হায়দরাবাদ, 11 অগস্ট: মিস্টার পারফেকশনিস্টের নতুন ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পেতে চলেছে 11 অগস্ট ৷ এই ছবির হাত ধরে বেশ কয়েক বছর পর পর্দায় আসছেন আমির খান ৷ ছবিটি 1994 সালে তৈরি হলিউড ফিল্ম 'ফরেস্ট গাম্প'-এর অফিসিয়াল হিন্দি রিমেক। 'লাল সিং চাড্ডা'-য় প্রধান চরিত্রে আমিরের বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকেও ৷ 'থ্রি ইডিয়েটস'-এর পর এই ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করবেন তাঁরা ৷
এই ছবির মুক্তি নিয়ে ঠিক কতখানি টেনশনে রয়েছেন তিনি তা আগেই জানিয়েছিলেন আমির ৷ সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা এও জানিয়েছেন যে তিনি গত 48 ঘণ্টা ঘুমোতেই পারেননি এই ছবির কথা ভাবতে ভাবতে ৷ আমির বলেন, "আমি আমার ব্রেন এখন ওভার ড্রাইভে রয়েছে ৷ 11 অগস্টের পরই আমার ঘুম আসবে ৷" কারণ অবশ্য যথেষ্টই রয়েছে এই ছবি নিয়ে বয়কট আন্দোলন চলেছে তো চলেছেই ৷ সোশাল মিডিয়াতেও এখন এটাই ট্রেন্ড ৷
এবার সামনে থেকে তাঁর অনুরাগীদের আমিরের ছবি দেখার জন্য আবেদন জানালেন অভিনেত্রী আলিয়া ভাট(Alia Bhatt on Aamir New Film Laal Singh Chaddha) ৷ নিজের ইনস্টাগ্রামে হ্য়ান্ডেলে ছবির একটি পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী ৷ একইসঙ্গে তিনি লেখেন, "খুব দুর্দান্ত ফিল্ম, এটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন, মিস করবেন না।"
খবর অনুযায়ী এই ছবির জন্য যথেষ্ট মোটা অঙ্কের টাকা খরচ করেছেন নির্মাতারা ৷ শুধুমাত্র আমির একাই পারিশ্রমিক নিয়েছেন পঞ্চাশ কোটি টাকা ৷ করিনা কাপুরের পারশ্রমিকও প্রায় 8 কোটি টাকা ৷ এই ছবির হাত ধরে নাগাও পা রাখছেন বলিউডে খবর অনুযায়ী তিনিও প্রায় 6 কোটি টাকা নিয়েছেন ৷ একইসঙ্গে আজই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' ছবিটিও ৷ আনন্দ এল রাইয়ের পরিচালিত এই ছবির সঙ্গে বক্স অফিসে কেমন পাল্লা দেয় অদ্বৈত চন্দনের 'লাল সিং চাড্ডা', সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন: ঊর্মি সাত্যকির বিবাহ বার্ষিকীতে হাজির যমুনা সঙ্গীত