মুম্বই, 25 ডিসেম্বর: বড়দিনে জন্মেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee Biopic)৷ আর এই বিশেষ দিনেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ তাঁর বায়োপিক 'ম্যায় অটল হুঁ'এর (Main Atal Hoon) প্রথম পোস্টার প্রকাশিত হল ৷ সামনে এল তাঁর চরিত্রে অভিনয় করা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) ফার্স্ট লুক ৷ যা দেখে এককথায় উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷
পঙ্কজ ত্রিপাঠী রবিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ফিল্মে তাঁর বিভিন্ন লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ৷ অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী, কবি, দেশনায়ক এবং একজন ভদ্রলোক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ছবিগুলি ৷ একটি ছবিতে পঙ্কজকে একটি ধুতি-কুর্তা এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো জহর কোট পরা অবস্থায় দেখা গিয়েছে ।"
পোস্টটির হিন্দি ক্যাপশন দিয়ে অভিনেতা লিখেছেন, "আমি জানি যে 'অটল'জি'র ব্যক্তিত্বকে পর্দায় বাস্তবে রূপ দিতে হলে আমার ব্যক্তিত্বের উপর সংযমের সঙ্গে কাজ করা প্রয়োজন । আমার দৃঢ় বিশ্বাস যে, আমি আমার মনোবল ও উৎসাহের সাহায্যে নতুন ভূমিকার সঙ্গে সুবিচার করতে পারব ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পঙ্কজ ত্রিপাঠী একটি ভিডিয়ো মন্তাজও শেয়ার করেছেন এবং হিন্দিতে ক্যাপশনে লিখেছেন, "এই বিরল ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি । আমি আবেগপ্রবণ এবং কৃতজ্ঞ ৷"
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য মোদির
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়ে আবর্তিত হয়েছে 'ম্যায় অটল হুঁ' ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী একজন দেশনায়ক হওয়ার পাশাপাশি একজন কবি, একজন নেতা এবং একজন মানবতাবাদীও ছিলেন । জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক রবি যাদবের পরিচালনায় এবং উৎকর্ষ নাইথানির রচনায় তৈরি এই ফিল্ম 2023 সালের ডিসেম্বরে মুক্তি পাবে । চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করছেন সেলিম-সুলেইমান, গানের কথা লিখেছেন সমীর ৷ মোশন ভিডিয়ো ঘোষণার জন্য কণ্ঠ দিয়েছেন সোনু নিগম । ভানুশালী স্টুডিয়োস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিয়োস দ্বারা উপস্থাপিত 'ম্যায় অটল হুঁ'র প্রযোজনা করেছেন বিনোদ ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান এবং কমলেশ ভানুশালী ৷ সহ-প্রযোজক জিশান আহমেদ এবং শিব শর্মা ৷