ETV Bharat / entertainment

HBD Kabir Suman: জন্মদিনে ফিরে দেখা নাগরিক কবিয়ালের কলকাতা - জন্মদিনে ফিরে দেখা কবিয়ালের চোখে কলকাতা

কবীর সুমনের জন্মদিনে আসুন জেনে নিই তাঁর গানে কলকাতাকে কীভাবে তুলে ধরেছেন গায়ক ৷ কারণ কবীরের কাছে এ তো শুধু শহর নয় বরং তাঁর গানের জন্মভূমি (Songs of Kabir Suman on Kolkata)৷

HBD Kabir Suman
কবীর সুমনের জন্মদিনে আসুন জেনে নিই তাঁর গানে কলকাতাকে কীভাবে তুলে ধরেছেন গায়ক
author img

By

Published : Mar 16, 2023, 10:50 AM IST

কলকাতা, 16 মার্চ: আজ কবীর সুমনের জন্মদিন । বাংলা আধুনিক গানের যাঁর পরিচয় দিতে শুধু নামটুকুই যথেষ্ট । কলকাতায় তাঁর বেড়ে ওঠা নয়। ছোটবেলা কেটেছে অন্য শহরে । অন্য রাজ্যে । কিন্তু তাঁর গানে তিলোত্তমা উঠে আসে এক অন্য স্বাদে । তিনি ঘুরেছেন দেশ বিদেশের নানা প্রান্তে ।নানা সুর, গানের কলি কখনও গুনগুনিয়ে উঠেছে তাঁর কানে. কখনও সরাসরি ছুঁয়ে গিয়েছে তাঁর লেখায় । বব ডিলানকে যেমন তিনি বাঙালির কাছে অন্য়ভাবে হাজির করেছেন, তেমনই তুলে ধরেছেন পিট সিগারকেও। কিন্তু এতকিছুর মধ্যেও তাঁর গান বারবার খুঁজে নিয়েছে কলকাতাকে । শহরের বুকে গানকে তিনি নিজস্ব ঠিকানা দিয়েছেন । কখনও তাঁর গান ব্যস্ত গড়িয়াহাটা মোড়ের কথা বলেছে, কখনও আবার তিনি শ্রোতাকে টেনে নিয়ে গিয়েছেন কলেজস্ট্রিটে । আজও বহু মানুষের কাছে তিনি এমন এক নাগরিক কবিয়াল যিনি শুধু গানের ধর্ম পালন করে চলেছেন । আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা কলকাতা শহরকে নিয়ে তৈরি কবীরের কিছু গান । যা আপনাকে নতুন করে শহরকে ভালোবাসতে শেখাবে । আসুন দেখে নিই কবিয়ালের কলকাতাকে(Songs of Kabir Suman on Kolkata) ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিন শতকের শহর: কলকাতার বয়স তিনশো হওয়ার দিনে প্রবীন শহরকে গানে গানে স্মরণ করেছিলেন সুমন । উঠে এসেছিল কলকাতার প্রাচীন ব্রিটিশ বাবুদের কথা । আবার উঠে এসেছিল আজকের জনস্রোতও । 'মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো,/ গেলাম গেলাম বলে শহর তিনশ বছর হল' এমন লাইনে তিনি তুলে ধরছিলেন শহরের যন্ত্রণা । আবার একই গানে তাঁর কলমে লিখেছে 'তিনশো বছর হাঁটলে তুমি/ আমার গানের জন্মভূমি/ গান ধরেছি তোমার নামে কলকাতা'।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথম সবকিছু: সুমনের কলকাতা নিয়ে লেখা গানের কথা বলতে গেলে 'প্রথম সবকিছু' গানটিকে বাদ দেওয়া অসম্ভব ৷ কারণ এই গানে কলকাতার মধ্যে অন্য এক কলকাতাকে যেভাবে খুঁজে পাওয়া গিয়েছে তার নিদর্শন বাংলা সাহিত্যেও বড় বেশি নেই ৷ শহর যেমন সুমনের প্রথম নেশার কথা জানে তেমনই জানে প্রথম বিরহ, প্রথম প্রেম, প্রথম আনন্দ সমস্তটাই ৷ এই শহরই তাঁকে দেখিয়েছে মিছিল । শুনিয়েছে মানুষের কলতান ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তোমাকে দেখেছি: কলকাতায় প্রেমকে ঠিকানা করে দেয় কবীর সুমনের 'তোমাকে দেখেছি ল্যাম্পপোস্টের নীচে/ তোমাকে দেখেছি কালীঘাট ব্রীজে একা' গানটি। শহুরে প্রেমের সঙ্গে ঠিক কীভাবে জড়িয়ে যায় শহরের বিভিন্ন অলিগলি, বিভিন্ন রাস্তা, পুরোনো বইয়ের দোকান, ট্রাম লাইন তুলে ধরে এই অনবদ্য গান । এই গান যেন বলে দেয় ঠিকানা না জানলে প্রিয়তমাকে অভিবাদন জানানোই যায় না ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তোমাকে চাই: সুমনের গানের কথা আসবে আর আসবে না 'তোমাকে চাই' তাও কি হয় ৷ এই গানেও তিলোত্তমার কথা উঠে এসেছে দ্বিতীয় স্তবকেই ৷ আসলেই কলকাতার সঙ্গে জড়িয়ে গিয়েছেন সুমন আর তাঁর সঙ্গে অঙ্গাঙ্গি হয়ে গিয়েছে তিলোত্তমা ৷ এই শহরের সবকিছু হয়তো ভালো নয় ৷ সুমনও জানেন তা কিন্তু ছেড়ে যেতে পারেন না তিনি তাঁর প্রিয় শহরকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সহসা এলে কি: সুমন এবং কলকাতার কথা বলতে গেলে আরেকটি গানের উল্লেখ না করলেই নয় । তা হল 'সহসা এলে কি এ ভাঙা জীবনে' ৷ 'জাতিস্মর' ছবিতে ব্যবহৃত এবং সুমনের লেখা এই গানেও উঠে এসেছে শহরের কথা ৷ শহরের অন্তরঙ্গতা একটু অন্যভাবে প্রতিফলিত করে এই গান ৷

