ETV Bharat / entertainment

HBD Anup Kumar: মহানায়কের কথায় ছবি থেকে বাদ, আবার অনুপের জন্য 'না' শুনতে হয়েছে উত্তমকেও - HBD Anup Kumar

অনুপ কুমারকে ছবিতে নেবেন বলে মহানায়ক উত্তম কুমারকেও নাকি 'না' বলেছিলেন তরুণ মজুমদার ৷ আবার উত্তমের কথাতেও ছবি থেকে বাদ পড়েছেন অনুপ ৷ শোনা যায় এমনটই। আজ অনুপ কুমারের জন্মদিনে ফিরে দেখা এমন কিছু অজানা গল্প ৷

Anup Kumar And Uttam Kumar
অনুপ কুমারের জন্মদিনে ফিরে দেখা পর্দার পিছনের কিছু গল্প
author img

By

Published : Jun 17, 2023, 10:47 AM IST

কলকাতা, 17 জুন: 'পলাতক' ছবির সূত্রধর শুরুতেই জানিয়েছিলেন, "ছায়াছবির নায়ক হওয়ার মতো কোনও গুণই তাঁর নেই ৷ না কন্দর্প কান্তি চেহারা না অদ্ভুত অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট ৷ থাকবার মধ্য়ে আছে শুধু একটি হৃদয় ৷" সেই চরিত্রে কেন অনুপ কুমারকে বেছে নেওয়া হয়েছিল তার কারণও বোধহয় খুঁজে পাওয়া যায় এখানেই ৷

তরুণ মজুমদার ভালোই জানতেন তাঁর এই নায়কের মধ্যে আছে এমন এক হৃদয় যা ছুঁয়ে যাবে আপামর বাঙালিকে ৷ যাঁর চোখে জল বাঙালিকে কাঁদাবে, আবার মুখের হাসি দর্শকের ঠোঁটের কোনে মুচকি হাসি এনে দেবে ৷ অন্যদিকে আবার এই অভিনেতাই 'শত্রু'র মতো কমার্শিয়াল সিনেমায় অসাধু এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়ে নেবেন ৷

এহেন অনুপ কুমারেরই আজ জন্মদিন ৷ কয়েক বছর আগেই বাঙালি হারিয়েছে পরিচালক তরুণ মজুমদারকেও ৷ সত্যি কথা বলতে গেলে বাঙালির কাছে অনুপ কুমারকে নতুনভাবে তুলে ধরেছিলেন এই পরিচালকই ৷ যাত্রিক গোষ্ঠীর তখন তিনিই ছিলেন মুখ্য পরিচালক ৷ ইতিমধ্য়েই 'চাওয়া পাওয়া'র মতো ছবি করা হয়ে গিয়েছে ৷ সেখানে উত্তম কুমার সুচিত্রা সেন জুটি রীতিমতো হিট ৷ এবার তিনি ঠিক করলেন মনোজ বসুর 'আংটি চাটুজ্জের ভাই' গল্প অবলম্বনে তৈরি করবেন 'পলাতক' ৷

উত্তমের সঙ্গে তখন দারুণ ভালো সম্পর্ক তরুণের ৷ প্রযোজকও ভেবেছিলেন প্রধান চরিত্রে মহানায়ককেই কাস্ট করবেন পরিচালক ৷ বিভিন্ন সংবাদ রিপোর্ট বলছে, সেই কথা মাথায় রেখে নাকি আগে ভাগে প্রযোজক গল্পটা শুনিয়েও দেন উত্তমকে ৷ উত্তমকুমার ভালো চরিত্রের জন্য় কীভাবে অপেক্ষা করে থাকতেন তা সবাই জানত ৷ তাঁরও খুব পছন্দ হয় চিত্রনাট্যটি ৷

