ETV Bharat / entertainment

Leo vs Jawan Box Office Collection: বক্স অফিসে প্রথম দিনে বাদশাকে টেক্কা দেওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল বিজয়ের - Leo And Jawan Fight in Day 1 Box Office Collection

প্রথম দিনের বক্স অফিস কালেকশনের নিরিখে দেশের মাটিতে শাহরুখ খানের 'জওয়ান' ছবিকে টেক্কা দিতে পারল না থলাপতি বিজয়ের 'লিও' ৷ প্রি বুকিংয়ের ক্ষেত্রে অবশ্য় 'জওয়ান'-কে পিছনে ফেলেছিল 'লিও' ৷

Leo Cant Beat Jawan in Day 1 Box Office Collection
বাদশাকে টেক্কা দিতে পারলেন না বিজয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 7:48 PM IST

হায়দরাবাদ, 19 অক্টোবর: প্রি-বুকিংয়ে শাহরুখ খানের 'জওয়ান' ছবিকেও পিছনে ফেলেছিল থলাপতি বিজয়ের 'লিও' ৷ কিন্তু প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে 'জওয়ান'কে টেক্কা দেওয়ার স্বপ্ন পূর্ণ হল না বিজয় অনুরাগীদের ৷ যদিও বিজয়ের এই ছবি যে রীতিমতো শোরগোল ফেলেছে বক্স অফিসে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

প্রি-বুকিংয়ের ক্ষেত্রে দেখতে গেলে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির টিকিট বিক্রি হয়েছিল 15.75 লক্ষ ৷ সেখানে হিন্দি, তামিল এবং তেলেগু ভার্সন মিলিয়ে 16 লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছিল বিজয়ের ছবিটির ৷ কিন্তু ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে আয়ের ভিত্তিতে কিন্তু 'জওয়ান'-কে টেক্কা দিতে পারল না ছবিটি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট বলছে, প্রথম দিনে সমস্ত ভার্সন মিলিয়ে ভারতে 68 কোটি টাকা আয় করতে পারে 'লিও' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক্ষেত্রে শাহরুখের ছবির আয় ছিল 75 কোটি টাকা ৷ হিন্দি ছবি হিসাবে প্রথম দিনেই রেকর্ড গড়েছিল 'জওয়ান' ৷ 42তম দিনের পর বক্স অফিসের নিরিখে ছবির আয় দাঁড়িয়েছে 1140.5 কোটি টাকা ৷ অন্যদিকে রিপোর্ট বলছে, বিজয়ের এই ছবির সিংহভাগ আয় আসতে পারে তামিলনাড়ু থেকে ৷ স্য়াকনিল্কের দাবি, শুধু তামিলনাড়ুতেই 32 কোটি টাকা আয় করবে এই ছবি ৷ পাশাপাশি কেরলে ছবির আয় হতে পারে 12.50 কোটি টাকা ৷ আর কর্ণাটকে আয় হতে পারে 14.50 কোটি ৷ আর বিশ্বব্যাপী বক্স অফিস মিলিয়ে ছবিটি আয় করতে পারে প্রায় 145 কোটি টাকা ৷

আরও পড়ুন: মেট্রো বন্দি আলিয়া-রণবীর, কী চাইছেন 'জওয়ান' শাহরুখ

ছবিটির পরিচালনা করেছেন লোকেশ কনগরাজ ৷ ছবিতে বিজয় ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত এবং তৃষা কৃষ্ণা ৷ এছাড়াও দেখা গিয়েছে অর্জুন সারজা, গৌতম বাসুদেব মেনন, প্রিয়া আনন্দ, এবং অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা-অভিনেত্রীদের । খবর অনুযায়ী, ছবির বাজেট ছিল প্রায় 250 কোটি টাকা ৷

হায়দরাবাদ, 19 অক্টোবর: প্রি-বুকিংয়ে শাহরুখ খানের 'জওয়ান' ছবিকেও পিছনে ফেলেছিল থলাপতি বিজয়ের 'লিও' ৷ কিন্তু প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে 'জওয়ান'কে টেক্কা দেওয়ার স্বপ্ন পূর্ণ হল না বিজয় অনুরাগীদের ৷ যদিও বিজয়ের এই ছবি যে রীতিমতো শোরগোল ফেলেছে বক্স অফিসে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷

প্রি-বুকিংয়ের ক্ষেত্রে দেখতে গেলে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির টিকিট বিক্রি হয়েছিল 15.75 লক্ষ ৷ সেখানে হিন্দি, তামিল এবং তেলেগু ভার্সন মিলিয়ে 16 লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়েছিল বিজয়ের ছবিটির ৷ কিন্তু ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে আয়ের ভিত্তিতে কিন্তু 'জওয়ান'-কে টেক্কা দিতে পারল না ছবিটি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট বলছে, প্রথম দিনে সমস্ত ভার্সন মিলিয়ে ভারতে 68 কোটি টাকা আয় করতে পারে 'লিও' ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক্ষেত্রে শাহরুখের ছবির আয় ছিল 75 কোটি টাকা ৷ হিন্দি ছবি হিসাবে প্রথম দিনেই রেকর্ড গড়েছিল 'জওয়ান' ৷ 42তম দিনের পর বক্স অফিসের নিরিখে ছবির আয় দাঁড়িয়েছে 1140.5 কোটি টাকা ৷ অন্যদিকে রিপোর্ট বলছে, বিজয়ের এই ছবির সিংহভাগ আয় আসতে পারে তামিলনাড়ু থেকে ৷ স্য়াকনিল্কের দাবি, শুধু তামিলনাড়ুতেই 32 কোটি টাকা আয় করবে এই ছবি ৷ পাশাপাশি কেরলে ছবির আয় হতে পারে 12.50 কোটি টাকা ৷ আর কর্ণাটকে আয় হতে পারে 14.50 কোটি ৷ আর বিশ্বব্যাপী বক্স অফিস মিলিয়ে ছবিটি আয় করতে পারে প্রায় 145 কোটি টাকা ৷

আরও পড়ুন: মেট্রো বন্দি আলিয়া-রণবীর, কী চাইছেন 'জওয়ান' শাহরুখ

ছবিটির পরিচালনা করেছেন লোকেশ কনগরাজ ৷ ছবিতে বিজয় ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত এবং তৃষা কৃষ্ণা ৷ এছাড়াও দেখা গিয়েছে অর্জুন সারজা, গৌতম বাসুদেব মেনন, প্রিয়া আনন্দ, এবং অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা-অভিনেত্রীদের । খবর অনুযায়ী, ছবির বাজেট ছিল প্রায় 250 কোটি টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.