ETV Bharat / entertainment

Dev New Look: মুখ গোঁফ-দাড়ির জঙ্গল, রুক্ষ বেশ! প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক

Dev New Film Bagha Jatin: এসে গেল 'বাঘা যতীন' ছবিতে দেবের নয়া লুক। সেখানে একেবারেই রুক্ষ চেহারায় দেখা গিয়েছে সুপারস্টার দেবকে। 19 অক্টোবর পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি ৷ অন্যদিকে, ছবির হিন্দি ভার্সানটি মুক্তি পেতে চলেছে একদিন বাদে 20 অক্টোবর ৷

Dev New Look
দেবের নতুন লুক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 10:41 AM IST

Updated : Sep 22, 2023, 11:13 AM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: অরুণ রায়ের আসন্ন বাংলা ছবি 'বাঘা যতীন'-এ উঠে আসবে স্বাধীনতা সংগ্রামের এক অজানা ইতিহাস। ছবিতে দেব ধরা দেবেন এক নয়া লুকে ৷ প্রাধান্য পাবে বাঘা যতীন এবং শহীদ ক্ষুদীরামের সম্পর্কের নানা দিক। এই বিষয়টি অনেকেরই অজানা। এবার সামনে এলো বাঘা যতীন রূপী দেবের আরও একটি নয়া লুক ৷ সম্প্রতি পোস্টারটি সামনে এনেছেন নির্মাতারা ৷

ভারতে তখন ব্রিটিশ রাজ ৷ পরাধীন দেশকে স্বাধীন করার কাজে ব্রতী হয়েছেন দেশমাতৃকার দামাল ছেলেমেয়ের দল ৷ তাদের গ্রেফতার করতে তৎপর পুলিশও। কিন্তু ধরা পড়লে তো চলবে না ৷ তাই প্রায়শই তাঁদের গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হত ৷ নানা ছদ্মবেশও নিতে হত তাঁদের। ইতিহাস বলছে ব্যতিক্রম ছিলেন না বাঘা যতীনও ৷ অবলীলায় নানা ছদ্মবেশ নিতে পারতেন বাংলা মায়ের এই বীর সন্তান ৷ তাঁর সেরকমই একটি লুক হাজির করলেন নির্মাতারা ৷

এই নুতন লুকে দেবকে দেখা গিয়েছে রুক্ষ এবং শুস্ক বেশে ৷ মুখে গোঁফ-দাড়ির জঙ্গল। মাথার চুল অবিন্যস্ত ৷ পরনের পোশাকটিও শতছিন্ন ৷ হঠাৎ দেখলে হয়তো শংকরের কথা মনে পড়ে যেতে পারে অনেকেরই ৷ এই ছবির মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু । টলিউডে সোমনাথ কুণ্ডুর প্রস্থেটিক মেক আপের দক্ষতার কথা অজানা নয় কারও। 'অপরাজিত', 'এক যে ছিল রাজা’, 'গুমনামি', 'মহানন্দা', 'জুলফিকর' ছবির লুক তাঁরই করা । সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের লুকও তাঁর হাতেই গড়া ।

Dev New Look
বাঘা যতীন ছবিতে দেবের নতুন লুক
দেব বলেন, "প্রথমত, বাঘা যতীনের মতো একটি চরিত্র করতে পারা আমার কাছে এক বিরাট পাওয়া । ইতিহাস জানিয়েছে, এই বীর বিপ্লবী একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য ছদ্মবেশের মূল্য কতখানি সেটা খুব ভালো করে জানতেন । দেশের স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে যাঁরা লড়াই করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাবে আমাদের এই ছবি ।"

