হায়দরাবাদ, 12 অক্টোবর: "হাম এক বার জিতে হ্যায়, এক বার মরতে হ্যায়, অউর প্যায়ার ভি একবার করতে হ্যায়"- ফের একবার বড়পর্দায় উপস্থিত হতে চলেছেন রাহুল, টিনা ও অঞ্জলি ৷ ত্রিকোণ সম্পর্কে প্রেম ও বন্ধুত্বের আরও একবার সাক্ষী থাকতে চলেছেন দর্শকরা ৷ ফের মুক্তি পাচ্ছে 'কুছ কুছ হোতা হ্যায়' ৷
90 দশকে এই ছবির হাত ধরেই সেই জেনারেশন জেনেছিল 'প্যায়ার দোস্তি হ্যায়' ৷ সেই জেনারেশন জেনেছিল আকাশ থেকে তারা খসে পড়লে মনের ইচ্ছা জানাতে হয় ৷ আসলে 90 দশকের এই ছবি ভালাবাসা ও বন্ধুত্বের নতুন সংজ্ঞা শিখিয়েছিল ৷ 1998 সালের 16 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়' ৷ নেপথ্যে ছিলেন করণ জোহর ৷
শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় ও কাজল অভিনীত এই ছবি আজও সমান জনপ্রিয় দর্শক দরবারে ৷ দেখতে দেখতে পার করে গিয়েছে ছবি মুক্তির 25 বছর ৷ বর্তমানে ভালোবাসা আর বন্ধুত্বের সমীকরণ এসেছে অনেক পরিবর্তন ৷ কিন্তু রাহুল-অঞ্জলির সেই কেমিষ্ট্রি আর সেই নস্ট্যালজিয়া আজও অব্যাহত ৷ সেই উপলক্ষকে সামনে রেখেই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে ধরমা প্রোডাকশনের তরফে ৷
-
Hum ek baar jeete hai, ek baar marte hai aur #KuchKuchHotaHai special screening ka mauka bhi ek hi baar milta hai!✨
— Dharma Productions (@DharmaMovies) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
At PVR INOX (Mumbai) on 15th October - time to relive the magic!🤩
Book your tickets now-
BMS - https://t.co/Ytgvr8uGRC
Paytm - https://t.co/EERPSsxbMJ… pic.twitter.com/jX2kxb4sFf
">Hum ek baar jeete hai, ek baar marte hai aur #KuchKuchHotaHai special screening ka mauka bhi ek hi baar milta hai!✨
— Dharma Productions (@DharmaMovies) October 11, 2023
At PVR INOX (Mumbai) on 15th October - time to relive the magic!🤩
Book your tickets now-
BMS - https://t.co/Ytgvr8uGRC
Paytm - https://t.co/EERPSsxbMJ… pic.twitter.com/jX2kxb4sFfHum ek baar jeete hai, ek baar marte hai aur #KuchKuchHotaHai special screening ka mauka bhi ek hi baar milta hai!✨
— Dharma Productions (@DharmaMovies) October 11, 2023
At PVR INOX (Mumbai) on 15th October - time to relive the magic!🤩
Book your tickets now-
BMS - https://t.co/Ytgvr8uGRC
Paytm - https://t.co/EERPSsxbMJ… pic.twitter.com/jX2kxb4sFf
বৃহস্পতিবার এক্স (টুইটার)-এ ধরমা প্রোডাকশনের তরফে জানানো হয়েছে, "হাম এক বার জিতে হ্যায়, এক বার মরতে হ্যায় অউর কুছ কুছ হোতা হ্যায় স্পেশাল স্ক্রিনিং-এর সুযোগও একবার পাওয়া যায় ৷ 15 অক্টোবর মুম্বইয়ে পিভিআর আইনক্সে দেখানো হবে কুছ কুছ হোতা হ্যায় ৷"
সিলভার স্ক্রিনে রাহুল, অঞ্জলি, টিনা ও অমনকে দেখতে আগ্রহী ওয়াই জেনারেশন ৷ শুধু তাই নয়, মাত্র 25 টাকায় পাওয়া যাচ্ছে সেই টিকিট ৷ ফলে ঘোষণার কিছু পরেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ যে কারণে নেটপাড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন ৷ কেউ লিখেছেন, 'শো হাউসফুল ৷ আরও শো বাড়ান ৷" আবার এক নেটিজেন লিখেছেন, "কলকাতার দর্শকরাও কুছ কুছ হোতা হ্যায়-র 25 বছর পূর্তি উপলক্ষ্যে এই ছবি দেখতে চায় ৷ এখানে শাহরুখ খান ও করণ জোহরের লক্ষাধিক ভক্ত রয়েছেন ৷ দয়া করে কলকাতাতেও বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হোক ৷"
আরও পড়ুন: কফি হাতে আসছেন করণ, সঙ্গে মুচমুচে বিনোদন দুনিয়ার গসিপ
শুধু কলকাতা নয়, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, জম্মু-কাশ্মীর থেকেও অনুরাগীরা অনুরোধ করেছেন সেই সব রাজ্যে এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করার জন্য ৷ শো টাইম আর জায়গা বাড়াবে কি না, তা জানা না থাকলেও 90 দশকের এই ছবির প্রেমে যে পাগল এখনও অনেকেই রয়েছেন তা বলা বাহুল্য ৷