ETV Bharat / entertainment

Benegal on Aparajito Film : শ্যাম বেনেগলের প্রশংসা কুড়োলো 'অপরাজিত', আপ্লুত অনীক-জিতুরা

author img

By

Published : May 4, 2022, 4:23 PM IST

Updated : May 4, 2022, 4:42 PM IST

13 মে বড়পর্দায় আসছে অনীক দত্তের নতুন ছবি 'অপরাজিত' ৷ এবার অনীক দত্তের এই ছবি নিয়ে প্রশংসায় ভাসলেন আরেক ভারতীয় কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল (Shyam Benegal on Aparajito by Anik Datta) ৷

Anik Dutta on Shyam Benegal
মুক্তির আগেই কিংবদন্তি শ্য়াম বেনেগলের প্রশংসা কুড়োলো অনীক দত্তের 'অপরাজিত'

কলকাতা, 4 মে : মুক্তির বহু আগে থেকেই বিপুল চর্চায় অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত' ৷ ভারতীয় চলচ্চিত্র জগতের কাল্ট ক্লাসিক ছবি 'পথের পাঁচালি' তৈরির নেপথ্য কাহিনী তুলে ধরবে এই ছবি ৷ যে কারণে সাধারণ দর্শক ছাড়াও সিনে জগতের মানুষদেরও এই ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে ৷ তাতে যে পরিচালক অনীক দত্ত এবং ছবির অভিনেতারা সফল তা একজনের প্রতিক্রিয়াই বুঝিয়ে দিয়েছে ৷ তিনি হলেন শ্যাম বেনেগাল ৷ পদ্মভূষণ সম্মাননা, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং আঠারোবারের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক এই ছবি দেখে মুগ্ধ ৷ যিনি আবার সত্যজিৎ রায়ের ভীষণ কাছের বন্ধু ছিলেন (Shyam Benegal's reaction about Aparajito film) ৷

সত্যজিৎ রায়ের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 মে মুম্বইয়ে ছিল 'অপরাজিত' ছবি-র স্পেশাল স্ক্রিনিং ৷ সেখানে উপস্থিত ছিলেন কিংবদন্তি পরিচালক ৷ ছবি দেখে এবং প্রধান ভূমিকায় অভিনয় করা জিতু কমলের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ ফেসবুকে শ্যাম বেনেগলের সঙ্গে তাঁর একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে অনীক দত্ত (Anik Dutta's Facebook post thanking Shyam Benegal) লেখেন, "ছবিটির একটি অংশ দেখার পর মিঃ শ্যাম বেনেগল যা বললেন তা শুনে কৃতজ্ঞ বোধ করছি ৷ সত্যজিৎ রায় গ্যালারির উদ্বোধন না করলে প্রেস তাঁকে যেতে দিত না এবং আমরাও দর্শকদের আর অপেক্ষা করাতে পারিনি । তিনিও এই মুহূর্তে খুব একটা ভাল নেই । তিনি কি বললেন তা এখানে রইল..."

আরও পড়ুন : রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর, কবিগুরু-ভিক্টোরিয়ার কাহিনি এবার সেলুলয়েডে

অনীকের 'অপরাজিত' কিছুটা দেখে কিংবদন্তি পরিচালক বলেন, এই ছবি তাঁকে চিত্রগ্রাহক সুব্রত মিত্রের কথা মনে করায়, যাঁকে ছাড়া অসম্পূর্ণ সত্যজিৎ রায়ের গল্প ৷ শুধু তাই নয় জিতুরও ভূয়সী প্রশংসা করেন বর্ষীয়ান পরিচালক ৷ শুভেচ্ছা জানান অনীক দত্তকে ৷ শ্যাম বেনেগল এমন একজন পরিচালক যাঁর তৈরি ছবির মধ্যে রয়েছে 'অঙ্কুর', 'নিশান্ত', 'মন্থন', 'ভূমিকা'-র মত অসামান্য সব কাজ ৷ তাঁর কাছে এই শুভেচ্ছাবার্তা পেয়ে তাই আপ্লুত অনীক দত্ত ৷

