ETV Bharat / entertainment

Salman on Shehnaaz: 'সারাজীবন কুমারী থাকবে নাকি?' শেহনাজকে 'সিডনাজ' সম্বোধনে নেটিজেনদের ওপর চটলেন সলমন - সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল

কপিল শর্মার শোয়ে এসে নেটিজেনদের একহাত নিয়েছেন সলমন খান। অভিনেত্রী শেহনাজ গিলকে 'সিডনাজ' সম্বোধনে চটে যান ভাইজান।

KKBKKJ Promotion
শেহনাজকে 'সিডনাজ' সম্বোধন, জবাব সলমনের
author img

By

Published : Apr 17, 2023, 5:15 PM IST

হায়দরাবাদ, 17 এপ্রিল: 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কা জান'। জোরকদমে চলছে ছবির প্রচার। সম্প্রতি ছবির কলাকুশলীরা হাজির হয়েছিলেন কপিল শর্মা শো'য়ে। আড্ডার মাঝে হঠাতই রেগে যান ভাইজান সলমন খান। অভিনেত্রী শেহনাজ গিলকে 'সিডনাজ' বলায় ক্ষেপে যান সল্লু মিয়াঁ। একহাত নেন সোশাল মিডিয়ার অনুরাগীদেরও। ভাইরাল সেই ভিডিয়ো।

'বিগবস'-এর ঘরে পরিচয় হয়েছিল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলের। বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয়েছিল তা তাঁরা নিজেরাও বুঝতে পারেননি। 'বিগবস'-এর ঘর থেকে চুটিয়ে ডেট করতে থাকেন এই লাভ-বার্ডস। তাঁদের এই জুটি অনুরাগীরা ভীষণ কাছের ছিল। ভালোবেসে তাঁরা দু'জনকে 'সিডনাজ' বলে ডাকতেন। কিন্তু 2021 সেপ্টেম্বরে ঘটে যায় চরম দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা । তাঁর মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েন শেহনাজ।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষতে একটু একটু করে প্রলেপ পরতে শুরু করেছে । বেঁচে থাকার মানে খুঁজে পেতে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী । তাঁর এই জার্নিতে পাশে ছিলেন সলমনও । শোনা গিয়েছে, আপাতত অভিনেতা তথা ডান্সার রাঘব জুয়েলের সঙ্গে সম্পর্কে গিলের। সম্প্রতি 'কিসি কা ভাই কিসি কা জান'-এ অভিনয় করেছেন শেহনাজ। ফলে প্রোমোশনে সলমন, পূজা হেগড়ের সঙ্গে কপিল শর্মার শো'য়ে উপস্থিত ছিলেন তিনিও। সেখানেই 'সিডনাজ' প্রসঙ্গে নেটিজেনদের একহাত নিয়েছেন ভাইজান।

আরও পড়ুন: ট্যাক্সির ভাড়া না দিয়েই পালিয়ে ছিলেন সলমন, কেন জানেন?

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সলমন বলেন, "বার বার কেন সিডনাজ বলা হচ্ছে। এখন সে নেই। সিদ্ধার্থ যেখানেই থাকুক, সেও চাইবে শেহনাজ জীবনে এগিয়ে যাক। তাঁর জীবনেও কেউ আসুক, বিয়ে করুক। লাইফে মুভ অন করুক। কিন্তু সোশাল মিডিয়ায় এখনও সিডনাজ বলা হচ্ছে । ও কী সারাজীবন কুমারী থাকবে?" এরপরেই সকলের উদ্দেশ্যে সলমন অনুরোধ করেছেন, শেহনাজ গিলকে বার বার 'সিডনাজ' বলে পুরনো অতীতকে যেন মনে না-করিয়ে দেন অনুরাগীরা।

হায়দরাবাদ, 17 এপ্রিল: 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কা জান'। জোরকদমে চলছে ছবির প্রচার। সম্প্রতি ছবির কলাকুশলীরা হাজির হয়েছিলেন কপিল শর্মা শো'য়ে। আড্ডার মাঝে হঠাতই রেগে যান ভাইজান সলমন খান। অভিনেত্রী শেহনাজ গিলকে 'সিডনাজ' বলায় ক্ষেপে যান সল্লু মিয়াঁ। একহাত নেন সোশাল মিডিয়ার অনুরাগীদেরও। ভাইরাল সেই ভিডিয়ো।

'বিগবস'-এর ঘরে পরিচয় হয়েছিল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিলের। বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয়েছিল তা তাঁরা নিজেরাও বুঝতে পারেননি। 'বিগবস'-এর ঘর থেকে চুটিয়ে ডেট করতে থাকেন এই লাভ-বার্ডস। তাঁদের এই জুটি অনুরাগীরা ভীষণ কাছের ছিল। ভালোবেসে তাঁরা দু'জনকে 'সিডনাজ' বলে ডাকতেন। কিন্তু 2021 সেপ্টেম্বরে ঘটে যায় চরম দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা । তাঁর মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েন শেহনাজ।

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষতে একটু একটু করে প্রলেপ পরতে শুরু করেছে । বেঁচে থাকার মানে খুঁজে পেতে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী । তাঁর এই জার্নিতে পাশে ছিলেন সলমনও । শোনা গিয়েছে, আপাতত অভিনেতা তথা ডান্সার রাঘব জুয়েলের সঙ্গে সম্পর্কে গিলের। সম্প্রতি 'কিসি কা ভাই কিসি কা জান'-এ অভিনয় করেছেন শেহনাজ। ফলে প্রোমোশনে সলমন, পূজা হেগড়ের সঙ্গে কপিল শর্মার শো'য়ে উপস্থিত ছিলেন তিনিও। সেখানেই 'সিডনাজ' প্রসঙ্গে নেটিজেনদের একহাত নিয়েছেন ভাইজান।

আরও পড়ুন: ট্যাক্সির ভাড়া না দিয়েই পালিয়ে ছিলেন সলমন, কেন জানেন?

ভিডিয়োটিতে দেখা গিয়েছে, সলমন বলেন, "বার বার কেন সিডনাজ বলা হচ্ছে। এখন সে নেই। সিদ্ধার্থ যেখানেই থাকুক, সেও চাইবে শেহনাজ জীবনে এগিয়ে যাক। তাঁর জীবনেও কেউ আসুক, বিয়ে করুক। লাইফে মুভ অন করুক। কিন্তু সোশাল মিডিয়ায় এখনও সিডনাজ বলা হচ্ছে । ও কী সারাজীবন কুমারী থাকবে?" এরপরেই সকলের উদ্দেশ্যে সলমন অনুরোধ করেছেন, শেহনাজ গিলকে বার বার 'সিডনাজ' বলে পুরনো অতীতকে যেন মনে না-করিয়ে দেন অনুরাগীরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.