কলকাতা: "নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা/ নাহি তত্ত্ব নাহি উপদেশ,/ অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে-/ শেষ হয়েও হইলো না শেষ..." রবি ঠাকুরের এই কবিতার লাইনগুলি সাধারণত ছোটগল্পের সংজ্ঞা হিসেবেই ব্যবহার করা হয় ৷ তবে একটি বছর যখন শেষ হয়ে আসে ধীরে ধীরে তখনও আসলে এই লাইন ক'টাই ঘুরে ফিরে মনে আসে ৷ 2022 সালে বিনোদন জগতে ঠিক কী কী ঘটে গেল, তা নিয়ে যদি একটি হিসেব করতে বসা যায় তাহলে বলতেই হবে এবছর ঘটনার ঘনঘটার কোনও অভাব ছিল না ৷ তবে এমনও কিছু কিছু ঘটনা ঘটে গেল এবছর যা একেবারেই ভোলা যায় না ৷ আসুন ফিরে দেখা যাক, এমনই 12টি ঘটনা (looking back at a glance Top 12 News of 2022)...
বিনোদনের জগতে এই বছরের সবচেয়ে বড় খবর নিশ্চিতভাবেই দক্ষিণ ভারতের ছবির বিপুল সাফল্য ৷ করোনার পর একদিকে যখন বক্স অফিসে 100 কোটি ছুঁয়েছে মাত্র পাঁচটি হিন্দি ছবি তখন দক্ষিণের ইন্ডাস্ট্রিতে সাফল্য পেয়েছে প্রায় প্রতিটি অ্যাকশন এন্টারটেইনারই ৷ 'আরআরআর', 'কেজিএফ', 'কান্তারা', 'পিএস-1' গুনতে বসলে উঠে আসবে আরও অসংখ্য় ছবির কথা ৷ অন্যদিকে, হিন্দি ছবির জগতে বেশ কিছু বিগ বাজেট ছবি আদতে বাজেটের খরচও তুলতে পারেনি ৷ তা সে রণবীরের 'শামশেরা', আমিরের 'লাল সিং চাড্ডা' হোক বা অক্ষয়ের 'রামসেতু' ৷ কঙ্গনার 'ধাকড়' তো কার্যত মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে (Top 12 News of 2022) ৷
টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্য বক্স অফিসে সাফল্য কুড়িয়েছে বেশকিছু ছবি ৷ একদিকে যেমন 'অপরাজিত'-এর মতো ছবি দর্শক এবং সমালোচক সকলেরই মন জয় করেছে তেমনই 'বেলাশুরু'-এর মতো ছবিও সাফল্য পেয়েছে ৷
এবছর অনুরাগীদের বেশকিছু দারুণ খবর উপহার দিয়েছেন সেলেবরাও ৷ ঠিক যেমন বছরের শুরুতেই মা হয়েছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ৷ সারোগেসির মাধ্যমে ঘরে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কা ৷ মেয়ে মালতিকে নিয়ে এখন রীতিমতো মেতে রয়েছেন নিকইয়াঙ্কা জুটি ৷
অন্যদিকে, গত 6 নভেম্বর মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাটও ৷ গত 14 এপ্রিল বিবাহবন্ধনে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ আর বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই ভক্তদের মা হওয়ার সুখবর শোনান নায়িকা ৷ 'ব্রহ্মাস্ত্র' ছবির সেট থেকে প্রেমে পড়া এই তারকা দম্পতির জন্য 2022 সত্যিই ছিল একটি দারুণ বছর ৷ অভিনয়ের ক্ষেত্রেও এবছর ভীষণ প্রশংসা কুড়িয়েছেন পর্দার গাঙ্গুবাঈ ৷ আর অন্যদিকে তিনি ব্যক্তিগত জীবনেও পেয়েছেন এক দারুণ উপহার ৷
মা হয়েছেন বিপাশা বসুও ৷ বিয়ের 6 বছর পর প্রথম সন্তানকে স্বাগত জানান বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার (Bipasha Basu and Karan Singh Grover welcome first child )৷ 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দুই তারকা ৷ তবে মা হওয়ার খবর দিতে যে ছবিটি ব্যবহার করেছিলেন অভিনেত্রী তা নিয়েও কিন্তু বিতর্ক কম হয়নি ৷
এবছর মা হয়েছেন সোনম কাপুরও ৷ গত 20 অগস্ট কাপুর পরিবারে আসে নতুন সদস্য় ৷ 2018 সালের 8 মে সাত পাকে বাঁধা পড়েন সোনম কাপুর ও আনন্দ আহুজা ৷
