন ৷ অন্যদিকে অনিল কাপুরের শেষ কাজ ছিল 'দ্য নাইট ম্যানেজার 2' ৷ সেখানেও জাত চিনিয়েছেন অভিনেতা ৷ আর দীপিকার কথা তো বলাই বাহুল্য ৷ শাহরুখের পাশাপাশি 'পাঠান'-এর চালিকা শক্তিই হয়ে উঠেছিলেন তিনি ৷ এবার এই তিন তারকা আসছেন এক ফ্রেমে ৷