কলকাতা, 15 এপ্রিল: নির্মাতারা আগেই জানিয়েছিলেন বৈশাখের প্রথম দিনে আসতে চলেছে কোয়েল মল্লিকের নতুন ছবি 'জঙ্গলে মিতিন মাসি'র পোস্টার ৷ সে মতো শনিবার ছবির প্রথম মোশন পোস্টার প্রকাশ করলেন নির্মাতারা ৷ পোস্টারে সামনে এসেছে কোয়েলের প্রথম লুকও ৷ সুচিত্রা ভট্টাচার্যের অ্যাডভেঞ্চার প্রিয় চরিত্র মিতিনকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ এর আগেও পরিচালক অরিন্দম শীল মিতিন মাসির রহস্য়ভেদী ক্ষমতাকে পর্দায় তুলে ধরেছিলেন । সেই উদ্যোগ দর্শকদের বেশ ভালোও লেগেছিল ৷
এবার আরও একবার সামনে এল মিতিন মাসি সিরিজের নতুন ছবির পোস্টার ৷ নির্মাতারা এদিন একটি ভিডিয়ো পোস্টার শেয়ার করে লিখেছেন,"এবার পুজোয় জঙ্গলে পাড়ি দেবে মিতিন ৷" এই পোস্টারের রয়েছে জঙ্গলেরই একটি দৃশ্য ৷ দাঁতাল হাতির পাল দিয়ে শুরু হয়েছে এই মোশন পোস্টার ৷ তার পর ঘন জঙ্গলের মধ্য়ে দেখা গিয়েছে রহস্য়ভেদী মিতিনকে ৷ তার পরনে রয়েছে জঙ্গলের উপযুক্ত পোশাক ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পরিচালক অরিন্দম শীল রহস্য গল্প থেকে ছবি করতে ভালোবাসেন ৷ এর আগেও বইয়ের পাতা থেকে একাধিক গোয়েন্দাকে তিনি নিয়ে এসেছেন রূপোলি পর্দায় ৷ তালিকায় শবর দাশগুপ্ত, ব্যোমকেশ থেকে শুরু করে ফেলুদা সকলেই আছেন ৷ ফেলুদা হিসাবে তিনি বেছে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্য়ায়কে ৷ শ্যুটিংয়ের কাজও শেষ হয়ে গিয়েছে ৷ এবার নতুন গল্পে মিতিন মাসি তাঁর কেরামতি কীভাবে দেখান সেটাই দেখার ৷
'জঙ্গলে মিতিন মাসি' ছবিটির সুরকার বিক্রম ঘোষ ৷ মিতিনের বোনঝির চরিত্রে দেখা যাবে রিয়া বনিককে ৷ আর মিতিনের দিদির ভূমিকায় দেখা যাবে সোনালি চৌধুরীকে ৷ এই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন শুভ্রজিৎ দত্ত ৷ আগামী দুর্গা পুজোতেই এই ছবি নিয়ে পর্দায় ফিরছেন অরিন্দম শীল ৷ যদিও ছবি মুক্তির দিনক্ষণ এখনও জানাননি তিনি ৷ তবে এই সময়ই মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার 'রক্তবীজ' আর দেবের ব্যোমকেশ ৷ এখন কোন ছবি দর্শকের মন কতখানি কাড়বে সেটাই দেখার ৷
আরও পড়ুন: ঘনিষ্ট মুহূর্তে ধরা দিলেন আলিয়া রণবীর, ভিডিয়ো ভাইরাল