ETV Bharat / entertainment

Irrfan Last Film Trailer: মৃত্যুর প্রায় তিনবছর পর মুক্তি পাচ্ছে ইরফানের শেষ ছবি, সামনে এল ট্রেলার - মুক্তি পাচ্ছে ইরফানের শেষ ছবি

ইরফানের মৃত্যুর প্রায় তিনবছর পর মুক্তি পেতে চলেছে তাঁর শেষ হিন্দি ছবি 'দ্য সং অফ স্করপিয়ানস' ৷ বুধবার প্রকাশ্য়ে এল 'দ্য সং অফ স্করপিয়ানস' ছবির ট্রেলার ৷

Irrfan Last Film Trailer
প্রকাশ্যে ইরফানের শেষ ছবির ট্রেলার
author img

By

Published : Apr 19, 2023, 3:36 PM IST

Updated : Apr 19, 2023, 5:13 PM IST

মুম্বই, 19 এপ্রিল: 2020 এপ্রিলে অনুরাগীদের কাঁদিয়ে চির ঘুমের চলে গিয়েছিলেন অভিনেতা ইরফান খান ৷ মৃত্য়ুর প্রায় তিন বছর বাদে মুক্তি পেতে চলেছে ইরফান অভিনীত শেষ হিন্দি ছবি 'দ্য সং অফ স্করপিয়নস' ৷ অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই মুক্তি পেতে চলেছে শেষ ছবি ৷ মঙ্গলবারই এই খবরটি ইন্টারনেটে শেয়ার করেছিলেন ইরফান পুত্র বাবিল খান ৷ সেখানেই জানা গিয়েছিল বুধবার মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার ৷ নির্ধারিত দিনেই সামনে এল 'দ্য সং অফ স্করপিয়নস' ছবির ট্রেলার ৷

ইরফান পুত্র গতকালই লিখেছিলেন, 'প্রেম, প্রতারণা এবং একটি গান ৷ 'দ্য সং অফ স্করপিয়ানস'-এর ট্রেলার আসছে কাল ৷' সত্য়িই প্রেম আর প্রতারণার ঝলক মিশে রয়েছে এই কাহিনিতে ৷ রাজস্থানের মরু জগতের জীবনকে তুলে আনবে এই ছবি ৷ ছবিতে ইরফানকে কখনও দেখা গিয়েছে উটেদের সঙ্গে ৷ কখনও আবার সামনে এসেছে তাঁর প্রেমিক চরিত্রটি ৷ অভিনেতার এই জার্নি কেমন ছিল তা জানতে অপেক্ষা করতে হবে 28 এপ্রিল পর্যন্ত ৷ কারণ এই দিনেই মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

ছবির কাহিনি গড়ে উঠেছে নুরান নামের একজন আদিবাসী তরুণীকে কেন্দ্র করে ৷ সে তার ঠাকুমার কাছ থেকে একটি প্রাচীন গান শেখার চেষ্টা করছে ৷ নুরানের ঠাকুমা একজন স্করপিয়ন গায়ক ৷ এই ছবিতে ইরফানের প্রবেশ হয় একজন উট চালক হিসাবে ৷ অভিনেতার চরিত্রের নাম আদম ৷ আদমের কানে একদিন পৌঁছয় নুরানের এই গান ৷ সে প্রেমে পড়ে নুরানের ৷ এরপরের কাহিনি জানতে হলে দেখতে হবে ছবিটি ৷

ছবিতে ইরফানের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন ওয়াহিদা রহমান, তিলোত্তমা সোম, গোলসিফতে ফারাহানির মতো কলাকুশলীরা ৷ ছবিটি পরিচালনা করেছেন অনুপ সিং ৷ ছবির কাহিনিও লিখেছেন পরিচালক স্বয়ং ৷ নির্মাতাদের আশা, সম্পূর্ণ অন্যধরনের একটি চরিত্রে এই ছবিতে ধরা দেবেন ইরফান ৷ আর তাঁর পারফরম্যান্স ফের একবার মুগ্ধ করবে দর্শকদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন পরিণীতি ?

মুম্বই, 19 এপ্রিল: 2020 এপ্রিলে অনুরাগীদের কাঁদিয়ে চির ঘুমের চলে গিয়েছিলেন অভিনেতা ইরফান খান ৷ মৃত্য়ুর প্রায় তিন বছর বাদে মুক্তি পেতে চলেছে ইরফান অভিনীত শেষ হিন্দি ছবি 'দ্য সং অফ স্করপিয়নস' ৷ অভিনেতার তৃতীয় মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই মুক্তি পেতে চলেছে শেষ ছবি ৷ মঙ্গলবারই এই খবরটি ইন্টারনেটে শেয়ার করেছিলেন ইরফান পুত্র বাবিল খান ৷ সেখানেই জানা গিয়েছিল বুধবার মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার ৷ নির্ধারিত দিনেই সামনে এল 'দ্য সং অফ স্করপিয়নস' ছবির ট্রেলার ৷

ইরফান পুত্র গতকালই লিখেছিলেন, 'প্রেম, প্রতারণা এবং একটি গান ৷ 'দ্য সং অফ স্করপিয়ানস'-এর ট্রেলার আসছে কাল ৷' সত্য়িই প্রেম আর প্রতারণার ঝলক মিশে রয়েছে এই কাহিনিতে ৷ রাজস্থানের মরু জগতের জীবনকে তুলে আনবে এই ছবি ৷ ছবিতে ইরফানকে কখনও দেখা গিয়েছে উটেদের সঙ্গে ৷ কখনও আবার সামনে এসেছে তাঁর প্রেমিক চরিত্রটি ৷ অভিনেতার এই জার্নি কেমন ছিল তা জানতে অপেক্ষা করতে হবে 28 এপ্রিল পর্যন্ত ৷ কারণ এই দিনেই মুক্তি পেতে চলেছে ছবিটি ৷

ছবির কাহিনি গড়ে উঠেছে নুরান নামের একজন আদিবাসী তরুণীকে কেন্দ্র করে ৷ সে তার ঠাকুমার কাছ থেকে একটি প্রাচীন গান শেখার চেষ্টা করছে ৷ নুরানের ঠাকুমা একজন স্করপিয়ন গায়ক ৷ এই ছবিতে ইরফানের প্রবেশ হয় একজন উট চালক হিসাবে ৷ অভিনেতার চরিত্রের নাম আদম ৷ আদমের কানে একদিন পৌঁছয় নুরানের এই গান ৷ সে প্রেমে পড়ে নুরানের ৷ এরপরের কাহিনি জানতে হলে দেখতে হবে ছবিটি ৷

ছবিতে ইরফানের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন ওয়াহিদা রহমান, তিলোত্তমা সোম, গোলসিফতে ফারাহানির মতো কলাকুশলীরা ৷ ছবিটি পরিচালনা করেছেন অনুপ সিং ৷ ছবির কাহিনিও লিখেছেন পরিচালক স্বয়ং ৷ নির্মাতাদের আশা, সম্পূর্ণ অন্যধরনের একটি চরিত্রে এই ছবিতে ধরা দেবেন ইরফান ৷ আর তাঁর পারফরম্যান্স ফের একবার মুগ্ধ করবে দর্শকদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে কী বললেন পরিণীতি ?

Last Updated : Apr 19, 2023, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.