ETV Bharat / entertainment

Happy Birthday Uttam kumar: 'এমন মানবিক মানুষ এখন দেখি না'- উত্তমস্মরণে অভিনেত্রী মাধবী

কখনও তিনি কৃষ্ণেন্দু, কখনও কিরীটি মুখোপাধ্যায় কখনওবা ম্যাটিনি আইডল অরিন্দম মুখোপাধ্যায় আবার কখনও গৌরহরি ৷ নানা রূপে, নানা মেজাজে রূপোলি পর্দায় ধরা দিয়েছেন মহানায়ক উত্তম কুমার ৷ তবে মানুষ হিসাবে কেমন ছিলেন, মহানায়কের 97তম জন্মদিনে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ৷

Madhabi Remembers Uttam kumar
উত্তমস্মরণে অভিনেত্রী মাধবী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 11:01 AM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: পর্দায় যখনই তিনি এসেছেন তাঁকে সামনে দেখে উত্তম কুমার খুঁজে বেড়িয়েছেন মনের চোরাগলি ৷ আবার কখনও উত্তম কুমারের সঙ্গে পায়ে পায়ে পথ চলতে চলতে বলেছিলেন ভালোবাসি ৷ কখনওবা একে অপরকে প্রশ্ন করেছেন কে প্রথম কাছে এসেছি? বুঝতে নিশ্চই অসুবিধা হয়নি বাংলা ছবির ইতিহাসে কোন জুটির কথা বলা হচ্ছে ৷ ঠিকই ধরেছেন, মাধবী মুখোপাধ্যায় ও মহানায়ক উত্তম কুমার ৷ যে জুটি বাংলার দর্শকদের উপহার দিয়েছেন 'শঙ্খবেলা', 'অগ্নীশ্বর', 'বিরাজ বৌ', 'ছদ্মবেশী', 'বনপলাশীর পদাবলী', 'থানা থেকে আসছি'-র মতো কাল্ট ছবি ৷

মহানায়কের 97তম জন্মদিনে উত্তম কুমারকে নিয়ে স্মৃতির পাতা খুলে বসলেন মাধবী মুখোপাধ্যায় ৷ রোম্যান্টিক উত্তম কুমার থেকে কমেডিয়ান উত্তম কুমার থেকে বেরিয়ে মানুষ উত্তম কুমার কেমন ছিলেন তাঁর চোখে, জানান অভিনেত্রী ৷

তিনি বলেন, "উত্তম কুমার সবরকম অভিনয় করতে পারতেন ৷ কমেডিয়ান হোক, খলনায়ক হোক, রোম্যান্টিক হোক, সবরকম অভিনয় নিখুঁতভাবে করতে পারতেন তিনি ৷ ওনার কোনও বাদবিচার ছিল না, এটা করব না ওটা করব না ৷ সবকিছুতে উনি পারদর্শী ছিলেন ৷"

অভিনেত্রী আরও বলেন, "অভিনয় নিয়ে কথা তো সকলেই বলেন ৷ আমি বলব ওনার আরও এখটা যে দিক রয়েছে সেটা নিয়ে ৷ তা হল মনুষ্যত্বের দিক ৷ এইটা সবচাইতে বড় ৷ এটা না থাকলে নিজেকে একাধিক রূপে বাইরে মেলে ধরা বিষয়টা আসে না ৷ এটা মানুষকে অনুভব করতে হয় ৷ তবেই একটা অভিনয় ভিতর থেকে আসে ৷ মানবিকতার দিকটা ওনার এত বেশি যে উনি শিল্পী সংসদ তৈরি করেছিলেন ৷ এই সংসদের মাধ্যমে অনেককে সাহায্য করা হয়েছে ৷ সেই আর্থিক সাহায্য এখনও দুঃস্থ শিল্পীদের এই সংসদের মাধ্যমে করা হয়ে থাকে ৷ এই বিষয়গুলো কিন্তু আর কেউ করেননি ৷"

আরও পড়ুন: মহানায়কের ছেলেবেলা কেটেছে বারাসতের আদিবাড়িতে, স্মৃতিচারণা পরিবারের সদস্যদের

