ETV Bharat / entertainment

Bengali Film Oh Lovely: 'ওহ! লাভলি' ছবিতে মদন মিত্র ও অন্যান্য চরিত্রদের ফার্স্ট লুক প্রকাশ্যে - Madan Mitra

Madan Mitra New Film Oh Lovely by Haranath Chakraborty: হরনাথ চক্রবর্তী আসছেন তাঁর নতুন ছবি 'ওহ! লাভলি' নিয়ে। ইতিমধ্যেই হাজির মদন মিত্র-সহ অন্যান্য চরিত্রদের ফার্স্ট লুক। ছবির গল্পকাহিনি নিয়ে কী বললেন পরিচালক?

Madan Mitra Oh Lovely
ওহ লাভলি ছবিতে মদন মিত্র সহ অন্যান্য চরিত্রদের ফার্স্ট লুক
author img

By

Published : Jul 22, 2023, 5:19 PM IST

কলকাতা, 22 জুলাই: হরনাথ চক্রবর্তীর আসন্ন ছবি 'ওহ! লাভলি'র প্রধান চমক কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূল নেতা জনপ্রিয় তাঁর 'ওহ! লাভলি' ডায়লগ। তাঁর জনপ্রিয় এই ডায়লগকেই তাঁর নয়া ছবির নাম হিসেবে ব্যবহার করছেন পরিচালক হরনাথ চক্রবর্তী ৷ আর তাঁর ছবিতে অভিনয় করছেন মদন মিত্র স্বয়ং। রয়েছেন নবাগত ঋক, রাজনন্দিনী পাল, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, মৃন্ময় দাস প্রমুখ। তাঁদেরই ফার্স্ট লুক হাজির হল ৷ ছবির কাহিনির মূলে সায়ন্তন ওরফে সন্তু। তাঁর বাবা রমনীকান্তের ধানের ব্যবসা। গ্রামের প্রভাবশালী চাষি পরিবারের ছেলে সন্তু বাবার ব্যবসার বাইরে গিয়ে কিছু করার আশায় বাড়ির অমতে চলে যায় কলকাতায়। আর সেখানেই চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখা হয়ে যায় নিধির সঙ্গে।

অনাথ নিধির প্রেমে পড়ে সন্তু। বিয়ে করার ভাবনাচিন্তাও করে ফেলে অচিরে ৷ কিন্তু নিধির শর্ত কিছুতেই সন্তুর পরিবারের অনুপস্থিতিতে বিয়ে করবে না সে। সেই শর্তে সফল হতে পারে না সন্তু। বিয়ে ভেঙে যায় রেজিস্ট্রির দিনই। প্রেমে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যায় গ্রামে। সন্তুর গ্রামে ফেরার পরেই গল্পে রয়েছে টুইস্ট। জানতে হলে অপেক্ষাই কাম্য। ড্রামা, রোম্যান্স, আর লার্জার দ্যান লাইফ স্টোরি টেলিংয়ের মোড়কে আসছে এই ছবি, জানিয়েছেন পরিচালক স্বয়ং।

Madan Mitra New Film Oh Lovely
মদন মিত্রের ফার্স্ট লুক

পরিচালক আরও বলেন, "এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। অনেক কিছুর শুভারম্ভ এই ছবি ঘিরে। ছবিতে সোশাল মিডিয়া সেনসেশন মদন মিত্রকে প্রথমবার অভিনয় করতে দেখবে বাঙালি। যদিও অভিনয়ের ক্ষেত্রে বেশ বলিষ্ঠ ছাপ রেখেছেন তিনি এই ছবিতে। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন তিনি। ব্যক্তি হিসেবে তাঁর যে ইমেজ, সেই ইমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যাবে তাঁকে।"

Madan Mitra New Film Oh Lovely
খরাজ মুখোপাধ্যায় ও লাবণী সরকার

আরও পড়ুন: এক দশক পর বড়পর্দায় সায়ন্তনী, 'কলকাতায় স্বাগতম', লিখলেন নুসরত

তিনি আরও বলেন, "এই ছবি দিয়ে বাংলা ছবির জগতে প্রথমবার অভিযান শুরু করছে ঋক, ওকে হিরো হিসেবে দর্শকদের ভালো লাগবে আমি নিশ্চিত। রাজনন্দিনীকেও এমন গ্ল্যামারাস অবতারে প্রথমবার পাবে বাঙালি দর্শক। রোম্যান্স, পারিবারিক হাসি, কান্না, স্নেহ, ভালোবাসা রয়েছে ৷ ছবির বিভিন্ন মুডের সঙ্গে মিলিয়ে খুব সুন্দর গান তৈরি করেছে শুভংকর ও শুভম। যে ছবি বিনোদনের মধ্যে দিয়ে মানুষকে নিখাদ গল্প শোনাতে ভালোবাসে, সব ভেদাভেদ নির্বিশেষে দর্শকদের প্রিয় হয়ে উঠতে ভালোবাসে, 'ওহ! লাভলি' ঠিক তেমন একটা ছবি। আশা করি দর্শকদের এই ছবি ভালো লাগবে।"

Madan Mitra New Film Oh Lovely
অন্যান্য চরিত্রদেরও ফার্স্ট লুক

ছবির মূল ভাবনায় রয়েছেন কৌশিক চক্রবর্তী, কাহিনি বিন্যাস, ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ দাস, অতিরিক্ত চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সৃজন পরিচালনার দায়িত্বে রয়েছেন হিন্দোল চক্রবর্তী, ক্যামেরার দায়িত্বে রয়েছেন ঈশ্বর বারিক, সম্পাদক হিসেবে কাজ করেছেন সুজয় দত্ত রায়, ছবির সংগীত পরিচালনা করেছেন শুভংকর-শুভম জুটি ও আবহ সঙ্গীত নির্মাণ করেছেন এসপি ভেঙ্কটেশ (চেন্নাই)। চলতি বছরের 25 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

