ETV Bharat / entertainment

Leo vs Jawan Box Office Collection: বক্স অফিসে প্রথম দিনে বাদশাকে টেক্কা দেওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল বিজয়ের

প্রথম দিনের বক্স অফিস কালেকশনের নিরিখে দেশের মাটিতে শাহরুখ খানের 'জওয়ান' ছবিকে টেক্কা দিতে পারল না থলাপতি বিজয়ের 'লিও' ৷ প্রি বুকিংয়ের ক্ষেত্রে অবশ্য় 'জওয়ান'-কে পিছনে ফেলেছিল 'লিও' ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 7:48 PM IST

Leo Cant Beat Jawan in Day 1 Box Office Collection
বাদশাকে টেক্কা দিতে পারলেন না বিজয়

হায়দরাবাদ, 19 অক্টোবর: প্রি-বুকিংয়ে শাহরুখ খানের 'জওয়ান' ছবিকেও পিছনে ফেলেছিল থলাপতি বিজয়ের 'লিও' ৷ কিন্তু প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে 'জওয়ান'কে টেক্কা দেওয়ার স্বপ্ন পূর্ণ হল না বিজয় অনুরাগীদের ৷ যদিও বিজয়ের এই ছবি যে রীতিমতো শোরগোল ফেলেছে বক্স অফিসে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

প্রি-বুকিংয়ের ক্ষেত্রে দেখতে গেলে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির টিকিট বিক্রি হয়েছিল 15.75 লক্ষ ৷ সেখানে হিন্দি, তামিল এবং তেলেগু ভার্সন মিলিয়ে 16 লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছিল বিজয়ের ছবিটির ৷ কিন্তু ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে আয়ের ভিত্তিতে কিন্তু 'জওয়ান'-কে টেক্কা দিতে পারল না ছবিটি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট বলছে, প্রথম দিনে সমস্ত ভার্সন মিলিয়ে ভারতে 68 কোটি টাকা আয় করতে পারে 'লিও' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক্ষেত্রে শাহরুখের ছবির আয় ছিল 75 কোটি টাকা ৷ হিন্দি ছবি হিসাবে প্রথম দিনেই রেকর্ড গড়েছিল 'জওয়ান' ৷ 42তম দিনের পর বক্স অফিসের নিরিখে ছবির আয় দাঁড়িয়েছে 1140.5 কোটি টাকা ৷ অন্যদিকে রিপোর্ট বলছে, বিজয়ের এই ছবির সিংহভাগ আয় আসতে পারে তামিলনাড়ু থেকে ৷ স্য়াকনিল্কের দাবি, শুধু তামিলনাড়ুতেই 32 কোটি টাকা আয় করবে এই ছবি ৷ পাশাপাশি কেরলে ছবির আয় হতে পারে 12.50 কোটি টাকা ৷ আর কর্ণাটকে আয় হতে পারে 14.50 কোটি ৷ আর বিশ্বব্যাপী বক্স অফিস মিলিয়ে ছবিটি আয় করতে পারে প্রায় 145 কোটি টাকা ৷

আরও পড়ুন: মেট্রো বন্দি আলিয়া-রণবীর, কী চাইছেন 'জওয়ান' শাহরুখ

ছবিটির পরিচালনা করেছেন লোকেশ কনগরাজ ৷ ছবিতে বিজয় ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত এবং তৃষা কৃষ্ণা ৷ এছাড়াও দেখা গিয়েছে অর্জুন সারজা, গৌতম বাসুদেব মেনন, প্রিয়া আনন্দ, এবং অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা-অভিনেত্রীদের । খবর অনুযায়ী, ছবির বাজেট ছিল প্রায় 250 কোটি টাকা ৷

হায়দরাবাদ, 19 অক্টোবর: প্রি-বুকিংয়ে শাহরুখ খানের 'জওয়ান' ছবিকেও পিছনে ফেলেছিল থলাপতি বিজয়ের 'লিও' ৷ কিন্তু প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে 'জওয়ান'কে টেক্কা দেওয়ার স্বপ্ন পূর্ণ হল না বিজয় অনুরাগীদের ৷ যদিও বিজয়ের এই ছবি যে রীতিমতো শোরগোল ফেলেছে বক্স অফিসে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

প্রি-বুকিংয়ের ক্ষেত্রে দেখতে গেলে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির টিকিট বিক্রি হয়েছিল 15.75 লক্ষ ৷ সেখানে হিন্দি, তামিল এবং তেলেগু ভার্সন মিলিয়ে 16 লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছিল বিজয়ের ছবিটির ৷ কিন্তু ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে আয়ের ভিত্তিতে কিন্তু 'জওয়ান'-কে টেক্কা দিতে পারল না ছবিটি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট বলছে, প্রথম দিনে সমস্ত ভার্সন মিলিয়ে ভারতে 68 কোটি টাকা আয় করতে পারে 'লিও' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক্ষেত্রে শাহরুখের ছবির আয় ছিল 75 কোটি টাকা ৷ হিন্দি ছবি হিসাবে প্রথম দিনেই রেকর্ড গড়েছিল 'জওয়ান' ৷ 42তম দিনের পর বক্স অফিসের নিরিখে ছবির আয় দাঁড়িয়েছে 1140.5 কোটি টাকা ৷ অন্যদিকে রিপোর্ট বলছে, বিজয়ের এই ছবির সিংহভাগ আয় আসতে পারে তামিলনাড়ু থেকে ৷ স্য়াকনিল্কের দাবি, শুধু তামিলনাড়ুতেই 32 কোটি টাকা আয় করবে এই ছবি ৷ পাশাপাশি কেরলে ছবির আয় হতে পারে 12.50 কোটি টাকা ৷ আর কর্ণাটকে আয় হতে পারে 14.50 কোটি ৷ আর বিশ্বব্যাপী বক্স অফিস মিলিয়ে ছবিটি আয় করতে পারে প্রায় 145 কোটি টাকা ৷

আরও পড়ুন: মেট্রো বন্দি আলিয়া-রণবীর, কী চাইছেন 'জওয়ান' শাহরুখ

ছবিটির পরিচালনা করেছেন লোকেশ কনগরাজ ৷ ছবিতে বিজয় ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত এবং তৃষা কৃষ্ণা ৷ এছাড়াও দেখা গিয়েছে অর্জুন সারজা, গৌতম বাসুদেব মেনন, প্রিয়া আনন্দ, এবং অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা-অভিনেত্রীদের । খবর অনুযায়ী, ছবির বাজেট ছিল প্রায় 250 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.