ETV Bharat / entertainment

SS Rajamouli HBD: রাজামৌলির জন্মদিনে ফিরে দেখা সেরা ছবির তালিকা

ভারতীয় সিনেমার চালচিত্র বদলে এখনকার সময়ে যিনি গুরত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি এসএস রাজামৌলি ৷ তাঁর জন্মদিনে ফিরে দেখা যায় সেরা ফিল্মিগ্রাফ ৷

Etv Bharat
পরিচালক রাজামৌলির সেরা ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 1:22 PM IST

হায়দরাবাদ, 10 অক্টোবর: তাঁকে বলা হয় ভারতীয় সিনেমার স্পিলবার্গ ৷ তিনি এসএস রাজামৌলি ৷ প্রতিনিয়ত যিনি ভারতীয় সিনেমাকে নিয়ে গিয়েছেন অভাবনীয় স্তরে ৷ চিত্রনাট্য থেকে গ্রাফিক্স ডিজাইন, অ্যাকশন সিকোয়েন্স থেকে সিনেমাটোগ্রাফি, ভারতীয় ছবির নতুন সংজ্ঞা তৈরি করেছেন অস্কারজয়ী পরিচালক ৷ ছবির হিরো যেভাবে প্রাধান্য পেয়েছে তাঁর ছবিতে, তেমনই খলনায়কের চরিত্রও পেয়েছে সমান স্ক্রিনস্পেস ৷ তাই একদিকে যদি বাহুবলীকে যেমন দর্শক মনে রেখেছেন তেমনই মনে রেখেছেন ভল্লালদেব-কেও ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক সিনেপর্দায় জনপ্রিয় ছবি, নায়ক ও খলনায়কের চরিত্রগুলিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2001 সালে ছবি পরিচালনায় হাত পাকানো শুরু করেন রাজামৌলি ৷ প্রথম ছবি ছিল 'স্টুডেন্ট নম্বর 1' ৷ একে একে 'সিমাদ্রি', 'সাই', 'ছত্রপতি'-র মতো উপহার দর্শকদের উপহার দেন তিনি ৷ তবে 2009 সালে তেলেগু ছবি 'মগধীরা' সাড়া ফেলে বক্সঅফিসে ৷ ফ্যান্টাসি-রোমান্টিক-অ্যাকশন, একত্রে বিনোদনের মশলা তিনি উপহার দেন দর্শকদের ৷ আর ফিরে তাকাতে হয়নি ৷ বক্সঅফিসে সুপারহিটের তকমা পায় এই ছবি ৷ রামচরণকে দেখা যায় হর্শ ও ভৈরবের চরিত্রে ৷ কাজল আগরওয়ালকে দেখা যায় ইন্দিরা ও মিথরাবৃন্দা দেবীর চরিত্রে ৷ দেব গিলকে দেখা যায় রঘুবীর ও রণদেব বিল্লার চরিত্রে ৷ ছবিতে রামচরণ ও দেব গিলকে পর্দায় যেভাবে পরিচালক রাজামৌলি তুলে ধরেন তা প্রশংসনীয় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপরের ছবি ইতিহাস তৈরি করেছে 'বাহুবলী: দ্য বিগিনিং' ও 'বাহুবলী: দ্য কনক্লুশন' ৷ একদিকে বাহুবলীর চরিত্রে প্রভাস অন্যদিকে ভল্লালদেবের চরিত্রে রানা ডাগ্গাবুটির চরিত্র ভারতীয় সিনেমায় হয়ে রইল কালজয়ী ৷ বক্সঅফিস রেকর্ড ছাড়াও সিনেমার গল্প বলার ধরণও বদলে দেন পরিচালক রাজামৌলি ৷ একটি ছবি শেষ হয়েও হইল না শেষ-এর যে কৌতুহল তা রাজামৌলি বলেই দর্শক মনে জাগিয়ে রাখতে পেরেছিলেন টানা দু'বছর ৷ 'বাহুবলীকে কাটাপ্পা কেন মারল?' সেই প্রশ্নের উত্তর জানতে দর্শকরাও অপেক্ষা করে থাকে 2015 থেকে 2017 পর্যন্ত ৷ আর এটাই পরিচালক রাজামৌলির সবচেয়ে বড় ক্রেডিট ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বুসান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা এশিয়ান সিরিজ 'স্কুপ', অভিনেত্রীর শিরোপা করিশ্মার

এরপর বলতেই হয় 'আরআরআর' ছবির কথা ৷ যে ছবি আন্তর্জাতিক দরবারে ভারতীয় ছবিকে চিনিয়েছে অন্যভাবে ৷ অস্কারের মঞ্চে প্রথম আঞ্চলিক গান হিসাবে ছবির 'নাতু নাতু' জিতে নেয় সেরা গানের তকমা ৷ জার্নি এখানেই শেষ নয় ৷ পথ চলা এখনও অনেকটাই বাকি পরিচালক এসএস রাজামৌলির ৷ জন্মদিনে পরিচালকের আগামীর সেই পথ আরও সুন্দর হোক, মসৃণ হোক অনুরাগীদের প্রার্থণা এটাই ৷

