কলকাতা, 2 সেপ্টেম্বর: 5 সেপ্টেম্বর থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বিক্রম বেতাল'(New Serial Bikram Betal is coming soon)। 5 সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি বিকেল পাঁচটার স্লটে আসছে এই ধারাবাহিক । ছোটবেলাকে ফের হাতের মুঠোয় এনে দিতে চলেছে এই 'বিক্রম বেতাল'। বইয়ের পাতা থেকে গুনে গুনে ঠিক 25টি গল্প আসবে একে একে । পুরো শ্যুটিং শেষ হবার পরেই দর্শক দরবারে আসছে 'বিক্রম বেতাল'(New Serial Bikram Betal )। মৃত্যুর কিছুদিন আগে এই ধারাবাহিকে অভিনয় করেন পল্লবী দে ।
রাজা বিক্রমাদিত্যর চরিত্রে দেখা যাবে জয় মুখোপাধ্যায়কে । আর বেতালের চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় । রাজা বিক্রমাদিত্যর রানির চরিত্রে অদ্রিজা রায় অভিনয় করছেন । এই মুহূর্তে অবশ্য তিনি 'মৌ-এর বাড়ি' ধারাবাহিকে ব্যস্ত । ওদিকে একটি গল্পে দেখা যাবে প্রয়াত অভিনেত্রী পল্লবী দেকে (Pallavi Dey in Bikram Betal)।
এছাড়াও থাকছেন অনুমিতা দত্ত । যাঁকে দর্শক চিনেছে 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের মাধ্যমে । এই মুহূর্তে তিনি 'সাথী' ধারাবাহিকের নায়িকা । রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, স্বাগতা মুখোপাধ্যায়, চৈতালি দত্ত বর্মন, রুকমা রায়, দেবলীনা দত্ত, সুতীর্থ সাহা, অঙ্কিতা মল্লিক-সহ আরও অনেকে । এই অঙ্কিতা মল্লিক এখন 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ।
ধারাবাহিকের পরিচালক রিমো বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "টলিপাড়ার প্রায় সব অভিনেতাকেই দেখা যাবে এখানে । কে বাদ পড়ল সেটাই বোধহয় খুঁজে বের করতে হবে !" নেগেটিভ চরিত্র দেখা মিলবে স্বাগতা মুখোপাধ্যায়ের । ওদিকে 'জিয়নকাঠি' ধারাবাহিকের পর অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন জয় মুখোপাধ্যায় । জড়িয়েছিলেন বিতর্কেও। ফের স্বমহিমায় টেলিভিশনে ফিরলেন জয় ।
আরও পড়ুন: 'ভুবনবাবুর স্মার্টফোন'-এ উপলের গানে মিশে গেল দেবাশিস দেবের কার্টুন
সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক ( Bikram Betal)। পরিচালক রিমো বলেন,"শুরু থেকেই ঠিক হয় পুরো শ্যুটিং শেষ হলে তবেই সম্প্রচার করা হবে 'বিক্রম বেতাল'। আর ঠিক সেটাই হল । এবার শুধু দেখার পালা যে কী বানালাম । আর জানার পালা সবার কেমন লাগছে সেটাও আমরা জানতে চাই । 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে ছোটদের জন্য এটি একটি বিশেষ উপহার আমাদের তরফে।"