আসলে মানুষ উত্তম কুমারকে আমি ভীষণভাবে মিস করি ৷ যে যখন অসুবিধায় পড়েছেন, তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ৷ শিল্পী সংসদ তৈরি হয়েছে কতগুলো বছর হয়ে গেল ৷ আজও নিঃশব্দে সেই সংসদ কাজ করে যাচ্ছে ৷ সেটে কেমন থাকতেন উত্তম কুমার? জবাবে অভিনেত্রী বলেন, "সেটে উনি গম্ভীর থাকতেন এমন নয় ৷ আবার যে খুব বেশি মজা করতেন সেটাও না ৷ কেউ মজা করলে তাতে অংশগ্রহণ করতেন ৷ কিন্তু অতিরিক্ত কিছু থাকত না ৷"

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: পর্দায় যখনই তিনি এসেছেন তাঁকে সামনে দেখে উত্তম কুমার খুঁজে বেড়িয়েছেন মনের চোরাগলি ৷ আবার কখনও উত্তম কুমারের সঙ্গে পায়ে পায়ে পথ চলতে চলতে বলেছিলেন ভালোবাসি ৷ কখনওবা একে অপরকে প্রশ্ন করেছেন কে প্রথম কাছে এসেছি? বুঝতে নিশ্চই অসুবিধা হয়নি বাংলা ছবির ইতিহাসে কোন জুটির কথা বলা হচ্ছে ৷ ঠিকই ধরেছেন, মাধবী মুখোপাধ্যায় ও মহানায়ক উত্তম কুমার ৷ যে জুটি বাংলার দর্শকদের উপহার দিয়েছেন 'শঙ্খবেলা', 'অগ্নীশ্বর', 'বিরাজ বৌ', 'ছদ্মবেশী', 'বনপলাশীর পদাবলী', 'থানা থেকে আসছি'-র মতো কাল্ট ছবি ৷

মহানায়কের 97তম জন্মদিনে উত্তম কুমারকে নিয়ে স্মৃতির পাতা খুলে বসলেন মাধবী মুখোপাধ্যায় ৷ রোম্যান্টিক উত্তম কুমার থেকে কমেডিয়ান উত্তম কুমার থেকে বেরিয়ে মানুষ উত্তম কুমার কেমন ছিলেন তাঁর চোখে, জানান অভিনেত্রী ৷

তিনি বলেন, "উত্তম কুমার সবরকম অভিনয় করতে পারতেন ৷ কমেডিয়ান হোক, খলনায়ক হোক, রোম্যান্টিক হোক, সবরকম অভিনয় নিখুঁতভাবে করতে পারতেন তিনি ৷ ওনার কোনও বাদবিচার ছিল না, এটা করব না ওটা করব না ৷ সবকিছুতে উনি পারদর্শী ছিলেন ৷"

অভিনেত্রী আরও বলেন, "অভিনয় নিয়ে কথা তো সকলেই বলেন ৷ আমি বলব ওনার আরও এখটা যে দিক রয়েছে সেটা নিয়ে ৷ তা হল মনুষ্যত্বের দিক ৷ এইটা সবচাইতে বড় ৷ এটা না থাকলে নিজেকে একাধিক রূপে বাইরে মেলে ধরা বিষয়টা আসে না ৷ এটা মানুষকে অনুভব করতে হয় ৷ তবেই একটা অভিনয় ভিতর থেকে আসে ৷ মানবিকতার দিকটা ওনার এত বেশি যে উনি শিল্পী সংসদ তৈরি করেছিলেন ৷ এই সংসদের মাধ্যমে অনেককে সাহায্য করা হয়েছে ৷ সেই আর্থিক সাহায্য এখনও দুঃস্থ শিল্পীদের এই সংসদের মাধ্যমে করা হয়ে থাকে ৷ এই বিষয়গুলো কিন্তু আর কেউ করেননি ৷"

আরও পড়ুন: মহানায়কের ছেলেবেলা কেটেছে বারাসতের আদিবাড়িতে, স্মৃতিচারণা পরিবারের সদস্যদের

আসলে মানুষ উত্তম কুমারকে আমি ভীষণভাবে মিস করি ৷ যে যখন অসুবিধায় পড়েছেন, তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন ৷ শিল্পী সংসদ তৈরি হয়েছে কতগুলো বছর হয়ে গেল ৷ আজও নিঃশব্দে সেই সংসদ কাজ করে যাচ্ছে ৷ সেটে কেমন থাকতেন উত্তম কুমার? জবাবে অভিনেত্রী বলেন, "সেটে উনি গম্ভীর থাকতেন এমন নয় ৷ আবার যে খুব বেশি মজা করতেন সেটাও না ৷ কেউ মজা করলে তাতে অংশগ্রহণ করতেন ৷ কিন্তু অতিরিক্ত কিছু থাকত না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.