ETV Bharat / entertainment

Jongole Mitin Mashi Teaser: চোরা শিকারের তদন্তে মিতিন মাসি, মুক্তি পেল টিজার - চোরা শিকারের তদন্তে মিতিন মাসি

শনিবার মুক্তি পেল 'জঙ্গলে মিতিন মাসি' ছবির টিজার ৷ ছবির ঝলক নিজেই শেয়ার করলেন অরিন্দম শীল ৷

Jongole Mitin Mashi Teaser
হাজির জঙ্গলে মিতিন মাসি ছবির টিজার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 9:43 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: এই পুজোয় মিতিন মাসি আসছে আরও এক রোমাঞ্চকর কাহিনি নিয়ে ৷ এহেন ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরিচালক অরিন্দম শীল ৷ এবার 'জঙ্গলে মিতিন মাসি' ছবির টিজারেও মিলল সেই আভাস ৷ শনিবার ছবির টিজার নিয়ে হাজির হলেন অরিন্দম-কোয়েলরা ৷ সুচিত্রা ভাট্টাচার্যের 'সারাণ্ডায় শয়তান' উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবির কেন্দ্রে রয়েছে বন্যপশুদের চোরা শিকার ৷ পরিচালকের মতে এই বিষয় নিয়ে সম্ভবত এই প্রথম ছবি তৈরি হচ্ছে বাংলায় ৷

মানতেই হবে ব্যোমকেশ, শবর, ফেলুদাকে নিয়ে ছবি তৈরির পাশাপাশি দর্শকের দরবারে মিতিন মাসিকেও জনপ্রিয় করে তুলেছেন অরিন্দম শীল ৷ এদিন টিজারটি শেয়ার করে পরিচালক লেখেন, "আসছে আবার দুর্গা পুজো/ বাজবে কাঁসর ঘণ্টা ।/ মা আসছে ঘরে ঘরে/ আনন্দ যে আর না ধরে -/
তবে হবে এবার আরও মজা/ মাতব পুজোয় আমরা সবাই/ সপরিবারে দেখতে যাবোই/এবার পুজোয় মিতিন মাসি ৷" বলা যায় খানিকটা ছড়ার আদলেই এই ছবির প্রচার করেছেন পরিচালক ৷

ঠিক যেমন টিজারের শুরুতেও একটি অতি পরিচিত ছড়ার উল্লেখ করেছেন অরিন্দম ৷ 'হাতি নাচছে ঘোড়া নাচছে'র বদলে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় 'হাতি মারছে ঘোড়া মারছে' ৷ আসলে এই সমস্ত বন্য পশুদের চোরা শিকার থামাতেই এবার জঙ্গল মাতাবেন মিতিন মাসি ৷ বছর আগে পুজোতেই মুক্তি পেয়েছিল 'মিতিন মাসি' ৷ অর্থাৎ, এই নিয়ে দ্বিতীয়বার বড় পর্দায় মিতিন মাসির চরিত্রে কোয়েল ৷

আরও পড়ুন: 'জানে জা'র হাত ধরে ওটিটিতে পা করিনার, আগামী সপ্তাহেই আসছে ট্রেলার

ছবিতে মিতিনের বোনঝির ভূমিকায় দেখা যাবে রিয়া বণিককে ৷ থাকবেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্য়ায়, অসীম রায় চৌধুরী, কমলিকা, অমিতাভ আচার্য, বরুণ চক্রবর্তী, অমিত সাহা, কৃষ্ণেন্দু চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ দলমার জঙ্গলে তীব্র গরমের মধ্যে শুটিং সেরেছে 'জঙ্গলে মিতিন মাসি'র টিম ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনস ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর: এই পুজোয় মিতিন মাসি আসছে আরও এক রোমাঞ্চকর কাহিনি নিয়ে ৷ এহেন ইঙ্গিত আগেই দিয়েছিলেন পরিচালক অরিন্দম শীল ৷ এবার 'জঙ্গলে মিতিন মাসি' ছবির টিজারেও মিলল সেই আভাস ৷ শনিবার ছবির টিজার নিয়ে হাজির হলেন অরিন্দম-কোয়েলরা ৷ সুচিত্রা ভাট্টাচার্যের 'সারাণ্ডায় শয়তান' উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবির কেন্দ্রে রয়েছে বন্যপশুদের চোরা শিকার ৷ পরিচালকের মতে এই বিষয় নিয়ে সম্ভবত এই প্রথম ছবি তৈরি হচ্ছে বাংলায় ৷

মানতেই হবে ব্যোমকেশ, শবর, ফেলুদাকে নিয়ে ছবি তৈরির পাশাপাশি দর্শকের দরবারে মিতিন মাসিকেও জনপ্রিয় করে তুলেছেন অরিন্দম শীল ৷ এদিন টিজারটি শেয়ার করে পরিচালক লেখেন, "আসছে আবার দুর্গা পুজো/ বাজবে কাঁসর ঘণ্টা ।/ মা আসছে ঘরে ঘরে/ আনন্দ যে আর না ধরে -/
তবে হবে এবার আরও মজা/ মাতব পুজোয় আমরা সবাই/ সপরিবারে দেখতে যাবোই/এবার পুজোয় মিতিন মাসি ৷" বলা যায় খানিকটা ছড়ার আদলেই এই ছবির প্রচার করেছেন পরিচালক ৷

ঠিক যেমন টিজারের শুরুতেও একটি অতি পরিচিত ছড়ার উল্লেখ করেছেন অরিন্দম ৷ 'হাতি নাচছে ঘোড়া নাচছে'র বদলে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় 'হাতি মারছে ঘোড়া মারছে' ৷ আসলে এই সমস্ত বন্য পশুদের চোরা শিকার থামাতেই এবার জঙ্গল মাতাবেন মিতিন মাসি ৷ বছর আগে পুজোতেই মুক্তি পেয়েছিল 'মিতিন মাসি' ৷ অর্থাৎ, এই নিয়ে দ্বিতীয়বার বড় পর্দায় মিতিন মাসির চরিত্রে কোয়েল ৷

আরও পড়ুন: 'জানে জা'র হাত ধরে ওটিটিতে পা করিনার, আগামী সপ্তাহেই আসছে ট্রেলার

ছবিতে মিতিনের বোনঝির ভূমিকায় দেখা যাবে রিয়া বণিককে ৷ থাকবেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্য়ায়, অসীম রায় চৌধুরী, কমলিকা, অমিতাভ আচার্য, বরুণ চক্রবর্তী, অমিত সাহা, কৃষ্ণেন্দু চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ দলমার জঙ্গলে তীব্র গরমের মধ্যে শুটিং সেরেছে 'জঙ্গলে মিতিন মাসি'র টিম ৷ ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে ক্যামেলিয়া প্রোডাকশনস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.