ETV Bharat / entertainment

Lord Krishna on Sanitary Pad: স্যানিটারি প্যাডে কৃষ্ণ ! 'মাসুম সওয়াল'-এর পোস্টারে শুরু বিতর্ক - Lord Krishna on Sanitary Pad

দেবী কালীর ধূমপান বিতর্কের পর এ বার ফের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠল 'মাসুম সওয়াল' নামক একটি ছবির বিরুদ্ধে ৷ ছবির একটি পোস্টার এখন রীতিমতো আলোড়ন ফেলেছে সোশাল মিডিয়ায় (Masoom Sawaal Poster Controversy) ৷

Lord Krishna on Sanitary Pad
স্যানিটারি প্যাডে ভগবান কৃষ্ণ! 'মাসুম সওয়াল' ছবির পোস্টার নিয়ে শুরু বিতর্ক
author img

By

Published : Aug 3, 2022, 1:46 PM IST

মুম্বই, 3 অগস্ট: দেবী কালীর ধূমপান বিতর্কের পর এ বার ফের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ ৷ এ বার নিশানা করা হল 'মাসুম সওয়াল' নামক একটি ছবিকে ৷ ছবির একটি পোস্টার এখন রীতিমতো আলোড়ন ফেলেছে সোশাল মিডিয়ায় ৷ কারণ এই পোস্টারে নাকি দেখানো হয়েছে স্য়ানিটারি প্যাডের মধ্যে কৃষ্ণের একটি মুর্তিকে ৷ নির্মাতারা অবশ্য় বলছেন তাঁদের কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য় ছিল না ৷ আসলে ছবির ট্রেলারেই দেখা গিয়েছে এই ছবির গল্প একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন তোলে, যা প্রতিটি ঘরের প্রতিটি নারীর বাস্তবিক সমস্য়া (Masoom Sawaal Poster Controversy)৷

এই গল্প গড়ে ওঠে নিয়তি নামের একটি কিশোরীকে কেন্দ্র করে ৷ তাকে ছোট্টবেলায় শেখানো হয় যে বালগোপাল তার ভাই ৷ বড়দের কাছে শুনে ভগবান কৃষ্ণকে সে তার নিজের ভাই মানতে শুরু করে ৷ বিছানায় নিয়ে ভাইকে সে গল্প শোনায় ৷ তার নাম রাখে লাড্ডু ৷ এমনকী কখনও কখনও ব্যাগে করে স্কুলে পর্যন্ত নিয়ে যায় ৷ এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল ৷ সমস্য়া তৈরি হয় তাঁর যখন প্রথমবার পিরিয়ড শুরু হয় ৷ কারণ মা, দিদা সকলেই তাকে বলতে শুরু করেন এই ক'দিন সে অশুচি ৷ সে তার প্রাণের ভাই কৃষ্ণকে এই ক'দিন ছুঁতে পারবে না ৷ বিষয়টি এমনকী আদালত পর্যন্ত গড়ায় ৷ তারপর কী হয় তা অবশ্য় জানা যাবে সন্তোষ উপাধ্যায় পরিচালিত 'মাসুম সওয়াল' মুক্তির পর ৷

কিন্তু আপাতত এই ছবির সাম্প্রতিক একটি পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ কারণ দাবি করা হয়েছে এই পোস্টারে বিশাল একটি স্যানিটারি প্যাডের ভিতরে ছবির সমস্ত চরিত্র এবং কৃষ্ণের একটি মূর্তিকে দেখানো হয়েছে ৷ যা ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ৷

এই বিষয়ে বলতে গিয়ে ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করা একাবলি খান্না বলেন,"প্রথমত, পোস্টারটি যে প্রতিক্রিয়া পেয়েছে সে সম্পর্কে আমি অবগত নই ৷ তবে যদি তা হয় তবে আমি বলতে পারি যে নির্মাতাদের কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না । এর একমাত্র উদ্দেশ্য ছিল প্রচলিত ট্যাবুকে ভেঙে দেওয়া এবং প্রচলিত ধারনা পরিবর্তন করা । আজকের প্রজন্মে অকারণে নারীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া কুসংস্কার ও কুপ্রথার কোনও জায়গা নেই।"

পরিচালক সন্তোষ উপাধ্যায় বলেন, "কখনও কখনও একটি বিষয় দেখার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিগত ভুল হয়, যা ভুল ধারণার দিকে পরিচালিত করে । পুরো চলচ্চিত্রটি ঋতুস্রাবের উপর ভিত্তি করে তাই প্যাড দেখানো বাধ্যতামূলক ছিল । তাই পোস্টারে প্যাড দেখানো হয়েছে তবে তাতে কৃষ্ণজি নেই । কিন্তু এই কারণে এই ছবির প্রচারে আমরাও কম সমর্থন পাচ্ছি ।"

আরও পড়ুন: চিরাচরিত রাজনৈতিক পরিস্থিতির দিকে পরোক্ষে আঙুল তুলবে 'ঠগঠগী', নতুন নাটক নিয়ে মত স্বাগতার

ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 5 অগস্ট ৷ এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে নিতানশী গোয়াল, একাবলি খান্না, শিশির শর্মা, মধু সচদেবা, রোহিত তিওয়ারি, বৃন্দা ত্রিবেদী, রামজি বালি, শশী ভার্মা এবং অন্যান্য অনেক চেনা অচেনা মুখকে । ছবির কাহিনি লিখেছেন কমলেশ কে মিশ্র এবং প্রযোজনা করেছেন রঞ্জনা উপাধ্যায় ৷

মুম্বই, 3 অগস্ট: দেবী কালীর ধূমপান বিতর্কের পর এ বার ফের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ ৷ এ বার নিশানা করা হল 'মাসুম সওয়াল' নামক একটি ছবিকে ৷ ছবির একটি পোস্টার এখন রীতিমতো আলোড়ন ফেলেছে সোশাল মিডিয়ায় ৷ কারণ এই পোস্টারে নাকি দেখানো হয়েছে স্য়ানিটারি প্যাডের মধ্যে কৃষ্ণের একটি মুর্তিকে ৷ নির্মাতারা অবশ্য় বলছেন তাঁদের কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য় ছিল না ৷ আসলে ছবির ট্রেলারেই দেখা গিয়েছে এই ছবির গল্প একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন তোলে, যা প্রতিটি ঘরের প্রতিটি নারীর বাস্তবিক সমস্য়া (Masoom Sawaal Poster Controversy)৷

এই গল্প গড়ে ওঠে নিয়তি নামের একটি কিশোরীকে কেন্দ্র করে ৷ তাকে ছোট্টবেলায় শেখানো হয় যে বালগোপাল তার ভাই ৷ বড়দের কাছে শুনে ভগবান কৃষ্ণকে সে তার নিজের ভাই মানতে শুরু করে ৷ বিছানায় নিয়ে ভাইকে সে গল্প শোনায় ৷ তার নাম রাখে লাড্ডু ৷ এমনকী কখনও কখনও ব্যাগে করে স্কুলে পর্যন্ত নিয়ে যায় ৷ এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল ৷ সমস্য়া তৈরি হয় তাঁর যখন প্রথমবার পিরিয়ড শুরু হয় ৷ কারণ মা, দিদা সকলেই তাকে বলতে শুরু করেন এই ক'দিন সে অশুচি ৷ সে তার প্রাণের ভাই কৃষ্ণকে এই ক'দিন ছুঁতে পারবে না ৷ বিষয়টি এমনকী আদালত পর্যন্ত গড়ায় ৷ তারপর কী হয় তা অবশ্য় জানা যাবে সন্তোষ উপাধ্যায় পরিচালিত 'মাসুম সওয়াল' মুক্তির পর ৷

কিন্তু আপাতত এই ছবির সাম্প্রতিক একটি পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ কারণ দাবি করা হয়েছে এই পোস্টারে বিশাল একটি স্যানিটারি প্যাডের ভিতরে ছবির সমস্ত চরিত্র এবং কৃষ্ণের একটি মূর্তিকে দেখানো হয়েছে ৷ যা ধর্মীয় অনুভূতিকে আঘাত করে ৷

এই বিষয়ে বলতে গিয়ে ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করা একাবলি খান্না বলেন,"প্রথমত, পোস্টারটি যে প্রতিক্রিয়া পেয়েছে সে সম্পর্কে আমি অবগত নই ৷ তবে যদি তা হয় তবে আমি বলতে পারি যে নির্মাতাদের কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না । এর একমাত্র উদ্দেশ্য ছিল প্রচলিত ট্যাবুকে ভেঙে দেওয়া এবং প্রচলিত ধারনা পরিবর্তন করা । আজকের প্রজন্মে অকারণে নারীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া কুসংস্কার ও কুপ্রথার কোনও জায়গা নেই।"

পরিচালক সন্তোষ উপাধ্যায় বলেন, "কখনও কখনও একটি বিষয় দেখার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিগত ভুল হয়, যা ভুল ধারণার দিকে পরিচালিত করে । পুরো চলচ্চিত্রটি ঋতুস্রাবের উপর ভিত্তি করে তাই প্যাড দেখানো বাধ্যতামূলক ছিল । তাই পোস্টারে প্যাড দেখানো হয়েছে তবে তাতে কৃষ্ণজি নেই । কিন্তু এই কারণে এই ছবির প্রচারে আমরাও কম সমর্থন পাচ্ছি ।"

আরও পড়ুন: চিরাচরিত রাজনৈতিক পরিস্থিতির দিকে পরোক্ষে আঙুল তুলবে 'ঠগঠগী', নতুন নাটক নিয়ে মত স্বাগতার

ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 5 অগস্ট ৷ এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে নিতানশী গোয়াল, একাবলি খান্না, শিশির শর্মা, মধু সচদেবা, রোহিত তিওয়ারি, বৃন্দা ত্রিবেদী, রামজি বালি, শশী ভার্মা এবং অন্যান্য অনেক চেনা অচেনা মুখকে । ছবির কাহিনি লিখেছেন কমলেশ কে মিশ্র এবং প্রযোজনা করেছেন রঞ্জনা উপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.