ETV Bharat / entertainment

মুক্তির আগে প্রচারে ঝড় তুলতে চলেছে হৃত্বিক-দীপিকার 'ফাইটার' - হৃত্বিক রোশন

Fighter Teaser Release Plan: জানুয়ারিতে মুক্তি পাবে হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার ৷ টিজার, ট্রেলার থেকে গান মুক্তির নতুন স্ট্যাটেজি প্রকাশ্যে আনল 'ফাইটার' টিম ৷

Etv Bharat
মুক্তির অপেক্ষায় 'ফাইটার'
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 7:17 PM IST

হায়দরাবাদ, 25 নভেম্বর: আগামী বছর 25 জানুয়ারি মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'ফাইটার' ৷ হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন জুটি বেঁধে ল্যান্ড করবে প্রেক্ষাগৃহে ৷ কিন্তু ছবির কোনও ঝলক এখন পর্যন্ত আসেনি প্রকাশ্যে ৷ টিজার আসবে কবে, তা নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন 'ফাইটার' টিম ৷ আকাশপথে যুদ্ধ দেখতে তৈরি হচ্ছেন দর্শকরাও ৷

জানা গিয়েছে, 'ফাইটার' ছবির টিজার প্রকাশ্যে আসবে ডিসেম্বরে ৷ পাঠান-খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ ঠিক করেছেন এই ছবির প্রচার স্ট্যাটেজি হবে একটু অন্যরকম ৷ প্রধানত দেখা যায়, বিগ বাজেটের কোনও ছবি মুক্তির আগে নূন্যতম একমাস সময় নেয়, ছবির প্রোমোশনের জন্য ৷ এক্ষেত্রে একটু অন্যরকম ভাবনা রয়েছে ফাইটার টিমের ৷ জানা গিয়েছে, টানা 50 দিন ধরে এই ছবির প্রোমোশন করবে টিম ফাইটার ৷

ডিসেম্বর হল উৎসবের মাস ৷ সেই কারণে ছবির মিউজিক সামনে আনার ক্ষেত্রেও মেনে চলা হবে স্ট্যাটেজি ৷ কখনও নাচের থিম, রোম্যান্স থিম, দেশপ্রেম কিংবা ইমোশন থিমকে সামনে রেখে মুক্তি পাবে 'ফাইটার' ছবির প্রতিটি গান ৷ তাই সোশাল ক্যালেন্ডার মাথায় রেখেই সবকিছু ঠিক করা হবে বলে জানা গিয়েছে ৷ বলিউডের প্রথম আকাশপথে অ্যাকশন দেখতে চলেছে দর্শক ৷ দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশন ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়কে ৷

প্রথমে 2022 সালের সেপ্টেম্বরে এই ছবির মুক্তির কথা থাকলেও, অতিমারির কারণে পোস্ট প্রোডাকশনের কাজে দেরি হওয়ায় পিছিয়ে যায় ছবির মুক্তির দিন ৷ তাই ঠিক হয়েছে আগামী বছর 25 জানুয়ারি, ভারতের 74তম প্রজাতন্ত্র দিবসের আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ফাইটার' ৷

আরও পড়ুন:

1. 20 বছর পরেও উদযাপন ভালোবাসা-বন্ধুত্ব, কে জানে 'কাল হো না হো...'!

2. সম্পত্তিভাগ অমিতাভ-জয়ার, মেয়ে শ্বেতার তবে কি 'প্রতীক্ষা'র অবসান!

3. অনীক দত্তর আসন্ন ছবিতে ক্যামিও রোলে বাম নেতা শতরূপ!

হায়দরাবাদ, 25 নভেম্বর: আগামী বছর 25 জানুয়ারি মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'ফাইটার' ৷ হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন জুটি বেঁধে ল্যান্ড করবে প্রেক্ষাগৃহে ৷ কিন্তু ছবির কোনও ঝলক এখন পর্যন্ত আসেনি প্রকাশ্যে ৷ টিজার আসবে কবে, তা নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন 'ফাইটার' টিম ৷ আকাশপথে যুদ্ধ দেখতে তৈরি হচ্ছেন দর্শকরাও ৷

জানা গিয়েছে, 'ফাইটার' ছবির টিজার প্রকাশ্যে আসবে ডিসেম্বরে ৷ পাঠান-খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ ঠিক করেছেন এই ছবির প্রচার স্ট্যাটেজি হবে একটু অন্যরকম ৷ প্রধানত দেখা যায়, বিগ বাজেটের কোনও ছবি মুক্তির আগে নূন্যতম একমাস সময় নেয়, ছবির প্রোমোশনের জন্য ৷ এক্ষেত্রে একটু অন্যরকম ভাবনা রয়েছে ফাইটার টিমের ৷ জানা গিয়েছে, টানা 50 দিন ধরে এই ছবির প্রোমোশন করবে টিম ফাইটার ৷

ডিসেম্বর হল উৎসবের মাস ৷ সেই কারণে ছবির মিউজিক সামনে আনার ক্ষেত্রেও মেনে চলা হবে স্ট্যাটেজি ৷ কখনও নাচের থিম, রোম্যান্স থিম, দেশপ্রেম কিংবা ইমোশন থিমকে সামনে রেখে মুক্তি পাবে 'ফাইটার' ছবির প্রতিটি গান ৷ তাই সোশাল ক্যালেন্ডার মাথায় রেখেই সবকিছু ঠিক করা হবে বলে জানা গিয়েছে ৷ বলিউডের প্রথম আকাশপথে অ্যাকশন দেখতে চলেছে দর্শক ৷ দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশন ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়কে ৷

প্রথমে 2022 সালের সেপ্টেম্বরে এই ছবির মুক্তির কথা থাকলেও, অতিমারির কারণে পোস্ট প্রোডাকশনের কাজে দেরি হওয়ায় পিছিয়ে যায় ছবির মুক্তির দিন ৷ তাই ঠিক হয়েছে আগামী বছর 25 জানুয়ারি, ভারতের 74তম প্রজাতন্ত্র দিবসের আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ফাইটার' ৷

আরও পড়ুন:

1. 20 বছর পরেও উদযাপন ভালোবাসা-বন্ধুত্ব, কে জানে 'কাল হো না হো...'!

2. সম্পত্তিভাগ অমিতাভ-জয়ার, মেয়ে শ্বেতার তবে কি 'প্রতীক্ষা'র অবসান!

3. অনীক দত্তর আসন্ন ছবিতে ক্যামিও রোলে বাম নেতা শতরূপ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.