আরও পড়ুন: মা হতে চলেছেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী, সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে তোলপাড়
আগেই হাজির হয়েছে ছবির শহীদ ক্ষুদীরামের লুক । এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামিউল আলমকে । 19 অক্টোবর বাংলায় মুক্তি পাবে ছবিটি। একই দিনেই মুক্তি পাবে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ'। সেখানে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদারদের মতো অভিনেতা ও অভিনেত্রীরা । সুতরাং পঞ্চমীতে প্রেক্ষাগৃহের লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই বাহুল্য ।

কলকাতা, 22 সেপ্টেম্বর: অরুণ রায়ের আসন্ন বাংলা ছবি 'বাঘা যতীন'-এ উঠে আসবে স্বাধীনতা সংগ্রামের এক অজানা ইতিহাস। ছবিতে দেব ধরা দেবেন এক নয়া লুকে ৷ প্রাধান্য পাবে বাঘা যতীন এবং শহীদ ক্ষুদীরামের সম্পর্কের নানা দিক। এই বিষয়টি অনেকেরই অজানা। এবার সামনে এলো বাঘা যতীন রূপী দেবের আরও একটি নয়া লুক ৷ সম্প্রতি পোস্টারটি সামনে এনেছেন নির্মাতারা ৷

ভারতে তখন ব্রিটিশ রাজ ৷ পরাধীন দেশকে স্বাধীন করার কাজে ব্রতী হয়েছেন দেশমাতৃকার দামাল ছেলেমেয়ের দল ৷ তাদের গ্রেফতার করতে তৎপর পুলিশও। কিন্তু ধরা পড়লে তো চলবে না ৷ তাই প্রায়শই তাঁদের গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হত ৷ নানা ছদ্মবেশও নিতে হত তাঁদের। ইতিহাস বলছে ব্যতিক্রম ছিলেন না বাঘা যতীনও ৷ অবলীলায় নানা ছদ্মবেশ নিতে পারতেন বাংলা মায়ের এই বীর সন্তান ৷ তাঁর সেরকমই একটি লুক হাজির করলেন নির্মাতারা ৷

এই নুতন লুকে দেবকে দেখা গিয়েছে রুক্ষ এবং শুস্ক বেশে ৷ মুখে গোঁফ-দাড়ির জঙ্গল। মাথার চুল অবিন্যস্ত ৷ পরনের পোশাকটিও শতছিন্ন ৷ হঠাৎ দেখলে হয়তো শংকরের কথা মনে পড়ে যেতে পারে অনেকেরই ৷ এই ছবির মেক আপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু । টলিউডে সোমনাথ কুণ্ডুর প্রস্থেটিক মেক আপের দক্ষতার কথা অজানা নয় কারও। 'অপরাজিত', 'এক যে ছিল রাজা’, 'গুমনামি', 'মহানন্দা', 'জুলফিকর' ছবির লুক তাঁরই করা । সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের লুকও তাঁর হাতেই গড়া ।

Dev New Look
বাঘা যতীন ছবিতে দেবের নতুন লুক
দেব বলেন, "প্রথমত, বাঘা যতীনের মতো একটি চরিত্র করতে পারা আমার কাছে এক বিরাট পাওয়া । ইতিহাস জানিয়েছে, এই বীর বিপ্লবী একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য ছদ্মবেশের মূল্য কতখানি সেটা খুব ভালো করে জানতেন । দেশের স্বাধীনতার জন্য বীরত্বের সঙ্গে যাঁরা লড়াই করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাবে আমাদের এই ছবি ।"

আরও পড়ুন: মা হতে চলেছেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী, সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে তোলপাড়
আগেই হাজির হয়েছে ছবির শহীদ ক্ষুদীরামের লুক । এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সামিউল আলমকে । 19 অক্টোবর বাংলায় মুক্তি পাবে ছবিটি। একই দিনেই মুক্তি পাবে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ'। সেখানে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদারদের মতো অভিনেতা ও অভিনেত্রীরা । সুতরাং পঞ্চমীতে প্রেক্ষাগৃহের লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই বাহুল্য ।

Last Updated : Sep 22, 2023, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.