ETV Bharat / entertainment

Kabuliwala Poster: শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা'র পোস্টার, রহমত-মিনিকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা - কাবুলিওয়ালা

আন্তর্জাতিক শিশু দিবসে প্রকাশ্যে এল রহমত ও মিনি জুটির মিষ্টি ছবি ৷ পরিচালক সুমন ঘোষের 'কাবুলিওয়ালা'র পোস্টার এখন দর্শকের দরবারে ৷ প্রকাশ্যে এল চরিত্রদের লুকও ৷ রহমত মিঠুন চক্রবর্তী ও মিনি অনুমেঘাকে দেখে আবেগপ্রবণ অনুরাগীরা ৷

Etv Bharat
শিশু দিবসে প্রকাশ্যে 'কাবুলিওয়ালা' পোস্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 10:38 AM IST

কলকাতা, 14 নভেম্বর: শিশুরা মাতৃক্রোড়ে সুন্দর, নিরাপদ ৷ অপরদিকে বাবা সামনে থেকে কঠিন হলেও তাঁর মনের গভীরে যে স্নেহ ও আদর থাকে তা সন্তানকে আগলে রাখে ৷ পৃথিবীর সব বাবাদের কাছেই সব সুখ একদিকে আর সন্তানসুখ অন্যদিকে ৷ তাই সুদূর আফগানিস্তান থেকে কলকাতায় আসা রহমত আলিও মিনির মধ্যে খুঁজে পেয়েছিলেন নিজের সন্তানকে ৷ এক কাবুলিওয়ালার মধ্যে পিতৃসত্তার সেই রূপ যা গেঁথে দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ তা রূপোলি পর্দায় ফিরে এসেছে বারবার ৷ এই শিশুদিবসে কাবুলিওয়ালার স্মৃতি উস্কে দিলেন পরিচালক সুমন ঘোষ ৷ প্রকাশ্যে এল মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা ছবির নতুন পোস্টার ৷ ধরা পড়ল রহমত আলির লুকও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এদিন ছবির পোস্টারের পাশাপাশি প্রকাশ্যে আনা হয়েছে কাবুলিওয়ালা তথা মিঠুনের লুক ৷ মিনি চরিত্রে দেখা যাবে মিঠাই খ্যাত ছোট্ট অনুমেঘা কাহালিকে ৷ মিনির বাবা এবং মায়ের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকে। পোস্টারে দেখা গিয়েছে, কাবুলিওয়ালা সঙ্গে ছোট্ট মিনি হেঁটে যাচ্ছে কোনও গলিপথে ৷ পিছনে ঝুঁলছে ক্লাবের শ্যামাপুজোর ব্যানার ৷ মিঠুনের মাথায় নীল রঙের পাগড়ি, উসকো-খুসকো দাঁড়ি, কাঁধে ঝোলা, পরনে আফগানি পোষাক ৷ অন্যদিকে, মিষ্টি মিনির পরনে বেগুনি রঙের ফ্রক। মাথায় গোলাপী ফিতে বাঁধা ৷ সোহিনীকে দেখা গিয়েছে আটপৌরা শাড়িতে বাঙালি গৃবধূর সাজে ৷ ছবি দেখে মনে হচ্ছে যেন মেয়েকে নিয়ে লক্ষী পাঁচালি পড়তে ব্যস্ত মিনির মা ৷ সাদামাটা বাবার চরিত্রে আবিরও নজরকাড়া ৷

প্রসঙ্গত, 1956 সালে প্রখ্যাত পরিচালক তপন সিংহ প্রথম তৈরি করেন 'কাবুলিওয়ালা'। সেখানে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস ৷ ছোট্ট মিনির চরিত্রে ছবি বিশ্বাসের পাশে দেখা যায় ঐন্দ্রিলা ঠাকুরকে। তাঁর কণ্ঠে 'খুঁকি' ডাক আজও ব্যাকুল করে হৃদয় ৷ এরপর 1961 সালে হেমেন গুপ্তর পরিচালনাতে হিন্দিতেও এই ছবি দেখেছেন দর্শক। কাবুলিওয়ালার চরিত্রে সেখানে অভিনয় করেন বলরাজ সাহানি ৷ বলরাজ সাহানির পাশে মিনির চরিত্রে দেখা যায় ছোট্ট সোনুকে। আর এবার সেই জুতোয় পা গলালেন মিঠুন চক্রবর্তী ৷ মিনির চরিত্রে অনুমেঘা ৷

অন্যদিকে, বড়পর্দায় ব্যোমকেশ-সত্যবতীকে মিনির বাবা এবং মায়ের চরিত্রে দেখতে চলেছে বাঙালি দর্শক। বলাবাহুল্য, আবির চট্টোপাধ্যায় এবং সোহিনি সরকারের অন্য ঘরানার রসায়ণ এবার উপভোগ করবে দর্শক। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। চলতি বছরের বড়দিনে দর্শকের দরবারে হাজির হবে 'কাবুলিওয়ালা'।

আরও পড়ুন:

1. 'টুংকুলুং-এ রহস্য আরও জটিল', বললেন পর্দার একেনবাবু

2. সিনেমাহলে আতসবাজি-কাণ্ডে এবার মুখ খুললেন সলমন, কী লিখলেন টুইটে?