বলিউড অনুরাগীদের জন্য এবছর আরেকটি বড় খবর হল এবছর সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রী হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছেন সুপারস্টার রণবীর সিং এবং কৃতি স্যানন ( Superstar Ranveer Singh and Kriti Sanon have bagged Dadasaheb Phalke International Awards)৷ একদিকে যেমন রণবীর এই পুরস্কার জিতে নেন তাঁর সাম্প্রতিক ছবি '83'-এর জন্য়, তেমনই 'মিমি' ছবির জন্য় পুরস্কার জিতে নিলেন কৃতি ৷
জাতীয় পুরস্কারের ক্ষেত্রে এবার আরও একবার কামাল বাংলার ৷ একদিকে যখন অজয় দেবগণ জাতীয় পুরস্কার জিতলেন তাঁর 'তানহা জি' ছবির জন্য় সেই মঞ্চেই এবছর পুরস্কার জিতল বাংলাও ৷ 68তম জাতীয় পুরস্কারের মঞ্চে এবছর বাজিমাত করল শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' ৷ দুটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছিল এই ছবি ৷
এবছর বিনোদন জগতে বিতর্কও কিন্তু কম হয়নি ৷ আর সেইসব ঘটনা বারবার উঠে এসেছে খবরের শিরোনামে ৷ এক্ষেত্রে প্রথমেই যে ঘটনাটি মনে পড়ে তা হল রণবীরের নগ্ন পোস্টার বিতর্ক ৷ এবছর জুলাই মাসে একটি মার্কিন ম্যাগাজিনে ফটোশুটের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দেন রণবীর ৷ তাঁকে পোজ দিতে দেখা যায় একটি গালিচায় শুয়েও ৷ এই ছবিগুলি নিজের ইনস্টা অ্যাকাউন্টে আপলোড করেন অভিনেতা নিজেই ৷ আর তারপরেই শুরু হয় বিতর্ক ৷ এমনকী রণবীরের নামে আদালতে মামলাও দায়ের করা হয় ৷ অভিনেতার এই কাজ সমর্থন যোগ্য কিনা তা নিয়ে কার্যত দুটি সমান্তরাল ভাগে বিভক্ত হয়ে যায় বলিপাড়া ।
এবছর বিতর্কের শীর্ষে ছিল আমিরের ছবি 'লাল সিং চাড্ডা'-ও ৷ আমির-করিনার এই ছবি প্রেক্ষাগৃহে আসার আগেই তা নিয়ে বিতর্ক শুরু হয় ৷ আমিরের বেশ কয়েক বছর আগে করা কিছু বিতর্কিত মন্তব্যের জেরে বয়কট স্লোগানের মুখে পড়তে হয় এই ছবিকে ৷ এই ছবিও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ৷ এমনকী বাজেটের টাকাও তুলতে পারেনি আমিরের এই ছবি ৷
এবছর বিতর্ক তৈরি হয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়েও ৷ যদিও এই ছবি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে তবে এবছর সবচেয়ে বেশি বিতর্কের মুখেও পড়তে হয়েছে এই ছবিকে ৷ অনেকের দাবি এই ছবিতে সত্যকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছেন পরিচালক ৷ কাশ্মীরের ঘটনাকে ঠিক যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন বিবেক তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এমনকী সম্প্রতি ইন্ডিয়ান ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্য়াল-এর জুরি প্রধান নাদাভ লাপিদও একটি বিস্ফোরক মন্তব্য় করেছিলেন এই ছবি নিয়ে ৷ ইজরায়েলি নির্মাতা এই ছবিকে 'অশ্লীল' এবং 'পক্ষপাত দুষ্ট প্রচারের হাতিয়ার' বলে অভিহিত করেন ৷ পাশাপাশি উপত্যকার কয়েকটি রাজনৈতিক দলও ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছিল । তবে প্রথম থেকেই পরিচালকের স্পষ্ট দাবি, তিনি নির্দিষ্ট তথ্য-প্রমাণের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করেছেন ।
বিতর্ক তৈরি হয়েছে শাহরুখের আসন্ন ছবি 'পাঠান' নিয়েও ৷ ইতিমধ্য়েই এই ছবির 'বেশরম রং' গানটি নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যার জেরে এই ছবিকে বয়কট করার দাবি উঠেছে ৷ কেউ কেউ এই গানটিকে 'অশ্লীল' এবং 'কুরুচিকর' বলেও দাবি করেছেন ৷ মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও এই নিয়ে মুখ খুলেছেন ৷ তিনিও হুঁশিয়ারি দিয়েছেন, এই গান বাদ না দিলে মধ্য়প্রদেশে 'পাঠান'-এর মুক্তি নিয়ে সন্দেহ তৈরি হবে ৷
আরও পড়ুন: টিভি সিরিয়ালের সেটেই আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া টেলিজগতে