কিন্তু বেঁকে বসেন তরুণ মজুমদার ৷ তিনি জানান, এই ছবিতে নায়ক হিসাবে পরিচিত কোনও মুখকে চান না ৷ তাই অনুপ কুমারকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করেছেন তিনি ৷ কিছুক্ষণ চুপ করে থেকে ব্যাপারটা বুঝতে পারেন উত্তম কুমার ৷ তিনি নাকি এও বলেন,"এসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না ৷ আমিই অনুপের কথা সকলকে বলে দিচ্ছি ৷" অর্থাৎ একসময় অনুপের কারণে 'না' শুনতে হয়েছিল মহানায়কেও ৷

উল্টো ঘটনাও অবশ্য ঘটেছে ৷ উত্তম নিজের ছবি থেকে বাদ দিয়েছিলেন অনুপ কুমারকে ৷ অনুপ কুমারের স্ত্রী অলকা গঙ্গোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমের অভিনেতার জীবনের এই বিশেষ ঘটনাটি তুলে ধরেন ৷ স্মৃতি চারণ করতে গিয়ে তিনি জানান, অভিনেতা বা প্রোডাকশনের সঙ্গে সম্পর্ক ভালো হলেই যে ছবিতে সুযোগ মেলে তা নয় ৷ স্বয়ং উত্তম কুমার যখন 'অগ্রগামী'র হয়ে ছবি করছেন তখন তিনি জানিয়ে দেন অনুপকে এই ছবিতে নেওয়া যাবে না ৷ যার জেরে পরিচালক প্রথমে কথা দিলেও পরে তাঁকে সরিয়ে দিতে বাধ্য হন ৷

আরও পড়ুন: হাজারো সম্মান, কিছু বিতর্কও ! পর্দায় মিঠুন মানেই ম্যাজিক

এই ঘটনা শুনেও অনুপ নাকি বিশ্বাসই করতে পারেননি তিনি ৷ অলকার লেখা অনুযায়ী, "অনুপ শুধু বলল, উতু একথা বলেছে?" তারপর সটান উত্তমদার কাছে যান অভিনেতা । শোনা যায় তাঁর কাছে সরাসরি অনুপ জানতে চান, "কী গো তুমি নাকি আমায় বাদ দিতে বলেছ?" উত্তম সোজাসুজি বলেন, "হ্যাঁ বলেছি ৷ " তবে উত্তম কুমার যে অনুপ কুমারকে শুধু ছবি থেকে সরিয়ে দিয়েছেন তা কিন্তু নয় ৷ অলকা নিজেই জানিয়েছেন, 'অ্যান্টনি কবিয়াল' করার সময় তিনি নিজেই ডেকে নেন অভিনেতাকে ৷

কলকাতা, 17 জুন: 'পলাতক' ছবির সূত্রধর শুরুতেই জানিয়েছিলেন, "ছায়াছবির নায়ক হওয়ার মতো কোনও গুণই তাঁর নেই ৷ না কন্দর্প কান্তি চেহারা না অদ্ভুত অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট ৷ থাকবার মধ্য়ে আছে শুধু একটি হৃদয় ৷" সেই চরিত্রে কেন অনুপ কুমারকে বেছে নেওয়া হয়েছিল তার কারণও বোধহয় খুঁজে পাওয়া যায় এখানেই ৷

তরুণ মজুমদার ভালোই জানতেন তাঁর এই নায়কের মধ্যে আছে এমন এক হৃদয় যা ছুঁয়ে যাবে আপামর বাঙালিকে ৷ যাঁর চোখে জল বাঙালিকে কাঁদাবে, আবার মুখের হাসি দর্শকের ঠোঁটের কোনে মুচকি হাসি এনে দেবে ৷ অন্যদিকে আবার এই অভিনেতাই 'শত্রু'র মতো কমার্শিয়াল সিনেমায় অসাধু এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়ে নেবেন ৷