হায়দরাবাদ, 10 অক্টোবর: তাঁকে বলা হয় ভারতীয় সিনেমার স্পিলবার্গ ৷ তিনি এসএস রাজামৌলি ৷ প্রতিনিয়ত যিনি ভারতীয় সিনেমাকে নিয়ে গিয়েছেন অভাবনীয় স্তরে ৷ চিত্রনাট্য থেকে গ্রাফিক্স ডিজাইন, অ্যাকশন সিকোয়েন্স থেকে সিনেমাটোগ্রাফি, ভারতীয় ছবির নতুন সংজ্ঞা তৈরি করেছেন অস্কারজয়ী পরিচালক ৷ ছবির হিরো যেভাবে প্রাধান্য পেয়েছে তাঁর ছবিতে, তেমনই খলনায়কের চরিত্রও পেয়েছে সমান স্ক্রিনস্পেস ৷ তাই একদিকে যদি বাহুবলীকে যেমন দর্শক মনে রেখেছেন তেমনই মনে রেখেছেন ভল্লালদেব-কেও ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক সিনেপর্দায় জনপ্রিয় ছবি, নায়ক ও খলনায়কের চরিত্রগুলিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

2001 সালে ছবি পরিচালনায় হাত পাকানো শুরু করেন রাজামৌলি ৷ প্রথম ছবি ছিল 'স্টুডেন্ট নম্বর 1' ৷ একে একে 'সিমাদ্রি', 'সাই', 'ছত্রপতি'-র মতো উপহার দর্শকদের উপহার দেন তিনি ৷ তবে 2009 সালে তেলেগু ছবি 'মগধীরা' সাড়া ফেলে বক্সঅফিসে ৷ ফ্যান্টাসি-রোমান্টিক-অ্যাকশন, একত্রে বিনোদনের মশলা তিনি উপহার দেন দর্শকদের ৷ আর ফিরে তাকাতে হয়নি ৷ বক্সঅফিসে সুপারহিটের তকমা পায় এই ছবি ৷ রামচরণকে দেখা যায় হর্শ ও ভৈরবের চরিত্রে ৷ কাজল আগরওয়ালকে দেখা যায় ইন্দিরা ও মিথরাবৃন্দা দেবীর চরিত্রে ৷ দেব গিলকে দেখা যায় রঘুবীর ও রণদেব বিল্লার চরিত্রে ৷ ছবিতে রামচরণ ও দেব গিলকে পর্দায় যেভাবে পরিচালক রাজামৌলি তুলে ধরেন তা প্রশংসনীয় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপরের ছবি ইতিহাস তৈরি করেছে 'বাহুবলী: দ্য বিগিনিং' ও 'বাহুবলী: দ্য কনক্লুশন' ৷ একদিকে বাহুবলীর চরিত্রে প্রভাস অন্যদিকে ভল্লালদেবের চরিত্রে রানা ডাগ্গাবুটির চরিত্র ভারতীয় সিনেমায় হয়ে রইল কালজয়ী ৷ বক্সঅফিস রেকর্ড ছাড়াও সিনেমার গল্প বলার ধরণও বদলে দেন পরিচালক রাজামৌলি ৷ একটি ছবি শেষ হয়েও হইল না শেষ-এর যে কৌতুহল তা রাজামৌলি বলেই দর্শক মনে জাগিয়ে রাখতে পেরেছিলেন টানা দু'বছর ৷ 'বাহুবলীকে কাটাপ্পা কেন মারল?' সেই প্রশ্নের উত্তর জানতে দর্শকরাও অপেক্ষা করে থাকে 2015 থেকে 2017 পর্যন্ত ৷ আর এটাই পরিচালক রাজামৌলির সবচেয়ে বড় ক্রেডিট ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বুসান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা এশিয়ান সিরিজ 'স্কুপ', অভিনেত্রীর শিরোপা করিশ্মার

এরপর বলতেই হয় 'আরআরআর' ছবির কথা ৷ যে ছবি আন্তর্জাতিক দরবারে ভারতীয় ছবিকে চিনিয়েছে অন্যভাবে ৷ অস্কারের মঞ্চে প্রথম আঞ্চলিক গান হিসাবে ছবির 'নাতু নাতু' জিতে নেয় সেরা গানের তকমা ৷ জার্নি এখানেই শেষ নয় ৷ পথ চলা এখনও অনেকটাই বাকি পরিচালক এসএস রাজামৌলির ৷ জন্মদিনে পরিচালকের আগামীর সেই পথ আরও সুন্দর হোক, মসৃণ হোক অনুরাগীদের প্রার্থণা এটাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.