কলকাতা, 4 অগস্ট: অবশেষে নন্দনে সুযোগ পেল 'কুলপি' ৷ মিটল বিবাদের মরশুম, নন্দন প্রেক্ষাগৃহে তাঁর ছবি দেখানোর সুযোগ দেওয়া হয়নি বলে কিছুটা ক্ষুব্ধই হয়েছিলেন পরিচালক বর্ষালি চট্টোপাধ্যায় ৷ ইটিভি ভারতের কাছে কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, 2016 সালে তাঁর ছবি নন্দন প্রেক্ষাগৃহে প্রিমিয়ারের সুযোগ পেয়েছিল ৷ কিন্তু এবার পেল না ৷ তাঁকে কিছু জানানোও হয়নি কেন, তাঁর ছবি এই প্রেক্ষাগৃহে সুযোগ পাওয়ার যোগ্য নয় ৷
বর্ষালি পরিষ্কার জানান, সত্য়জিৎ রায় 'নন্দন' তৈরি করেছিলেন ৷ অথচ তাঁর ছবি বানানোর গল্প নিয়ে তৈরি ছবি সুযোগ পায়নি ৷ এমনকী প্রথম সুযোগ পায়নি সৃজিতের 'X= প্রেম' ছবিও ৷ তাহলে তিনি তো চুনোপুঁটি ৷ তিনি বলেছিলেন, "গায়ে বর্তমান রং নেই, তাই হয়ত নন্দনে কুলপি সুযোগ পায়নি ৷" বর্ষালির এই ক্ষোভ সামনে আসতে না-আসতেই নড়েচড়ে বসে নন্দন কর্তৃপক্ষ ৷ দুপুর দু'টোর শো পেল 'কুলপি' ৷
বামনদের জীবনেও ভালোবাসা আসে (Dwarfs Love Story Kulpi)। কিন্তু তাঁরা তা প্রকাশে সংকোচ বোধ করেন । বর্ষালি চট্টোপাধ্যায়ের 'কুলপি' বলবে সেই কথাই । গল্পে আছে আরও অনেক বাঁক । এই ছবিতে একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে । তাঁকে একতরফা ভালোবাসে কুলদীপ অর্থাৎ কুলপি । কুলপি সার্কাসে জোকার সাজে । কুলপির ভালোবাসা কি বুঝবে কঙ্কনা ? এই প্রশ্নের উত্তর জানাবে 'কুলপি'।
আরও পড়ুন: অগস্টে রাতের ঘুম কাড়তে বড় পর্দায় আসছেন কোন কোন টলি সুন্দরী ?
ছবিতে কুলপির চরিত্রে রয়েছেন প্রত্যয় ঘোষ ৷ বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে । সৎ মায়ের চরিত্রে দেখা যাবে চুমকি চৌধুরীকে । এই প্রথমবার চুমকি চৌধুরীকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে । সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রটি বেশ মজার । পাড়ার সকলের ঠাম্মি তিনি । কেন তাঁর চরিত্রটি মজার তা জানতে হলে দেখতে হবে 'কুলপি'। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু । সার্কাস দলের ম্যানেজার হিলটনের চরিত্র তাঁর । বাকি গল্প জানতে হলে যেতেই হবে নন্দনে ৷ কারণ সেখানেও এখন জায়গা করে নিয়েছে 'কুলপি' ৷