ETV Bharat / entertainment

Haami 2 New Song: হাজির 'হামি 2'-এর নতুন গান, অরুণাকে প্রশংসায় ভরালেন কুমার শানু এবং জয় সরকার - Aruna Das New Song Dadabhai

হাজির 'হামি 2'-এর নতুন গান 'দাদাভাই' (Aruna Das New Song Dadabhai )। গানটি গেয়েছে বছর পনেরোর অরুণা দাস । গানের লেখক এবং সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায় । এই গান নিয়ে আবেগে ভাসলেন কুমার শানু এবং জয় সরকার ৷

Haami 2 New Song
অরুণাকে প্রশংসায় ভরালেন কুমার শানু এবং জয় সরকার
author img

By

Published : Oct 29, 2022, 1:41 PM IST

কলকাতা, 29 অক্টোবর: বড়দিনে ছোটদের জন্য বড় পর্দায় আসছে 'হামি 2'। 'হামি'র পর 'হামি 2'-তেও থাকবে ছোটদের বড় ধামাকা । ইতিমধ্যেই হাজির ছবির তিনটি গান । টাইটেল ট্র‍্যাক ছাড়াও আগেই হাজির হয়েছে 'চাপ নিও না' শীর্ষক গানটি । আর এবার এল 'দাদাভাই' । দুই ভাইয়ের ভালোবাসার আর একে অপরকে মায়ায় জড়িয়ে রাখার গান এই 'দাদাভাই' (Aruna Das New Song Dadabhai )। গানটি গেয়েছে বছর পনেরোর অরুণা দাস (Haami 2 New Song)। গানের লেখক এবং সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায় । আর সঙ্গীতায়োজনে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, অরুণা গান গেয়েছিল 'হামি'-তেও। 'দাদাভাই' শীর্ষক গানটি শোনার পর তাকে প্রশংসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কুমার শানু এবং জয় সরকার । উল্লেখ্য, এই অরুণা 'সারেগামাপা লিটল চ্যাম্পস'-এর ফাইনালিস্ট ছিল । 2013 সালের সেই মরশুমে বিচারকের আসনে ছিলেন কুমার শানু এবং জয় সরকার । তাঁরা নিজেদের সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন । কুমার শানু একটি ভিডিয়োতে অরুণাকে শুভেচ্ছাও জানিয়েছেন (Aruna Das New Song )।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আর জয় সরকার লিখেছেন, "আমাদের সেই 'সারেগামাপা লিটল চ্যাম্পস'-এর ছোট্ট অরুণা একটা ভারি মিষ্টি গান গেয়েছে উইন্ডোজ প্রোডাকশনস-এর নতুন ছবি 'হামি 2'-এর জন্য । এতে আমি বেজায় খুশি । আমার দুই বন্ধু অনিন্দ্য আর প্রবুদ্ধদা এই গানটা তৈরি করেছে । আপনারা গানটা শুনবেন আর অরুণাকে আশীর্বাদ করবেন, ভালোবাসা জানাবেন ।" এই পোস্টে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন তিনি(Kumar Sanu and Joy Sarkar Praise Aruna)।

আরও পড়ুন: শাড়ির সঙ্গে স্নিকার্স, ছক ভাঙা লুকে ছবির প্রচারে হাজির ক্যাটরিনা

প্রসঙ্গত, সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস টেনের ছাত্রী অরুণার গান শেখা শুরু মাত্র তিন বছর বয়সে । এই মুহূর্তে রথীজিৎ ভট্টাচার্যের কাছে গান শেখে সে । ভবিষ্যতে গান নিয়েই এগোনোর ইচ্ছা তার । নিজের মুখেই এ কথা সে জানিয়েছে ইটিভি ভারতকে । আছে গান নিয়ে পড়াশুনা করার ইচ্ছাও । অরুণা বলে, "অনেককিছু শিখলাম । আরও শেখার বাকি আছে অনেক ।"

কলকাতা, 29 অক্টোবর: বড়দিনে ছোটদের জন্য বড় পর্দায় আসছে 'হামি 2'। 'হামি'র পর 'হামি 2'-তেও থাকবে ছোটদের বড় ধামাকা । ইতিমধ্যেই হাজির ছবির তিনটি গান । টাইটেল ট্র‍্যাক ছাড়াও আগেই হাজির হয়েছে 'চাপ নিও না' শীর্ষক গানটি । আর এবার এল 'দাদাভাই' । দুই ভাইয়ের ভালোবাসার আর একে অপরকে মায়ায় জড়িয়ে রাখার গান এই 'দাদাভাই' (Aruna Das New Song Dadabhai )। গানটি গেয়েছে বছর পনেরোর অরুণা দাস (Haami 2 New Song)। গানের লেখক এবং সুরকার অনিন্দ্য চট্টোপাধ্যায় । আর সঙ্গীতায়োজনে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, অরুণা গান গেয়েছিল 'হামি'-তেও। 'দাদাভাই' শীর্ষক গানটি শোনার পর তাকে প্রশংসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কুমার শানু এবং জয় সরকার । উল্লেখ্য, এই অরুণা 'সারেগামাপা লিটল চ্যাম্পস'-এর ফাইনালিস্ট ছিল । 2013 সালের সেই মরশুমে বিচারকের আসনে ছিলেন কুমার শানু এবং জয় সরকার । তাঁরা নিজেদের সোশাল মিডিয়ায় গানটি শেয়ার করেছেন । কুমার শানু একটি ভিডিয়োতে অরুণাকে শুভেচ্ছাও জানিয়েছেন (Aruna Das New Song )।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আর জয় সরকার লিখেছেন, "আমাদের সেই 'সারেগামাপা লিটল চ্যাম্পস'-এর ছোট্ট অরুণা একটা ভারি মিষ্টি গান গেয়েছে উইন্ডোজ প্রোডাকশনস-এর নতুন ছবি 'হামি 2'-এর জন্য । এতে আমি বেজায় খুশি । আমার দুই বন্ধু অনিন্দ্য আর প্রবুদ্ধদা এই গানটা তৈরি করেছে । আপনারা গানটা শুনবেন আর অরুণাকে আশীর্বাদ করবেন, ভালোবাসা জানাবেন ।" এই পোস্টে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন তিনি(Kumar Sanu and Joy Sarkar Praise Aruna)।

আরও পড়ুন: শাড়ির সঙ্গে স্নিকার্স, ছক ভাঙা লুকে ছবির প্রচারে হাজির ক্যাটরিনা

প্রসঙ্গত, সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস টেনের ছাত্রী অরুণার গান শেখা শুরু মাত্র তিন বছর বয়সে । এই মুহূর্তে রথীজিৎ ভট্টাচার্যের কাছে গান শেখে সে । ভবিষ্যতে গান নিয়েই এগোনোর ইচ্ছা তার । নিজের মুখেই এ কথা সে জানিয়েছে ইটিভি ভারতকে । আছে গান নিয়ে পড়াশুনা করার ইচ্ছাও । অরুণা বলে, "অনেককিছু শিখলাম । আরও শেখার বাকি আছে অনেক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.