13 মে দর্শকের দরবারে আসছে অনীক দত্তের নতুন ছবি 'অপরাজিত' ৷ ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা জিতু কমল ৷ জিতুর পর্দার সত্যজিৎ হয়ে ওঠার কঠিন জার্নি ইতিমধ্যেই সিনেপ্রেমীরা জেনে ফেলেছেন ৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোড়ন চলছে ৷ জিতু চেহারার সঙ্গে ভীষণ মিল রয়েছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ৷

কলকাতা, 4 মে : মুক্তির বহু আগে থেকেই বিপুল চর্চায় অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত' ৷ ভারতীয় চলচ্চিত্র জগতের কাল্ট ক্লাসিক ছবি 'পথের পাঁচালি' তৈরির নেপথ্য কাহিনী তুলে ধরবে এই ছবি ৷ যে কারণে সাধারণ দর্শক ছাড়াও সিনে জগতের মানুষদেরও এই ছবি নিয়ে প্রত্যাশা তুঙ্গে ৷ তাতে যে পরিচালক অনীক দত্ত এবং ছবির অভিনেতারা সফল তা একজনের প্রতিক্রিয়াই বুঝিয়ে দিয়েছে ৷ তিনি হলেন শ্যাম বেনেগাল ৷ পদ্মভূষণ সম্মাননা, দাদা সাহেব ফালকে পুরস্কার এবং আঠারোবারের জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক এই ছবি দেখে মুগ্ধ ৷ যিনি আবার সত্যজিৎ রায়ের ভীষণ কাছের বন্ধু ছিলেন (Shyam Benegal's reaction about Aparajito film) ৷

সত্যজিৎ রায়ের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে 2 মে মুম্বইয়ে ছিল 'অপরাজিত' ছবি-র স্পেশাল স্ক্রিনিং ৷ সেখানে উপস্থিত ছিলেন কিংবদন্তি পরিচালক ৷ ছবি দেখে এবং প্রধান ভূমিকায় অভিনয় করা জিতু কমলের ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ ফেসবুকে শ্যাম বেনেগলের সঙ্গে তাঁর একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে অনীক দত্ত (Anik Dutta's Facebook post thanking Shyam Benegal) লেখেন, "ছবিটির একটি অংশ দেখার পর মিঃ শ্যাম বেনেগল যা বললেন তা শুনে কৃতজ্ঞ বোধ করছি ৷ সত্যজিৎ রায় গ্যালারির উদ্বোধন না করলে প্রেস তাঁকে যেতে দিত না এবং আমরাও দর্শকদের আর অপেক্ষা করাতে পারিনি । তিনিও এই মুহূর্তে খুব একটা ভাল নেই । তিনি কি বললেন তা এখানে রইল..."

আরও পড়ুন : রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর, কবিগুরু-ভিক্টোরিয়ার কাহিনি এবার সেলুলয়েডে

অনীকের 'অপরাজিত' কিছুটা দেখে কিংবদন্তি পরিচালক বলেন, এই ছবি তাঁকে চিত্রগ্রাহক সুব্রত মিত্রের কথা মনে করায়, যাঁকে ছাড়া অসম্পূর্ণ সত্যজিৎ রায়ের গল্প ৷ শুধু তাই নয় জিতুরও ভূয়সী প্রশংসা করেন বর্ষীয়ান পরিচালক ৷ শুভেচ্ছা জানান অনীক দত্তকে ৷ শ্যাম বেনেগল এমন একজন পরিচালক যাঁর তৈরি ছবির মধ্যে রয়েছে 'অঙ্কুর', 'নিশান্ত', 'মন্থন', 'ভূমিকা'-র মত অসামান্য সব কাজ ৷ তাঁর কাছে এই শুভেচ্ছাবার্তা পেয়ে তাই আপ্লুত অনীক দত্ত ৷

13 মে দর্শকের দরবারে আসছে অনীক দত্তের নতুন ছবি 'অপরাজিত' ৷ ছবিতে সত্যজিতের ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার অভিনেতা জিতু কমল ৷ জিতুর পর্দার সত্যজিৎ হয়ে ওঠার কঠিন জার্নি ইতিমধ্যেই সিনেপ্রেমীরা জেনে ফেলেছেন ৷ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোড়ন চলছে ৷ জিতু চেহারার সঙ্গে ভীষণ মিল রয়েছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ৷

Last Updated : May 4, 2022, 4:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.