ETV Bharat / entertainment

চলচ্চিত্র উৎসবের 'থিম সং' লিখলেন মমতা-শ্রীজাত, গাইলেন অরিজিৎ - চলচ্চিত্র উৎসব

Kolkata International Film Festival: শুরু হতে চলেছে 29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'৷ প্রথমবার উৎসবে টাইটেল ট্র্যাক অরিজিৎ-এর কণ্ঠে ৷ কলম ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রীজাত ৷

Etv Bharat
চলচ্চিত্র উৎসবের 'থিম সং' গাইলেন অরিজিৎ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 10:40 AM IST

Updated : Nov 30, 2023, 11:13 AM IST

29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'

কলকাতা, 30 নভেম্বর: প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি হল টাইটেল ট্র‍্যাক। গেয়েছেন অরিজিৎ সিং। একইসঙ্গে প্রথমবার 29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর ছাপ পড়তে চলেছে সিলভার স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স গুলিতেও ৷ বুধবার সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র উৎসব ঘিরে উঠে এল একাধিক পরিকল্পনার কথা ৷

এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য বাঁধা হল গান। গানের কিছু গুরুত্বপূর্ণ লাইন লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাকিটা শ্রীজাতর লেখা। সুর ইন্দ্রদীপ দাশগুপ্তর। গেয়েছেন অরিজিৎ সিং। গানটির সঙ্গে মানানসই ভিডিয়ো তৈরি করা হয়েছে। যেখানে উঠে এসেছে কলকাতার নানা স্থানের প্রতিচ্ছবি। গত বছর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ খানের উদ্দেশ্যে 'রং দে তু মোহে গেরুয়া' গান গেয়েছিলেন অরিজিৎ। এরপরেই তিনি জড়িয়ে পড়েন বিতর্কে ৷ এবার সেই অরিজিৎকেই টাইটেল ট্র‍্যাক গাওয়ার দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম কান্ট্রি স্পেন।

5 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে 29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। চলবে 12 ডিসেম্বর অবধি। চলতি বছরেও চলচ্চিত্র উৎসবের শুভসূচনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মিমি চক্রবর্তী, মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী ইন্দ্রনীল সেন, চলচ্চিত্র পরিচালক তথা ফিল্ম সিলেকশন কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ-সহ অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া এবং উৎসবের ডিরেক্টর জেনারেল শান্তনু বসু।

চলচ্চিত্র উৎসব শুরুর দিনে দেখানো হবে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত উত্তম কুমার-তনুজা অভিনীত 'দেয়া নেয়া'। জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, চার্লটন হেস্টন, রিচার্ড অ্যাটেনবোরো, দেব আনন্দ, লিন্ডসে অ্যান্ডারসন, মুকেশ এবং শৈলেন্দ্রকে। প্রথমবার উৎসবের 'বেঙ্গলি প্যানোরামা' বিভাগে দেওয়া হবে পুরস্কার। সঙ্গে থাকছে সাড়ে 7 লক্ষ টাকার পুরস্কারমূল্য এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি।

জানা গিয়েছে, এই বছর 1590টি ছবি জমা পড়েছিল। কম্পিটিশিন ক্যাটাগরিতে 72টি ফিচার ফিল্ম, 50টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টরি। নন কম্পিটিশন ক্যাটাগরিতে আছে 97টি ছবি। 39টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে এবার। দেখানো হবে মোট 219টি ছবি। এবার বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে 7টি ছবি। ছবিগুলি প্রদর্শিত হবে 23টি সিনেমা হলে। মেইন স্ট্রিমে দেখানো হবে সাঁওতালি ছবি, জানালেন বীরবাহা হাসদাঁ। এই প্রথমবার মাল্টিপ্লেক্স এবং সিলভার স্ক্রিনে সিনেমা দেখানো হবে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ।

আরও পড়ুন:

1. ইরানি ফিল্ম এন্ডলেস বর্ডারসের ঝুলিতে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড, সেরা ওটিটি সিরিজ পঞ্চায়েত 2

2. সেন্সরের কোপে কাটা পড়ল রণবীর-রশ্মিকার অন্তরঙ্গ দৃশ্য, কেন বাদ দেওয়া হল 'অ্যানিম্যাল' থেকে ? অ্যানিম্যাল' থেকে

