কলকাতা, 8 জুলাই: বড় পর্দায় আসছে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'লালু'। ছবির পরিচালক পলাশ বৈরাগী। এর আগেও শরৎচন্দ্র চট্টোপাধ্য়ায়ের একাধিক গল্প এবং উপন্যাস উঠে এসেছে পর্দায় ৷ 'দেবদাস', 'শ্রীকান্ত','গৃহদাহ'-র মতো উপন্যাসগুলি তো বারবার আকর্ষণ করেছে পরিচালকদের ৷ তাঁর ছোটগল্প নিয়েও কাজ হয়েছে ৷ তার মধ্যে রয়েছে 'রামের সুমতি'র মতো গল্প ৷ এবার আসছে 'লালু' ৷ সম্প্রতি হাজির হয়েছে ‘লালু' ছবির পোস্টার । এই ছবির প্রযোজনায় আদিম প্রডাকশন শোভা দেববর্মা । ছবির সঙ্গীত পরিচালনায় ওম অরুপ ।
দক্ষিণ কলকাতার গড়িয়াহাট-ট্র্যাংগুলার পার্কের কাছে সাহিত্যিক শরৎচন্দ্রে চট্টোপাধ্যায়ের বাড়িতেই ছবির পোস্টার উন্মোচিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির একাধিক কলাকুশলী থেকে শুরু করে ছবির পরিচালক পলাশ বৈরাগী পর্যন্ত সকলেই ৷ এদিন ছবির পোস্টার রিলিজের পাশাপাশি ছবির ট্রেলারও প্রকাশ করা হয়। ছবির পরিচালক পলাশ বৈরাগী সংবাদমাধ্যমকে জানান, ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
পরিচালক বলেন, "এই ছবিটি মূলত ছোটদের জন্য। তবে আট থেকে আশি সকলেই এই ছবি দেখতে পারেন । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি ৷ আশা করি দর্শকদের খুব ভালো লাগবে ।" 'লালু' ছবিতে দু'টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন এবং বিশ্বজিৎ চক্রবর্তী । এ ছাড়াও অভিনয় করতে দেখা যাবে বেশ কিছু নবাগত অভিনেতাকে । লালুর চরিত্রে দেখা যাবে অবিনাশ রায়কে । তিনি এর আগে 'সুন্দরবনের গপ্পো' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন । খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ।
আরও পড়ুন: চিকিৎসার জন্য বিরতির আগে 'খুশি'র শুটিং শেষ করলেন সামান্থা
1930 সালের ঘটনা উঠে আসবে 2023-এ । সাহিত্যনির্ভর ছবি টলিউডে নতুন কোনও বিষয় নয় । সেই তালিকার নতুন সংযোজন 'লালু'। উইলিয়াম শেক্সপিয়ারের 'ম্যাকবেথ অবলম্বনে 7 জুলাই মুক্তি পেল রাজর্ষি দে পরিচালিত 'মায়া'। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'লালু' র মতো কালজয়ী গল্প অনস্ক্রিনে কতটা সমাদৃত হয় এবার সেটাই দেখার।