মুম্বই, 6 নভেম্বর: বাড়িতে নতুন অতিথি আসায় আনন্দের জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার ৷ মহেশ ভাট (Mahesh Bhatt) থেকে সোনি রাজদান, নীতু কাপুর - সবাই উচ্ছ্বসিত ৷ তবে শুধু পরিবারই নয়, কন্যাসন্তানের জন্ম হওয়ার পর থেকেই একের পর অভিনন্দন আছড়ে পড়েছে রণবীর ও আলিয়ার সোশ্যাল মিডিয়া দেওয়ালে ৷ অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে অনুষ্কা শর্মা, মৌনী রায়-সহ আরও বলিউডের নানা সেলিব্রিটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রণলিয়াকে (New Parents Alia and Ranbir)৷
একরত্তির দাদু হয়ে খুশিতে ডগমগ চিত্র পরিচালক মহেশ ভাট ৷ তিনি বলেছেন, "আহ, আমার বাচ্চার বাচ্চা হয়েছে ! রণবীর ও আলিয়ার জন্য আমি খুবই খুশি । আমাদের 'গোত্র' বাড়ুক । এবং এখন আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত হতে হবে: একজন দাদুর ভূমিকা । একটি দুর্দান্ত অভিষেক হতে চলেছে ৷"
সোনি রাজদান তাঁর মেয়ের করা পোস্টটিকেই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে ৷ লিখেছেন, "ওহ কী শুভ দিন ! এই আশ্চর্য আশীর্বাদরূপী উপহারের জন্য জীবনের প্রতি অনেক কৃতজ্ঞতা । আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অপরদিকে, রণবীর কাপুরের মা নীতু কাপুরও তাঁর পুত্রবধূর পোস্টটি শেয়ার করেছেন ৷ লিখেছেন, "আশীর্বাদ ৷" তার পাশে একটি হৃদয় ও কুর্নিশের ইমোজিও দিয়েছেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: আলিয়া থেকে নেহা, যে সেলেবরা বিয়ের আগেই গর্ভধারণ করেছেন
পরিবারের পাশাপাশি এই আনন্দের দিনে রণবীর ও আলিয়াকে জীবনের নতুন সফর শুরুর জন্য অভিনন্দন জানিয়েছেন বলিউডে তাঁদের সতীর্থরা ৷ অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "বাবা-মায়ের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শিশু কন্যার জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ ।"
রাম সেতুর অভিনেতা অক্ষয় কাপুর রণলিয়া অভিনন্দন জানিয়ে লিখেছেন, "অভিনন্দন!!! আলিয়া ভাট, রণবীর । কন্যাসন্তানের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর নেই । সবাই আশীর্বাদ করুন ৷"
অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, "অভিনন্দন প্রিয় মেয়ে ৷ তোমার রাজকুমারীকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷"
একনজরে দেখে নেব অন্যান্যদের শুভেচ্ছাবার্তা...
অভিনন্দন রইল আমাদের তরফেও ৷