কলকাতা, 26 মে: মৃণাল সেন না-থাকলে হয়তো জীবনে তাঁর স্কুলের চাকরিই পেতেন না সুরমা ৷ ঠিক এমনটাই লিখেছেন ঋত্বিক ঘটক পত্নী ৷ শুক্রবার ঋত্বিক পত্নীর লেখা একটি চিঠি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মৃণাল পুত্র কুণাল সেন ৷ যে চিঠিটি তাঁর মাকে লিখেছিলেন সুরমা ঘটক ৷ কয়েকদিন আগে তাঁর বাবার ওপর লেখা একটি প্রকাশ করেছেন কুণাল ৷ সেই বই স্মৃতির খনি অনুরাগীদের জন্য ৷ আর আজ আবার স্মৃতিতে ডুব দিয়ে ঋত্বিক-মৃণাল অনুরাগীদের জন্য খনি থেকে মণিমুক্তো তুলে এনে দিলেন তিনি ৷
শুক্রবার চিঠিটি শেয়ার করে তিনি লিখেছেন, "আমার মার একটা পুরনো ব্যাগ ঘাঁটতে গিয়ে একটা ছেঁড়া চিঠি হাতে এলো । চিঠিটা ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটকের লেখা, আমার মাকে । মা যত্ন করে নিজের ব্যাগে রেখে দিয়েছিলেন । ঠিক কবে লেখা আমার জানা নেই। ভাবলাম হয়তো অন্যদের দেখতে ভালো লাগবে ।" চিঠিতে দেখা যায় তাঁর প্রিয় মৃণালবাবুকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সুরমা ঘটক ৷
সুরমা লিখেছেন, "গীতা, আজ মৃণাল সেনের জন্মদিন ৷ আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ৷ মৃণালবাবুরা একটি যুগের প্রতীক ৷ একটি স্বপ্ন নিয়ে, কাঁধে একটা ঝোলা নিয়ে রওনা হয়েছিলেন জীবনের পথে ৷ আজ সকলেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৷" তিনি জানিয়েছেন, সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল এই শব্দ তিনটি একসঙ্গে উচ্চারিত হবে ৷ কখনও আবার নিজের স্বামীর থেকেও পরিচালক হিসাবে মৃণাল সেনকে এগিয়ে দিয়েছেন তিনি ৷ সুরমা লিখেছেন 'মৃণাল-ঋত্বিক' ৷ যা থেকে বোঝা যায় কিংবদন্তি মানুষটির প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন তিনি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ব্যক্তি মৃণালের কথাও বলতে ভোলেননি সুরমা ৷ সুরমা জানিয়েছেন মৃণাল সেন, অনুপ কুমার, গীতা সেনরা তাঁকে 'শ্মশান থেকে হাত ধরে' বাড়িতে নিয়ে গিয়েছিলেন ৷ তাঁকে কার্যত উদ্ধার করে দিয়েছিলেন ৷ শুধু তাই নয়, তাঁর যেদিন স্কুলের যোগ দেওয়ার কথা ছিল সেদিনও ছিল ধর্মঘট ৷ কী করবেন সুরমা ? ত্রাতা হলেন সেই মৃণাল ৷ সুরমার কথায়, "মৃণাল সেন স্কুলে ফোন করে জানিয়ে দিল আমি পরদিন সকালে ট্রেনে গিয়ে 12টার মধ্য়ে স্কুলে যোগদান করব ৷" সেই কারণেই তাঁর চাকরিটা বেঁচে গিয়েছিল সেইদিন ৷ এই সোনালি ইতিহাসের পাতা উল্টানোর সুযোগ আজ সকলকে করে দিলেন কুণাল ৷ খুব সাধারণ একটি চিঠি কীভাবে ধরে রাখে ইতিহাসের দলিল সেটাই আজ আরও একবার সামনে এল ৷
আরও পড়ুন: আবির ঋতাভরীকে পেলেই ভিন রাজ্যে প্রচারে যেতে চান 'ফাটাফাটি'র পরিচালক