ETV Bharat / entertainment

Pallavi Dey in Bikram Betal: ফের পর্দায় দেখা মিলবে পল্লবীর, 'বিক্রম বেতাল'-এর গল্পে থাকছেন প্রয়াত নায়িকা

5 সেপ্টেম্বর থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বিক্রম বেতাল'(New Serial Bikram Betal is coming soon)। এই ধারাবাহিকে ফের একবার দেখা মিলবে প্রয়াত অভিনেত্রী পল্লবী দের(Pallavi Dey in Bikram Betal) ৷

Pallavi Dey in Bikram Betal
ফের পর্দায় দেখা মিলবে পল্লবীর, 'বিক্রম বেতাল'-এর গল্পে থাকছেন প্রয়াত নায়িকা
author img

By

Published : Sep 2, 2022, 10:15 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: 5 সেপ্টেম্বর থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বিক্রম বেতাল'(New Serial Bikram Betal is coming soon)। 5 সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি বিকেল পাঁচটার স্লটে আসছে এই ধারাবাহিক । ছোটবেলাকে ফের হাতের মুঠোয় এনে দিতে চলেছে এই 'বিক্রম বেতাল'। বইয়ের পাতা থেকে গুনে গুনে ঠিক 25টি গল্প আসবে একে একে । পুরো শ্যুটিং শেষ হবার পরেই দর্শক দরবারে আসছে 'বিক্রম বেতাল'(New Serial Bikram Betal )। মৃত্যুর কিছুদিন আগে এই ধারাবাহিকে অভিনয় করেন পল্লবী দে ।

রাজা বিক্রমাদিত্যর চরিত্রে দেখা যাবে জয় মুখোপাধ্যায়কে । আর বেতালের চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় । রাজা বিক্রমাদিত্যর রানির চরিত্রে অদ্রিজা রায় অভিনয় করছেন । এই মুহূর্তে অবশ্য তিনি 'মৌ-এর বাড়ি' ধারাবাহিকে ব্যস্ত । ওদিকে একটি গল্পে দেখা যাবে প্রয়াত অভিনেত্রী পল্লবী দেকে (Pallavi Dey in Bikram Betal)।

Bikram Betal
ছোটবেলাকে ফের হাতের মুঠোয় এনে দিতে চলেছে এই 'বিক্রম বেতাল'। বইয়ের পাতা থেকে গুনে গুনে ঠিক 25টি গল্প আসবে একে একে

এছাড়াও থাকছেন অনুমিতা দত্ত । যাঁকে দর্শক চিনেছে 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের মাধ্যমে । এই মুহূর্তে তিনি 'সাথী' ধারাবাহিকের নায়িকা । রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, স্বাগতা মুখোপাধ্যায়, চৈতালি দত্ত বর্মন, রুকমা রায়, দেবলীনা দত্ত, সুতীর্থ সাহা, অঙ্কিতা মল্লিক-সহ আরও অনেকে । এই অঙ্কিতা মল্লিক এখন 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ।

ধারাবাহিকের পরিচালক রিমো বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "টলিপাড়ার প্রায় সব অভিনেতাকেই দেখা যাবে এখানে । কে বাদ পড়ল সেটাই বোধহয় খুঁজে বের করতে হবে !" নেগেটিভ চরিত্র দেখা মিলবে স্বাগতা মুখোপাধ্যায়ের । ওদিকে 'জিয়নকাঠি' ধারাবাহিকের পর অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন জয় মুখোপাধ্যায় । জড়িয়েছিলেন বিতর্কেও। ফের স্বমহিমায় টেলিভিশনে ফিরলেন জয় ।

আরও পড়ুন: 'ভুবনবাবুর স্মার্টফোন'-এ উপলের গানে মিশে গেল দেবাশিস দেবের কার্টুন

সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক ( Bikram Betal)। পরিচালক রিমো বলেন,"শুরু থেকেই ঠিক হয় পুরো শ্যুটিং শেষ হলে তবেই সম্প্রচার করা হবে 'বিক্রম বেতাল'। আর ঠিক সেটাই হল । এবার শুধু দেখার পালা যে কী বানালাম । আর জানার পালা সবার কেমন লাগছে সেটাও আমরা জানতে চাই । 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে ছোটদের জন্য এটি একটি বিশেষ উপহার আমাদের তরফে।"

