ETV Bharat / entertainment

Priyanka at Met Gala: লাল গালিচায় চর্চায় প্রিয়াঙ্কা হিরের নেকলেস, দাম জানেন ? - প্রিয়াঙ্কা চোপড়া জোনাস

মেট গালার রেড কার্পেট মাতিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ সঙ্গী ছিলেন নিক জোনাস ৷ পোশাকে ম্যাজিক দেখালেও নজর কেড়েছে প্রিয়াঙ্কার গলার হার ৷ হিরের এই নেকলেস-এর দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও ৷

Priyanka at Met Gala 2023
চর্চায় প্রিয়াঙ্কার গলার হিরের নেকলেস
author img

By

Published : May 2, 2023, 11:03 PM IST

হায়দরাবাদ, 2 মে: গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আরও একবার এলেন, দেখেলেন, জয় করলেন ৷ 2023-র মেটগালার লাল গালিচা মাতিয়েছেন তিনি ৷ সঙ্গে অবশ্যই ছিলেন স্বামী নিক জোনাস ৷ সাদা-কালো পোশাকে স্পটলাইট কেড়ে নিলেও আলাদা করে চর্চায় এসেছে পিগি চপসের গলায় থাকা 11.6 ক্যারাটের হিরের নেকলেস ৷

মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউটের জন্য অর্থ সংগ্রহের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান ৷ সোমবার নিউইয়র্ক সিটিতে বসেছিল চাঁদের হাট ৷ এই বছরের মেট গালা ফ্যাশন দুনিয়ার অন্যতম কার্ল লেগারফেল্ডকে উত্সর্গ করা হয়েছিল, যিনি 2019 সালে মারা গিয়েছেন ৷ ফলে এই দিন ফ্যাশন দুনিয়ার তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা চমক দেখিয়েছেন রেড কার্পেটে ৷

বাদ যাননি প্রিয়াঙ্কা চোপড়াও ৷ কালো ভ্যালেন্টিনো পোশাকে লেন্সবন্দি হলেন এই তারকা জুটি ৷ রিগাল বেল সিল্ভের থাই-স্লিট কালো অফ-শোল্ডার গাউনে অপ্সরা লাগছিল কোয়ান্টিকো গার্লকে ৷ পোশাকের সঙ্গে ছিল মানানসই সাদা গ্লাভস ৷ অন্যদিকে কালো চামড়ার জ্যাকেটে প্রিয়াঙ্কার পাশে হট অ্যান্ড ড্যাশিং লাগছিলেন নিক জোনাস ৷ এত গেল পোশাকের বিবরণ ৷ তবে এত কিছুর পরেও আলাদা করে বলতে হয় প্রিয়াঙ্কার গলায় থাকা হিরের নেকলেসের কথা ৷

আরও পড়ুন: মেট গালার রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা, সঙ্গী নিক

জানেন 11 ক্যারাটের এই হিরের নেকলেস কোথা থেকে এসেছে ? বুলগরির ইতালিয়ান লাক্সারি ফ্যাশন হাউস থেকে এসেছে দেশি গার্ল-এর গলার হার ৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই এর হারের দাম নিয়ে শুরু গিয়েছে চর্চা ৷ কারণ এই হিরের গয়নার দাম শুনলে আঁতকে উঠবেন আপনিও ৷ জানা গিয়েছে, প্রিয়াঙ্কার গলায় শোভা পাওয়া হিরের নেকলেসের দাম 25 মিলিয়ন ডলার ৷ ভারতীয় অঙ্কে দাঁড়ায় প্রায় 204 কোটি টাকা ৷ শুধু তাই নয়, এই মেট গালার পর এই হিরের হার তোলা হবে নিলামেও ৷

প্রসঙ্গত, এই মেট গালার রেড কার্পেটেই পরিচয় হয়েছিল নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার ৷ তখনও কেউ জানতেন না, আজকের সেই পাওয়ার কাপল আবারও একসঙ্গে কাঁপাবেন লাল গালিচা ৷ মূলত, 2017 সালে রালফ লোরেন-এর পোশাকে প্রথমবার মেট গালার লাল বাগিচায় হেঁটেছিলেন দেশি গার্ল ৷