আরও পড়ুন: 'নাতু নাতু' নিয়ে কি গর্ব করা উচিত ? প্রশ্ন তুলে নেটিজেনদের ক্ষোভের মুখে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী

কলকাতা, 16 মার্চ: আজ কবীর সুমনের জন্মদিন । বাংলা আধুনিক গানের যাঁর পরিচয় দিতে শুধু নামটুকুই যথেষ্ট । কলকাতায় তাঁর বেড়ে ওঠা নয়। ছোটবেলা কেটেছে অন্য শহরে । অন্য রাজ্যে । কিন্তু তাঁর গানে তিলোত্তমা উঠে আসে এক অন্য স্বাদে । তিনি ঘুরেছেন দেশ বিদেশের নানা প্রান্তে ।নানা সুর, গানের কলি কখনও গুনগুনিয়ে উঠেছে তাঁর কানে. কখনও সরাসরি ছুঁয়ে গিয়েছে তাঁর লেখায় । বব ডিলানকে যেমন তিনি বাঙালির কাছে অন্য়ভাবে হাজির করেছেন, তেমনই তুলে ধরেছেন পিট সিগারকেও। কিন্তু এতকিছুর মধ্যেও তাঁর গান বারবার খুঁজে নিয়েছে কলকাতাকে । শহরের বুকে গানকে তিনি নিজস্ব ঠিকানা দিয়েছেন । কখনও তাঁর গান ব্যস্ত গড়িয়াহাটা মোড়ের কথা বলেছে, কখনও আবার তিনি শ্রোতাকে টেনে নিয়ে গিয়েছেন কলেজস্ট্রিটে । আজও বহু মানুষের কাছে তিনি এমন এক নাগরিক কবিয়াল যিনি শুধু গানের ধর্ম পালন করে চলেছেন । আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা কলকাতা শহরকে নিয়ে তৈরি কবীরের কিছু গান । যা আপনাকে নতুন করে শহরকে ভালোবাসতে শেখাবে । আসুন দেখে নিই কবিয়ালের কলকাতাকে(Songs of Kabir Suman on Kolkata) ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিন শতকের শহর: কলকাতার বয়স তিনশো হওয়ার দিনে প্রবীন শহরকে গানে গানে স্মরণ করেছিলেন সুমন । উঠে এসেছিল কলকাতার প্রাচীন ব্রিটিশ বাবুদের কথা । আবার উঠে এসেছিল আজকের জনস্রোতও । 'মালিক সাহেব গিয়ে গোলাম সাহেব এলো,/ গেলাম গেলাম বলে শহর তিনশ বছর হল' এমন লাইনে তিনি তুলে ধরছিলেন শহরের যন্ত্রণা । আবার একই গানে তাঁর কলমে লিখেছে 'তিনশো বছর হাঁটলে তুমি/ আমার গানের জন্মভূমি/ গান ধরেছি তোমার নামে কলকাতা'।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথম সবকিছু: সুমনের কলকাতা নিয়ে লেখা গানের কথা বলতে গেলে 'প্রথম সবকিছু' গানটিকে বাদ দেওয়া অসম্ভব ৷ কারণ এই গানে কলকাতার মধ্যে অন্য এক কলকাতাকে যেভাবে খুঁজে পাওয়া গিয়েছে তার নিদর্শন বাংলা সাহিত্যেও বড় বেশি নেই ৷ শহর যেমন সুমনের প্রথম নেশার কথা জানে তেমনই জানে প্রথম বিরহ, প্রথম প্রেম, প্রথম আনন্দ সমস্তটাই ৷ এই শহরই তাঁকে দেখিয়েছে মিছিল । শুনিয়েছে মানুষের কলতান ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তোমাকে দেখেছি: কলকাতায় প্রেমকে ঠিকানা করে দেয় কবীর সুমনের 'তোমাকে দেখেছি ল্যাম্পপোস্টের নীচে/ তোমাকে দেখেছি কালীঘাট ব্রীজে একা' গানটি। শহুরে প্রেমের সঙ্গে ঠিক কীভাবে জড়িয়ে যায় শহরের বিভিন্ন অলিগলি, বিভিন্ন রাস্তা, পুরোনো বইয়ের দোকান, ট্রাম লাইন তুলে ধরে এই অনবদ্য গান । এই গান যেন বলে দেয় ঠিকানা না জানলে প্রিয়তমাকে অভিবাদন জানানোই যায় না ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তোমাকে চাই: সুমনের গানের কথা আসবে আর আসবে না 'তোমাকে চাই' তাও কি হয় ৷ এই গানেও তিলোত্তমার কথা উঠে এসেছে দ্বিতীয় স্তবকেই ৷ আসলেই কলকাতার সঙ্গে জড়িয়ে গিয়েছেন সুমন আর তাঁর সঙ্গে অঙ্গাঙ্গি হয়ে গিয়েছে তিলোত্তমা ৷ এই শহরের সবকিছু হয়তো ভালো নয় ৷ সুমনও জানেন তা কিন্তু ছেড়ে যেতে পারেন না তিনি তাঁর প্রিয় শহরকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সহসা এলে কি: সুমন এবং কলকাতার কথা বলতে গেলে আরেকটি গানের উল্লেখ না করলেই নয় । তা হল 'সহসা এলে কি এ ভাঙা জীবনে' ৷ 'জাতিস্মর' ছবিতে ব্যবহৃত এবং সুমনের লেখা এই গানেও উঠে এসেছে শহরের কথা ৷ শহরের অন্তরঙ্গতা একটু অন্যভাবে প্রতিফলিত করে এই গান ৷

আরও পড়ুন: 'নাতু নাতু' নিয়ে কি গর্ব করা উচিত ? প্রশ্ন তুলে নেটিজেনদের ক্ষোভের মুখে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.