কলকাতা, 2 সেপ্টেম্বর: 5 সেপ্টেম্বর থেকে টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বিক্রম বেতাল'(New Serial Bikram Betal is coming soon)। 5 সেপ্টেম্বর থেকে সোম থেকে রবি বিকেল পাঁচটার স্লটে আসছে এই ধারাবাহিক । ছোটবেলাকে ফের হাতের মুঠোয় এনে দিতে চলেছে এই 'বিক্রম বেতাল'। বইয়ের পাতা থেকে গুনে গুনে ঠিক 25টি গল্প আসবে একে একে । পুরো শ্যুটিং শেষ হবার পরেই দর্শক দরবারে আসছে 'বিক্রম বেতাল'(New Serial Bikram Betal )। মৃত্যুর কিছুদিন আগে এই ধারাবাহিকে অভিনয় করেন পল্লবী দে ।

রাজা বিক্রমাদিত্যর চরিত্রে দেখা যাবে জয় মুখোপাধ্যায়কে । আর বেতালের চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় । রাজা বিক্রমাদিত্যর রানির চরিত্রে অদ্রিজা রায় অভিনয় করছেন । এই মুহূর্তে অবশ্য তিনি 'মৌ-এর বাড়ি' ধারাবাহিকে ব্যস্ত । ওদিকে একটি গল্পে দেখা যাবে প্রয়াত অভিনেত্রী পল্লবী দেকে (Pallavi Dey in Bikram Betal)।

Bikram Betal
ছোটবেলাকে ফের হাতের মুঠোয় এনে দিতে চলেছে এই 'বিক্রম বেতাল'। বইয়ের পাতা থেকে গুনে গুনে ঠিক 25টি গল্প আসবে একে একে

এছাড়াও থাকছেন অনুমিতা দত্ত । যাঁকে দর্শক চিনেছে 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিকের মাধ্যমে । এই মুহূর্তে তিনি 'সাথী' ধারাবাহিকের নায়িকা । রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, স্বাগতা মুখোপাধ্যায়, চৈতালি দত্ত বর্মন, রুকমা রায়, দেবলীনা দত্ত, সুতীর্থ সাহা, অঙ্কিতা মল্লিক-সহ আরও অনেকে । এই অঙ্কিতা মল্লিক এখন 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন ।

ধারাবাহিকের পরিচালক রিমো বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতকে বলেন, "টলিপাড়ার প্রায় সব অভিনেতাকেই দেখা যাবে এখানে । কে বাদ পড়ল সেটাই বোধহয় খুঁজে বের করতে হবে !" নেগেটিভ চরিত্র দেখা মিলবে স্বাগতা মুখোপাধ্যায়ের । ওদিকে 'জিয়নকাঠি' ধারাবাহিকের পর অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন জয় মুখোপাধ্যায় । জড়িয়েছিলেন বিতর্কেও। ফের স্বমহিমায় টেলিভিশনে ফিরলেন জয় ।

আরও পড়ুন: 'ভুবনবাবুর স্মার্টফোন'-এ উপলের গানে মিশে গেল দেবাশিস দেবের কার্টুন

সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় আসছে এই ধারাবাহিক ( Bikram Betal)। পরিচালক রিমো বলেন,"শুরু থেকেই ঠিক হয় পুরো শ্যুটিং শেষ হলে তবেই সম্প্রচার করা হবে 'বিক্রম বেতাল'। আর ঠিক সেটাই হল । এবার শুধু দেখার পালা যে কী বানালাম । আর জানার পালা সবার কেমন লাগছে সেটাও আমরা জানতে চাই । 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে ছোটদের জন্য এটি একটি বিশেষ উপহার আমাদের তরফে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.