এহেন অনুপ কুমারেরই আজ জন্মদিন ৷ কয়েক বছর আগেই বাঙালি হারিয়েছে পরিচালক তরুণ মজুমদারকেও ৷ সত্যি কথা বলতে গেলে বাঙালির কাছে অনুপ কুমারকে নতুনভাবে তুলে ধরেছিলেন এই পরিচালকই ৷ যাত্রিক গোষ্ঠীর তখন তিনিই ছিলেন মুখ্য পরিচালক ৷ ইতিমধ্য়েই 'চাওয়া পাওয়া'র মতো ছবি করা হয়ে গিয়েছে ৷ সেখানে উত্তম কুমার সুচিত্রা সেন জুটি রীতিমতো হিট ৷ এবার তিনি ঠিক করলেন মনোজ বসুর 'আংটি চাটুজ্জের ভাই' গল্প অবলম্বনে তৈরি করবেন 'পলাতক' ৷

উত্তমের সঙ্গে তখন দারুণ ভালো সম্পর্ক তরুণের ৷ প্রযোজকও ভেবেছিলেন প্রধান চরিত্রে মহানায়ককেই কাস্ট করবেন পরিচালক ৷ বিভিন্ন সংবাদ রিপোর্ট বলছে, সেই কথা মাথায় রেখে নাকি আগে ভাগে প্রযোজক গল্পটা শুনিয়েও দেন উত্তমকে ৷ উত্তমকুমার ভালো চরিত্রের জন্য় কীভাবে অপেক্ষা করে থাকতেন তা সবাই জানত ৷ তাঁরও খুব পছন্দ হয় চিত্রনাট্যটি ৷

কিন্তু বেঁকে বসেন তরুণ মজুমদার ৷ তিনি জানান, এই ছবিতে নায়ক হিসাবে পরিচিত কোনও মুখকে চান না ৷ তাই অনুপ কুমারকে মাথায় রেখেই চিত্রনাট্য তৈরি করেছেন তিনি ৷ কিছুক্ষণ চুপ করে থেকে ব্যাপারটা বুঝতে পারেন উত্তম কুমার ৷ তিনি নাকি এও বলেন,"এসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না ৷ আমিই অনুপের কথা সকলকে বলে দিচ্ছি ৷" অর্থাৎ একসময় অনুপের কারণে 'না' শুনতে হয়েছিল মহানায়কেও ৷

উল্টো ঘটনাও অবশ্য ঘটেছে ৷ উত্তম নিজের ছবি থেকে বাদ দিয়েছিলেন অনুপ কুমারকে ৷ অনুপ কুমারের স্ত্রী অলকা গঙ্গোপাধ্যায় একটি সংবাদ মাধ্যমের অভিনেতার জীবনের এই বিশেষ ঘটনাটি তুলে ধরেন ৷ স্মৃতি চারণ করতে গিয়ে তিনি জানান, অভিনেতা বা প্রোডাকশনের সঙ্গে সম্পর্ক ভালো হলেই যে ছবিতে সুযোগ মেলে তা নয় ৷ স্বয়ং উত্তম কুমার যখন 'অগ্রগামী'র হয়ে ছবি করছেন তখন তিনি জানিয়ে দেন অনুপকে এই ছবিতে নেওয়া যাবে না ৷ যার জেরে পরিচালক প্রথমে কথা দিলেও পরে তাঁকে সরিয়ে দিতে বাধ্য হন ৷

আরও পড়ুন: হাজারো সম্মান, কিছু বিতর্কও ! পর্দায় মিঠুন মানেই ম্যাজিক

এই ঘটনা শুনেও অনুপ নাকি বিশ্বাসই করতে পারেননি তিনি ৷ অলকার লেখা অনুযায়ী, "অনুপ শুধু বলল, উতু একথা বলেছে?" তারপর সটান উত্তমদার কাছে যান অভিনেতা । শোনা যায় তাঁর কাছে সরাসরি অনুপ জানতে চান, "কী গো তুমি নাকি আমায় বাদ দিতে বলেছ?" উত্তম সোজাসুজি বলেন, "হ্যাঁ বলেছি ৷ " তবে উত্তম কুমার যে অনুপ কুমারকে শুধু ছবি থেকে সরিয়ে দিয়েছেন তা কিন্তু নয় ৷ অলকা নিজেই জানিয়েছেন, 'অ্যান্টনি কবিয়াল' করার সময় তিনি নিজেই ডেকে নেন অভিনেতাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.