কলকাতা, 5 জানুয়ারি: শীত মানেই তো মনটা বেড়াতে যাই বেড়াতে যাই করে ওঠে ৷ নতুন বছর শুরু হয়ে গিয়েছে ৷ বছরের শুরুতে একটু বেড়িয়ে না-নিলে সারা বছর কাজে কি মন বসে? টলিউডের রাজ-শুভশ্রী জুটি বেড়াতে ঠিক কতটা ভালোবাসেন তা বোধহয় আলাদা করে না-বললেও চলে ৷ কয়েকদিন আগেই তাঁদের পাওয়া গিয়েছিল সুইজারল্যান্ডে সাদা বরফের মাঝে ৷ আর এবার ছেলেকে নিয়ে তারকা জুটি বেরিয়ে পড়েছেন জঙ্গলে ৷ সম্প্রতি তাঁর ইনস্টা হ্য়ান্ডেলে বেশকিছু ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী (Raj-Subhashree Vacation)৷
তারই একটি ভিডিয়োতে দেখা মিলল মা-ছেলের ৷ ভিডিয়োতে শুভশ্রীর কোলে রয়েছে ছোট্ট ইউভান আর মা ছেলে মিলে মজা করে দেখছেন একটি বাচ্চা হাতির দুধ খাওয়া ৷ মাঝে মাঝে ছানা হাতিটির মাথায় হাত বুলিয়ে দিতেও দেখা গেল ইউভানকে ৷ এই সুন্দর ভিডিয়োটি দেখে মন মেতেছে টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকেরও ৷ তিনি লেখেন,'কি মিষ্টি' (Koel Comments on Raj Subhashree Vacation Video with Yuvaan )৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শুধু শুভশ্রী নয় ভিডিয়ো শেয়ার করে তাঁদের বেড়ানোর ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজও ৷ রাজ যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে এই দম্পতিকে দেখা গেল হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমণে মেতে উঠতে ৷ এখানেও ছোট্ট ইউভানকে দেখে কমেন্ট না করে থাকতে পারেননি কোয়েল ৷ তিনি আবারও লেখেন, 'আরে দারুণ দারুণ কিউট' ৷ এছাড়া নেটপাড়ার অন্য অনুরাগীরাও তাঁদের প্রিয় তারকাদের জঙ্গল সাফারি নিয়ে কমেন্ট করতে ভোলেননি (Raj Subhashree Vacation Video)৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: 'তোমার জন্য গর্বিত', জন্মদিনে দীপিকাকে শুভেচ্ছা কিং খানের
অভিনয়ের কথা বলতে হলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে শুভশ্রীর 'ইন্দুবালা ভাতের হোটেল' ৷ এই সিরিজে তাঁকে দেখার জন্য় রীতিমতো অপেক্ষা করে রয়েছেন দর্শকরা ৷ গত বছর বেশ কয়েকটি ভালো ছবি বাঙালি উপহার পেয়েছে শুভশ্রীর কাছে ৷ 'ধর্মযুদ্ধ', 'বিসমিল্লা', 'বৌদি ক্যান্টিন'-এর মতো ছবিগুলি বেশ প্রশংসিত হয়েছে সমালোচক মহলে ৷ এবারও তাঁর ওপর অনেকখানি আশা থাকবে দর্শকের ৷