হায়দরাবাদ, 7 মে: বয়স যেন বাড়ছে না ক্রমাগত কমছে তাঁর ? তাঁর শেষ ওটিটি সিরিজ 'ফেম গেম'-এ যেমন অভিনয় দিয়ে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছিলেন মাধুরী দিক্ষীত ঠিক তেমনই তাঁর নাচও যে কোনও তরুণ নায়িকার ঈর্ষার কারণ হতে বাধ্য ৷ শনিবার নিজের আসন্ন মিউজিক ভিডিয়ো 'তু হ্যায় মেরা'র টিজার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী (Madhuri Dixit New Music Video Tu Hai Mera )৷ তাঁর সেই ভিডিয়ো দেখে রীতিমত মোহিত অনুরাগীরা ৷ আজও একইরকম স্বাচ্ছন্দ্যে স্টেজ কাঁপাচ্ছেন এই মাধুরী ৷ এই জন্য়ই বোধহয় বলে বয়সটা শুধু একটা সংখ্য়া ছাড়া আর কিছু নয় ৷
-
" class="align-text-top noRightClick twitterSection" data="
">
নতুন এই মিউজিক ভিডিয়োটি প্রকাশ পাবে 15 মে ৷ চির তরুণী এই বলিসুন্দরীর জন্মদিনে ৷ প্রসঙ্গত এই গানটি রচনা করেছেন অভিনেত্রী নিজেই একইসঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি আর নাচ তো আছেই ৷ সোশ্যাল মিডিয়ায় টিজার শেয়ার করে মাধুরী লেখেন, 'আমার সঙ্গে তু হ্যায় মেরার প্রথম লুকের ভিতর ডুব দিন ৷' সোশ্য়াল মিডিয়ায় বরাবরই বেশ অ্যাকটিভ বলিউডের 'ধক ধক গার্ল' ৷ গতকালই 'মেরি জান' গানের সঙ্গে একটি ছোট্ট রিল পোস্ট করে অনুরাগীদের মনে ঝড় তুলেছিলেন তিনি ৷ এর আগে কাঁচাবাদাম গানেও কোমর দুলিয়েছেন মাধুরী ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: প্রয়াত 'কেজিএফ: চ্যাপটার 2' খ্যাত দক্ষিণী অভিনেতা
এই নতুন মিউজিক ভিডিয়োটির প্রযোজনা করেছেন ডাঃ শ্রীরাম নেনে এবং আরএনএম মুভিং পিকচার্স প্রাইভেট লিমিটেড ৷ এছাড়া নির্বাহী প্রযোজক গৌরব চাওলার সঙ্গে মাধুরী দীক্ষিতও সহ-প্রযোজনা করেছেন ৷ ভিডিয়ো পরিচালনার দায়িত্বে ছিলেন চরিত দেশাই ৷