কলকাতা, 25 এপ্রিল: জন্ম জিয়াগঞ্জে ৷ চোখে সুরের স্বপ্ন নিয়ে সপ্ত সুরের সাগরে ডিঙি ভাসানো ছেলেটির গান পাগল করেছে গোটা ভারতকে ৷ তবে অরিজিৎ সিং শুধু যে গায়ক হিসাবেই সকলের মনে জায়গা করে নিয়েছেন তা নয় ৷ তিনি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কামব্যাকের দিনে তাঁর জন্য গান, আবার আইপিএলে কিছুদিন আগেই যেভাবে তিনি ছুঁতে গেলেন মহেন্দ্র সিং ধোনির পা তা প্রমাণ করে দেয় বুকের ভিতর মাটির মানুষটিকে আজও সযত্নে বাঁচিয়ে রেখেছেন অরিজিৎ ৷ ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান নিজেই, তেমনই শোয়ের জন্য় আর পাঁচজনের মতোই সফর করেন ট্রেনে ৷
যাঁর অসংখ্য গান মানুষের মনে গভীর দাগ রেখে গিয়েছে তাঁকে হঠাৎই দেখা যায় 'ফসিলস'-এর শোয়ে হুডিতে মুখ ঢেকে জনতার ভিড় থেকে আওয়াজ তুলতে ৷ হ্যাঁ ঠিক এতটাই সাধারণ অরিজিৎ ৷ তাই তো তাঁর গলায় রামপ্রসাদী গান শুনেও যেমন আবেগে ভাসে বাংলা তেমনই তাঁর 'ঝুমে জো পাঠান' নাচিয়ে দেয় গোটা দেশকে ৷ অথচ একটা সময় জুবিন নটিয়ালদের মতোই রিয়েলিটি শো বুুঝতে পারেনি অরিজিৎ সিংয়ের প্রতিভাকেও ৷ অডিয়েন্স পোলে বাদ পড়া অরিজিৎ 'ফেম গুরুকুল' শোয়ের ফিনালেতে পৌঁছতে পারেননি ৷ তবে বাদ পড়ে গেলেও সঙ্গীতের অন্তহীন যাত্রা তিনি থামতে দেননি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
2005 সালে রিয়েলিটি শোয়ের ফাইনাল থেকে বাদ পড়া ছেলেটি স্বপ্ন বুকে নিয়ে চলে আসেন লোখন্ডওয়ালায় ৷ শুরু করেন ফ্রিল্যান্সিং আর পরের বছরেই তিনি জিতে নেন 'দশকে দশ লে গ্যায়ে দিল' নামক রিয়েলিটি শো । সেখান থেকেই স্বপ্নের উড়ান শুরু হতে পারত । কিন্তু যাত্রাপথ এত মসৃণ হলে তিনি হয়তো আজকের অরিজিৎ হতেন না । আসলে সুগন্ধ ছড়াতে গেলে ধূপের মতো পুড়তেই হয় । তাঁকে প্রথমবার প্লে-ব্যাকের সুযোগ করে দিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি । 'সাওরিয়া' ছবির টাইটেল ট্র্যাক গাওয়ার সুযোগও পেয়েছিলেন । রণবীর কাপুর এবং সোনম কাপুরের এই ছবির হাত ধরেও কেরিয়ার শুরু হতে পারত । কিন্তু আবার এল বাধা । কোনওদিন মুক্তির আলোই দেখল না সেই গান ।
এরপর প্রীতমের সঙ্গে জুটি । প্রীতম চক্রবর্তীর সুরে বলিউড জন্ম হতে দেখল এক নতুন নক্ষত্রের । জিয়াগঞ্জের সেই কিশোরকে কেউ আজ চেনেন 'তুমহি হো', 'তেরে পেয়ার মে', 'চান্না মেরে আ', 'অ্যায় দিল হ্য়ায় মুশকিল'-এর গায়ক হিসাবে । কেউ আবার অরিজিতের বাংলা গানের পাগল অনুরাগী । 'বোঝে না সে বোঝে না', 'তোর এককথায়', 'ভালোবাসার মরশুম', 'বালির শহর', 'তুই ছুঁলি যখন'-এর মতো অসংখ্য় গান লেগে আছে অনুরাগীদের কানে । আজ 36-এ পা দিলেন জিয়াগঞ্জের গানের ফেরিওয়ালা । অনুরাগীরা নিশ্চয়ই চাইবেন এভাবেই তিনি স্বপ্ন বুনে চলুন বছরের পর বছর । তাঁর 'কেশরিয়া'-র মতো গান শুনে যেন আরও বহুদিন কান্না হাসির আবেগের দোলায় দুলুক ফ্যানেরা ।
আরও পড়ুন: ঘটনাকে মেলে ধরতে গিয়ে বিভিন্ন পেশাকে খাটো করে ফেলছে বাংলা ধারাবাহিক