ETV Bharat / entertainment

Lust Stories 2 teaser out: পর্দায় জমবে বিজয়-তমন্নার কেমিস্ট্রি, মুক্তি পেল 'লাস্ট স্টোরিস 2' ছবির টিজার - Mrunal Thakur in lust stories 2

মুুক্তি পেল 'লাস্ট স্টোরিস 2' ছবির টিজার ৷ করণ-অনুরাগদের এবার পরিচালক জুটিতে কঙ্কনা সেনশর্মা, সুজয় ঘোষরা ৷

Lust Stories 2 teaser out
হাজির লাস্ট স্টোরিস 2 ছবির টিজার
author img

By

Published : Jun 6, 2023, 6:06 PM IST

মুম্বই, 6 জুন: প্রথম সিজনের সাফল্যের পর এবার দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরছে 'লাস্ট স্টোরিস' ৷ মঙ্গলবার নির্মাতারা সামনে আনলেন অম্রুতা সুভাষ, অঙ্গদ বেদী, কাজল, কুমুদ মিশ্র, ম্রুণাল ঠাকুর, নীনা গুপ্ত, তিলোত্তমা সোম, তমন্না ভাটিয়া এবং বিজয় বর্মা অভিনীত এই কাহিনির প্রথম ঝলক ৷ চার পরিচালকের কাজ দেখা যাবে এই ছবিতে ৷ 'লাস্ট স্টোরিস 2' পরিচালনার দায়িত্বে রয়েছেন আর বাল্কি, অমিত রবীন্দ্রনাথ শর্মা আর তাঁদের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলার দুই বিশেষ পরিচিত নাম ৷ একজন হলেন অপর্ণা কন্য়া কঙ্কনা সেনশর্মা আর অন্যজন হলেন সুজয় ঘোষ ৷

মঙ্গলবারের টিজারে দেখা গেল বিভিন্ন চরিত্রের বিভন্ন ধরনের শেডস ৷ মাত্র 56 সেকেন্ডের টিজারেই নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন অন্য ধরনের সম্পর্কের এক গল্প তুলে ধরতে চলেছেন তাঁরা ৷ যেখানে নীনা গুপ্তার চরিত্রকে বলতে শোনা যায়, "গাড়ি কেনার আগে যদি টেস্ট ড্রাইভ করে নেওয়া হয় তাহলে সম্পর্কের ক্ষেত্রে নয় কেন ৷" হাসিতে মোড়া এই ছবিতে রয়েছে আরও অনেকগুলি দিক ৷

একদিকে যেমন রয়েছে ভালোবাসা, প্রেম, অন্তরঙ্গ মুহূর্ত ৷ তেমনই এই সিরিজ বেশকিছু প্রাথমিক প্রশ্নের মুখেও দাঁড় করিয়ে দেয় ৷ ঠিক যে কারণে যৌনতা সংক্রান্ত বিভিন্ন ট্যাবুকেও সপাটে চড় লাগায় এই টিজারটি ৷ নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হতে চলেছে এই ছবির ৷ যদিও কবে মুক্তি পেতে চলেছে এই ছবি তা এখনও জানাননি নির্মাতারা ৷ তবে টিজারটি যে আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'মেয়েবেলা'র স্লট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, দ্বিধায় অনুগামীরা

এর আগে 2018 সালে মুক্তি পেয়েছে ছবির প্রথম অধ্যায় ৷ সেবার পরিচালক হিসাবে জুটি বেঁধেছিলেন করণ জোহর, দিবাকর বন্দোপাধ্য়ায়, জোয়া আখতার এবং অনুরাগ কাশ্য়প ৷ চারজনের চারটি ছোট ছবি দিয়ে গাঁথা হয়েছিল একটি মালা ৷ আর এবার পরিচালক প্যানেল বদলালেও থাকছেন চার দিকপাল পরিচালক ৷ তাঁরা কীভাবে দর্শকদের মন কাড়েন সেটাই দেখার এই প্রজেক্টে ৷

মুম্বই, 6 জুন: প্রথম সিজনের সাফল্যের পর এবার দ্বিতীয় অধ্যায় নিয়ে ফিরছে 'লাস্ট স্টোরিস' ৷ মঙ্গলবার নির্মাতারা সামনে আনলেন অম্রুতা সুভাষ, অঙ্গদ বেদী, কাজল, কুমুদ মিশ্র, ম্রুণাল ঠাকুর, নীনা গুপ্ত, তিলোত্তমা সোম, তমন্না ভাটিয়া এবং বিজয় বর্মা অভিনীত এই কাহিনির প্রথম ঝলক ৷ চার পরিচালকের কাজ দেখা যাবে এই ছবিতে ৷ 'লাস্ট স্টোরিস 2' পরিচালনার দায়িত্বে রয়েছেন আর বাল্কি, অমিত রবীন্দ্রনাথ শর্মা আর তাঁদের সঙ্গে জুটি বেঁধেছেন বাংলার দুই বিশেষ পরিচিত নাম ৷ একজন হলেন অপর্ণা কন্য়া কঙ্কনা সেনশর্মা আর অন্যজন হলেন সুজয় ঘোষ ৷

মঙ্গলবারের টিজারে দেখা গেল বিভিন্ন চরিত্রের বিভন্ন ধরনের শেডস ৷ মাত্র 56 সেকেন্ডের টিজারেই নির্মাতারা বুঝিয়ে দিয়েছেন অন্য ধরনের সম্পর্কের এক গল্প তুলে ধরতে চলেছেন তাঁরা ৷ যেখানে নীনা গুপ্তার চরিত্রকে বলতে শোনা যায়, "গাড়ি কেনার আগে যদি টেস্ট ড্রাইভ করে নেওয়া হয় তাহলে সম্পর্কের ক্ষেত্রে নয় কেন ৷" হাসিতে মোড়া এই ছবিতে রয়েছে আরও অনেকগুলি দিক ৷

একদিকে যেমন রয়েছে ভালোবাসা, প্রেম, অন্তরঙ্গ মুহূর্ত ৷ তেমনই এই সিরিজ বেশকিছু প্রাথমিক প্রশ্নের মুখেও দাঁড় করিয়ে দেয় ৷ ঠিক যে কারণে যৌনতা সংক্রান্ত বিভিন্ন ট্যাবুকেও সপাটে চড় লাগায় এই টিজারটি ৷ নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হতে চলেছে এই ছবির ৷ যদিও কবে মুক্তি পেতে চলেছে এই ছবি তা এখনও জানাননি নির্মাতারা ৷ তবে টিজারটি যে আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 'মেয়েবেলা'র স্লট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, দ্বিধায় অনুগামীরা

এর আগে 2018 সালে মুক্তি পেয়েছে ছবির প্রথম অধ্যায় ৷ সেবার পরিচালক হিসাবে জুটি বেঁধেছিলেন করণ জোহর, দিবাকর বন্দোপাধ্য়ায়, জোয়া আখতার এবং অনুরাগ কাশ্য়প ৷ চারজনের চারটি ছোট ছবি দিয়ে গাঁথা হয়েছিল একটি মালা ৷ আর এবার পরিচালক প্যানেল বদলালেও থাকছেন চার দিকপাল পরিচালক ৷ তাঁরা কীভাবে দর্শকদের মন কাড়েন সেটাই দেখার এই প্রজেক্টে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.