3. কবে আসছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের ওয়ার-2 ? মুক্তির তারিখ ঘোষণা নির্মাতাদের

29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'

কলকাতা, 30 নভেম্বর: প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি হল টাইটেল ট্র‍্যাক। গেয়েছেন অরিজিৎ সিং। একইসঙ্গে প্রথমবার 29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর ছাপ পড়তে চলেছে সিলভার স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স গুলিতেও ৷ বুধবার সাংবাদিক সম্মেলনে চলচ্চিত্র উৎসব ঘিরে উঠে এল একাধিক পরিকল্পনার কথা ৷

এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য বাঁধা হল গান। গানের কিছু গুরুত্বপূর্ণ লাইন লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাকিটা শ্রীজাতর লেখা। সুর ইন্দ্রদীপ দাশগুপ্তর। গেয়েছেন অরিজিৎ সিং। গানটির সঙ্গে মানানসই ভিডিয়ো তৈরি করা হয়েছে। যেখানে উঠে এসেছে কলকাতার নানা স্থানের প্রতিচ্ছবি। গত বছর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ খানের উদ্দেশ্যে 'রং দে তু মোহে গেরুয়া' গান গেয়েছিলেন অরিজিৎ। এরপরেই তিনি জড়িয়ে পড়েন বিতর্কে ৷ এবার সেই অরিজিৎকেই টাইটেল ট্র‍্যাক গাওয়ার দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের থিম কান্ট্রি স্পেন।

5 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে 29তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'। চলবে 12 ডিসেম্বর অবধি। চলতি বছরেও চলচ্চিত্র উৎসবের শুভসূচনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মিমি চক্রবর্তী, মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী ইন্দ্রনীল সেন, চলচ্চিত্র পরিচালক তথা ফিল্ম সিলেকশন কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ-সহ অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, চিরঞ্জিত চক্রবর্তী, জুন মালিয়া এবং উৎসবের ডিরেক্টর জেনারেল শান্তনু বসু।

চলচ্চিত্র উৎসব শুরুর দিনে দেখানো হবে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত উত্তম কুমার-তনুজা অভিনীত 'দেয়া নেয়া'। জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, চার্লটন হেস্টন, রিচার্ড অ্যাটেনবোরো, দেব আনন্দ, লিন্ডসে অ্যান্ডারসন, মুকেশ এবং শৈলেন্দ্রকে। প্রথমবার উৎসবের 'বেঙ্গলি প্যানোরামা' বিভাগে দেওয়া হবে পুরস্কার। সঙ্গে থাকছে সাড়ে 7 লক্ষ টাকার পুরস্কারমূল্য এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি।

জানা গিয়েছে, এই বছর 1590টি ছবি জমা পড়েছিল। কম্পিটিশিন ক্যাটাগরিতে 72টি ফিচার ফিল্ম, 50টি শর্ট ফিল্ম এবং ডকুমেন্টরি। নন কম্পিটিশন ক্যাটাগরিতে আছে 97টি ছবি। 39টি দেশ থেকে ছবির মনোনয়ন পত্র জমা পড়েছে এবার। দেখানো হবে মোট 219টি ছবি। এবার বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হবে 7টি ছবি। ছবিগুলি প্রদর্শিত হবে 23টি সিনেমা হলে। মেইন স্ট্রিমে দেখানো হবে সাঁওতালি ছবি, জানালেন বীরবাহা হাসদাঁ। এই প্রথমবার মাল্টিপ্লেক্স এবং সিলভার স্ক্রিনে সিনেমা দেখানো হবে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ।

আরও পড়ুন:

1. ইরানি ফিল্ম এন্ডলেস বর্ডারসের ঝুলিতে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড, সেরা ওটিটি সিরিজ পঞ্চায়েত 2

2. সেন্সরের কোপে কাটা পড়ল রণবীর-রশ্মিকার অন্তরঙ্গ দৃশ্য, কেন বাদ দেওয়া হল 'অ্যানিম্যাল' থেকে ? অ্যানিম্যাল' থেকে

3. কবে আসছে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের ওয়ার-2 ? মুক্তির তারিখ ঘোষণা নির্মাতাদের

Last Updated : Nov 30, 2023, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.