ETV Bharat / entertainment

Celebs Congratulate Ranbir-Alia: আনন্দে আত্মহারা পরিবার, রণলিয়াকে শুভেচ্ছায় ভরালেন অক্ষয়-অনুষ্কারা - মহেশ ভাট

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কন্যাসন্তানের খবরে উচ্ছ্বসিত তাঁদের পরিবার (New Parents Alia and Ranbir)৷ মহেশ ভাট (Mahesh Bhatt) থেকে শুরু করে সোনি রাজদান ও নীতু কাপুর সবাই আনন্দে আত্মহারা ৷ রণলিয়াকে (Celebs Congratulate Ranbir-Alia) অভিনন্দন জানিয়েছেন তাঁর বলিউডের সতীর্থরা ৷

Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
আনন্দে আত্মহারা পরিবার, রণলিয়াকে শুভেচ্ছায় ভরালেন অক্ষয়-অনুষ্কারা
author img

By

Published : Nov 6, 2022, 5:50 PM IST

মুম্বই, 6 নভেম্বর: বাড়িতে নতুন অতিথি আসায় আনন্দের জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার ৷ মহেশ ভাট (Mahesh Bhatt) থেকে সোনি রাজদান, নীতু কাপুর - সবাই উচ্ছ্বসিত ৷ তবে শুধু পরিবারই নয়, কন্যাসন্তানের জন্ম হওয়ার পর থেকেই একের পর অভিনন্দন আছড়ে পড়েছে রণবীর ও আলিয়ার সোশ্যাল মিডিয়া দেওয়ালে ৷ অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে অনুষ্কা শর্মা, মৌনী রায়-সহ আরও বলিউডের নানা সেলিব্রিটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রণলিয়াকে (New Parents Alia and Ranbir)৷

একরত্তির দাদু হয়ে খুশিতে ডগমগ চিত্র পরিচালক মহেশ ভাট ৷ তিনি বলেছেন, "আহ, আমার বাচ্চার বাচ্চা হয়েছে ! রণবীর ও আলিয়ার জন্য আমি খুবই খুশি । আমাদের 'গোত্র' বাড়ুক । এবং এখন আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত হতে হবে: একজন দাদুর ভূমিকা । একটি দুর্দান্ত অভিষেক হতে চলেছে ৷"

সোনি রাজদান তাঁর মেয়ের করা পোস্টটিকেই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে ৷ লিখেছেন, "ওহ কী শুভ দিন ! এই আশ্চর্য আশীর্বাদরূপী উপহারের জন্য জীবনের প্রতি অনেক কৃতজ্ঞতা । আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ ।"

অপরদিকে, রণবীর কাপুরের মা নীতু কাপুরও তাঁর পুত্রবধূর পোস্টটি শেয়ার করেছেন ৷ লিখেছেন, "আশীর্বাদ ৷" তার পাশে একটি হৃদয় ও কুর্নিশের ইমোজিও দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: আলিয়া থেকে নেহা, যে সেলেবরা বিয়ের আগেই গর্ভধারণ করেছেন

পরিবারের পাশাপাশি এই আনন্দের দিনে রণবীর ও আলিয়াকে জীবনের নতুন সফর শুরুর জন্য অভিনন্দন জানিয়েছেন বলিউডে তাঁদের সতীর্থরা ৷ অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "বাবা-মায়ের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শিশু কন্যার জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ ।"

Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
অনুষ্কার বার্তা

রাম সেতুর অভিনেতা অক্ষয় কাপুর রণলিয়া অভিনন্দন জানিয়ে লিখেছেন, "অভিনন্দন!!! আলিয়া ভাট, রণবীর । কন্যাসন্তানের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর নেই । সবাই আশীর্বাদ করুন ৷"

mahesh-bhatt-anushka-sharma-akshay-kumar-others-congratulate-new-parents-alia-and-ranbir
অক্ষয়ের বার্তা

অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, "অভিনন্দন প্রিয় মেয়ে ৷ তোমার রাজকুমারীকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷"

Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
অভিনন্দন রণলিয়াকে

একনজরে দেখে নেব অন্যান্যদের শুভেচ্ছাবার্তা...

Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
শুভেচ্ছাবার্তা রণলিয়াকে
Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
শুভেচ্ছা রণবীর ও আলিয়াকে

অভিনন্দন রইল আমাদের তরফেও ৷

মুম্বই, 6 নভেম্বর: বাড়িতে নতুন অতিথি আসায় আনন্দের জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার ৷ মহেশ ভাট (Mahesh Bhatt) থেকে সোনি রাজদান, নীতু কাপুর - সবাই উচ্ছ্বসিত ৷ তবে শুধু পরিবারই নয়, কন্যাসন্তানের জন্ম হওয়ার পর থেকেই একের পর অভিনন্দন আছড়ে পড়েছে রণবীর ও আলিয়ার সোশ্যাল মিডিয়া দেওয়ালে ৷ অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে অনুষ্কা শর্মা, মৌনী রায়-সহ আরও বলিউডের নানা সেলিব্রিটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রণলিয়াকে (New Parents Alia and Ranbir)৷

একরত্তির দাদু হয়ে খুশিতে ডগমগ চিত্র পরিচালক মহেশ ভাট ৷ তিনি বলেছেন, "আহ, আমার বাচ্চার বাচ্চা হয়েছে ! রণবীর ও আলিয়ার জন্য আমি খুবই খুশি । আমাদের 'গোত্র' বাড়ুক । এবং এখন আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত হতে হবে: একজন দাদুর ভূমিকা । একটি দুর্দান্ত অভিষেক হতে চলেছে ৷"

সোনি রাজদান তাঁর মেয়ের করা পোস্টটিকেই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে ৷ লিখেছেন, "ওহ কী শুভ দিন ! এই আশ্চর্য আশীর্বাদরূপী উপহারের জন্য জীবনের প্রতি অনেক কৃতজ্ঞতা । আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ ।"

অপরদিকে, রণবীর কাপুরের মা নীতু কাপুরও তাঁর পুত্রবধূর পোস্টটি শেয়ার করেছেন ৷ লিখেছেন, "আশীর্বাদ ৷" তার পাশে একটি হৃদয় ও কুর্নিশের ইমোজিও দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: আলিয়া থেকে নেহা, যে সেলেবরা বিয়ের আগেই গর্ভধারণ করেছেন

পরিবারের পাশাপাশি এই আনন্দের দিনে রণবীর ও আলিয়াকে জীবনের নতুন সফর শুরুর জন্য অভিনন্দন জানিয়েছেন বলিউডে তাঁদের সতীর্থরা ৷ অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, "বাবা-মায়ের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শিশু কন্যার জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ ।"

Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
অনুষ্কার বার্তা

রাম সেতুর অভিনেতা অক্ষয় কাপুর রণলিয়া অভিনন্দন জানিয়ে লিখেছেন, "অভিনন্দন!!! আলিয়া ভাট, রণবীর । কন্যাসন্তানের চেয়ে বড় আনন্দ পৃথিবীতে আর নেই । সবাই আশীর্বাদ করুন ৷"

mahesh-bhatt-anushka-sharma-akshay-kumar-others-congratulate-new-parents-alia-and-ranbir
অক্ষয়ের বার্তা

অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, "অভিনন্দন প্রিয় মেয়ে ৷ তোমার রাজকুমারীকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না ৷"

Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
অভিনন্দন রণলিয়াকে

একনজরে দেখে নেব অন্যান্যদের শুভেচ্ছাবার্তা...

Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
শুভেচ্ছাবার্তা রণলিয়াকে
Mahesh Bhatt, Anushka Sharma, Akshay Kumar, Others Congratulate New Parents Alia and Ranbir
শুভেচ্ছা রণবীর ও আলিয়াকে

অভিনন্দন রইল আমাদের তরফেও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.