আরও পড়ুন: ম্যাচিং ধুতি-পাঞ্জাবির সঙ্গে জোড়া মাছ ! ষষ্ঠীতে কালারফুল 'জামাই' মদন; দেখুন ছবি

কলকাতা, 22 জুলাই: হরনাথ চক্রবর্তীর আসন্ন ছবি 'ওহ! লাভলি'র প্রধান চমক কামারহাটির বিধায়ক মদন মিত্র। তৃণমূল নেতা জনপ্রিয় তাঁর 'ওহ! লাভলি' ডায়লগ। তাঁর জনপ্রিয় এই ডায়লগকেই তাঁর নয়া ছবির নাম হিসেবে ব্যবহার করছেন পরিচালক হরনাথ চক্রবর্তী ৷ আর তাঁর ছবিতে অভিনয় করছেন মদন মিত্র স্বয়ং। রয়েছেন নবাগত ঋক, রাজনন্দিনী পাল, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, দ্রোণ মুখোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, মৃন্ময় দাস প্রমুখ। তাঁদেরই ফার্স্ট লুক হাজির হল ৷ ছবির কাহিনির মূলে সায়ন্তন ওরফে সন্তু। তাঁর বাবা রমনীকান্তের ধানের ব্যবসা। গ্রামের প্রভাবশালী চাষি পরিবারের ছেলে সন্তু বাবার ব্যবসার বাইরে গিয়ে কিছু করার আশায় বাড়ির অমতে চলে যায় কলকাতায়। আর সেখানেই চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখা হয়ে যায় নিধির সঙ্গে।

অনাথ নিধির প্রেমে পড়ে সন্তু। বিয়ে করার ভাবনাচিন্তাও করে ফেলে অচিরে ৷ কিন্তু নিধির শর্ত কিছুতেই সন্তুর পরিবারের অনুপস্থিতিতে বিয়ে করবে না সে। সেই শর্তে সফল হতে পারে না সন্তু। বিয়ে ভেঙে যায় রেজিস্ট্রির দিনই। প্রেমে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যায় গ্রামে। সন্তুর গ্রামে ফেরার পরেই গল্পে রয়েছে টুইস্ট। জানতে হলে অপেক্ষাই কাম্য। ড্রামা, রোম্যান্স, আর লার্জার দ্যান লাইফ স্টোরি টেলিংয়ের মোড়কে আসছে এই ছবি, জানিয়েছেন পরিচালক স্বয়ং।

Madan Mitra New Film Oh Lovely
মদন মিত্রের ফার্স্ট লুক

পরিচালক আরও বলেন, "এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। অনেক কিছুর শুভারম্ভ এই ছবি ঘিরে। ছবিতে সোশাল মিডিয়া সেনসেশন মদন মিত্রকে প্রথমবার অভিনয় করতে দেখবে বাঙালি। যদিও অভিনয়ের ক্ষেত্রে বেশ বলিষ্ঠ ছাপ রেখেছেন তিনি এই ছবিতে। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন তিনি। ব্যক্তি হিসেবে তাঁর যে ইমেজ, সেই ইমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যাবে তাঁকে।"

Madan Mitra New Film Oh Lovely
খরাজ মুখোপাধ্যায় ও লাবণী সরকার

আরও পড়ুন: এক দশক পর বড়পর্দায় সায়ন্তনী, 'কলকাতায় স্বাগতম', লিখলেন নুসরত

তিনি আরও বলেন, "এই ছবি দিয়ে বাংলা ছবির জগতে প্রথমবার অভিযান শুরু করছে ঋক, ওকে হিরো হিসেবে দর্শকদের ভালো লাগবে আমি নিশ্চিত। রাজনন্দিনীকেও এমন গ্ল্যামারাস অবতারে প্রথমবার পাবে বাঙালি দর্শক। রোম্যান্স, পারিবারিক হাসি, কান্না, স্নেহ, ভালোবাসা রয়েছে ৷ ছবির বিভিন্ন মুডের সঙ্গে মিলিয়ে খুব সুন্দর গান তৈরি করেছে শুভংকর ও শুভম। যে ছবি বিনোদনের মধ্যে দিয়ে মানুষকে নিখাদ গল্প শোনাতে ভালোবাসে, সব ভেদাভেদ নির্বিশেষে দর্শকদের প্রিয় হয়ে উঠতে ভালোবাসে, 'ওহ! লাভলি' ঠিক তেমন একটা ছবি। আশা করি দর্শকদের এই ছবি ভালো লাগবে।"

Madan Mitra New Film Oh Lovely
অন্যান্য চরিত্রদেরও ফার্স্ট লুক

ছবির মূল ভাবনায় রয়েছেন কৌশিক চক্রবর্তী, কাহিনি বিন্যাস, ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ দাস, অতিরিক্ত চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির সৃজন পরিচালনার দায়িত্বে রয়েছেন হিন্দোল চক্রবর্তী, ক্যামেরার দায়িত্বে রয়েছেন ঈশ্বর বারিক, সম্পাদক হিসেবে কাজ করেছেন সুজয় দত্ত রায়, ছবির সংগীত পরিচালনা করেছেন শুভংকর-শুভম জুটি ও আবহ সঙ্গীত নির্মাণ করেছেন এসপি ভেঙ্কটেশ (চেন্নাই)। চলতি বছরের 25 অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

আরও পড়ুন: ম্যাচিং ধুতি-পাঞ্জাবির সঙ্গে জোড়া মাছ ! ষষ্ঠীতে কালারফুল 'জামাই' মদন; দেখুন ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.