3. 'অনুমতি নিয়েই বদল হয়েছে নজরুলের সুর, তবুও গান-বিতর্কে ক্ষমাপ্রার্থী 'পিপ্পা' নির্মাতারা

কলকাতা, 14 নভেম্বর: শিশুরা মাতৃক্রোড়ে সুন্দর, নিরাপদ ৷ অপরদিকে বাবা সামনে থেকে কঠিন হলেও তাঁর মনের গভীরে যে স্নেহ ও আদর থাকে তা সন্তানকে আগলে রাখে ৷ পৃথিবীর সব বাবাদের কাছেই সব সুখ একদিকে আর সন্তানসুখ অন্যদিকে ৷ তাই সুদূর আফগানিস্তান থেকে কলকাতায় আসা রহমত আলিও মিনির মধ্যে খুঁজে পেয়েছিলেন নিজের সন্তানকে ৷ এক কাবুলিওয়ালার মধ্যে পিতৃসত্তার সেই রূপ যা গেঁথে দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ তা রূপোলি পর্দায় ফিরে এসেছে বারবার ৷ এই শিশুদিবসে কাবুলিওয়ালার স্মৃতি উস্কে দিলেন পরিচালক সুমন ঘোষ ৷ প্রকাশ্যে এল মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা ছবির নতুন পোস্টার ৷ ধরা পড়ল রহমত আলির লুকও ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এদিন ছবির পোস্টারের পাশাপাশি প্রকাশ্যে আনা হয়েছে কাবুলিওয়ালা তথা মিঠুনের লুক ৷ মিনি চরিত্রে দেখা যাবে মিঠাই খ্যাত ছোট্ট অনুমেঘা কাহালিকে ৷ মিনির বাবা এবং মায়ের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকে। পোস্টারে দেখা গিয়েছে, কাবুলিওয়ালা সঙ্গে ছোট্ট মিনি হেঁটে যাচ্ছে কোনও গলিপথে ৷ পিছনে ঝুঁলছে ক্লাবের শ্যামাপুজোর ব্যানার ৷ মিঠুনের মাথায় নীল রঙের পাগড়ি, উসকো-খুসকো দাঁড়ি, কাঁধে ঝোলা, পরনে আফগানি পোষাক ৷ অন্যদিকে, মিষ্টি মিনির পরনে বেগুনি রঙের ফ্রক। মাথায় গোলাপী ফিতে বাঁধা ৷ সোহিনীকে দেখা গিয়েছে আটপৌরা শাড়িতে বাঙালি গৃবধূর সাজে ৷ ছবি দেখে মনে হচ্ছে যেন মেয়েকে নিয়ে লক্ষী পাঁচালি পড়তে ব্যস্ত মিনির মা ৷ সাদামাটা বাবার চরিত্রে আবিরও নজরকাড়া ৷

প্রসঙ্গত, 1956 সালে প্রখ্যাত পরিচালক তপন সিংহ প্রথম তৈরি করেন 'কাবুলিওয়ালা'। সেখানে কাবুলিওয়ালার ভূমিকায় অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস ৷ ছোট্ট মিনির চরিত্রে ছবি বিশ্বাসের পাশে দেখা যায় ঐন্দ্রিলা ঠাকুরকে। তাঁর কণ্ঠে 'খুঁকি' ডাক আজও ব্যাকুল করে হৃদয় ৷ এরপর 1961 সালে হেমেন গুপ্তর পরিচালনাতে হিন্দিতেও এই ছবি দেখেছেন দর্শক। কাবুলিওয়ালার চরিত্রে সেখানে অভিনয় করেন বলরাজ সাহানি ৷ বলরাজ সাহানির পাশে মিনির চরিত্রে দেখা যায় ছোট্ট সোনুকে। আর এবার সেই জুতোয় পা গলালেন মিঠুন চক্রবর্তী ৷ মিনির চরিত্রে অনুমেঘা ৷

অন্যদিকে, বড়পর্দায় ব্যোমকেশ-সত্যবতীকে মিনির বাবা এবং মায়ের চরিত্রে দেখতে চলেছে বাঙালি দর্শক। বলাবাহুল্য, আবির চট্টোপাধ্যায় এবং সোহিনি সরকারের অন্য ঘরানার রসায়ণ এবার উপভোগ করবে দর্শক। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। চলতি বছরের বড়দিনে দর্শকের দরবারে হাজির হবে 'কাবুলিওয়ালা'।

আরও পড়ুন:

1. 'টুংকুলুং-এ রহস্য আরও জটিল', বললেন পর্দার একেনবাবু

2. সিনেমাহলে আতসবাজি-কাণ্ডে এবার মুখ খুললেন সলমন, কী লিখলেন টুইটে?

3. 'অনুমতি নিয়েই বদল হয়েছে নজরুলের সুর, তবুও গান-বিতর্কে ক্ষমাপ্রার্থী 'পিপ্পা' নির্মাতারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.