পাশাপাশি, ছবির দিকে নজর দিলে ইতিমধ্যেই 'সিটাডেল' সিরিজে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ রিচার্ড ম্যাডেনের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রোম্যান্টিক কমেডি ছবি 'লাভ এগেইন'৷

হায়দরাবাদ, 2 মে: গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আরও একবার এলেন, দেখেলেন, জয় করলেন ৷ 2023-র মেটগালার লাল গালিচা মাতিয়েছেন তিনি ৷ সঙ্গে অবশ্যই ছিলেন স্বামী নিক জোনাস ৷ সাদা-কালো পোশাকে স্পটলাইট কেড়ে নিলেও আলাদা করে চর্চায় এসেছে পিগি চপসের গলায় থাকা 11.6 ক্যারাটের হিরের নেকলেস ৷

মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউটের জন্য অর্থ সংগ্রহের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান ৷ সোমবার নিউইয়র্ক সিটিতে বসেছিল চাঁদের হাট ৷ এই বছরের মেট গালা ফ্যাশন দুনিয়ার অন্যতম কার্ল লেগারফেল্ডকে উত্সর্গ করা হয়েছিল, যিনি 2019 সালে মারা গিয়েছেন ৷ ফলে এই দিন ফ্যাশন দুনিয়ার তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা চমক দেখিয়েছেন রেড কার্পেটে ৷

বাদ যাননি প্রিয়াঙ্কা চোপড়াও ৷ কালো ভ্যালেন্টিনো পোশাকে লেন্সবন্দি হলেন এই তারকা জুটি ৷ রিগাল বেল সিল্ভের থাই-স্লিট কালো অফ-শোল্ডার গাউনে অপ্সরা লাগছিল কোয়ান্টিকো গার্লকে ৷ পোশাকের সঙ্গে ছিল মানানসই সাদা গ্লাভস ৷ অন্যদিকে কালো চামড়ার জ্যাকেটে প্রিয়াঙ্কার পাশে হট অ্যান্ড ড্যাশিং লাগছিলেন নিক জোনাস ৷ এত গেল পোশাকের বিবরণ ৷ তবে এত কিছুর পরেও আলাদা করে বলতে হয় প্রিয়াঙ্কার গলায় থাকা হিরের নেকলেসের কথা ৷

আরও পড়ুন: মেট গালার রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা, সঙ্গী নিক

জানেন 11 ক্যারাটের এই হিরের নেকলেস কোথা থেকে এসেছে ? বুলগরির ইতালিয়ান লাক্সারি ফ্যাশন হাউস থেকে এসেছে দেশি গার্ল-এর গলার হার ৷ সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই এর হারের দাম নিয়ে শুরু গিয়েছে চর্চা ৷ কারণ এই হিরের গয়নার দাম শুনলে আঁতকে উঠবেন আপনিও ৷ জানা গিয়েছে, প্রিয়াঙ্কার গলায় শোভা পাওয়া হিরের নেকলেসের দাম 25 মিলিয়ন ডলার ৷ ভারতীয় অঙ্কে দাঁড়ায় প্রায় 204 কোটি টাকা ৷ শুধু তাই নয়, এই মেট গালার পর এই হিরের হার তোলা হবে নিলামেও ৷

প্রসঙ্গত, এই মেট গালার রেড কার্পেটেই পরিচয় হয়েছিল নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার ৷ তখনও কেউ জানতেন না, আজকের সেই পাওয়ার কাপল আবারও একসঙ্গে কাঁপাবেন লাল গালিচা ৷ মূলত, 2017 সালে রালফ লোরেন-এর পোশাকে প্রথমবার মেট গালার লাল বাগিচায় হেঁটেছিলেন দেশি গার্ল ৷

পাশাপাশি, ছবির দিকে নজর দিলে ইতিমধ্যেই 'সিটাডেল' সিরিজে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ রিচার্ড ম্যাডেনের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের ৷ এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রোম্যান্টিক কমেডি ছবি 'লাভ এগেইন'৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.