ETV Bharat / entertainment

Rahul Weds Athiya: সম্পন্ন বিবাহ-অভিযান, চার হাত এক হল রাহুল-আথিয়ার - KL Rahul Athiya Shetty Wedding

বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন রাহুল-আথিয়া ( KL Rahul Ties Knot With Athiya Shetty) ৷ বেশ কয়েকবছর ডেটিংয়ের পর অবশেষে নতুন জীবন শুরু করলেন তাঁরা ৷

Etv Bharat
চার হাত এক হল রাহুল-আথিয়ার
author img

By

Published : Jan 23, 2023, 6:24 PM IST

Updated : Jan 25, 2023, 12:15 PM IST

বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন রাহুল আথিয়া

মুম্বই, 23 জানুয়ারি: প্রতীক্ষার অবসান! আর একইসঙ্গে অবসান হল সীমাহীন জল্পনারও (KL Rahul Athiya Shetty Wedding)৷ অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন কেএল রাহুল এবং আথিয়া শেট্টি ৷ এই তারকা জুটির বিবাহ নিয়ে শুরু থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ শেষ পর্যন্ত বাবা সুনীল শেট্টির খান্দালার ফার্ম হাউসে তাঁর জীবনসঙ্গীর গলায় মালা দিলেন আথিয়া ৷ এর আগে পাপারাৎজিদের দৌলতে সামনে এসেছিল তাঁদের বেশকিছু ভিডিয়ো ৷ যদিও অন্দরমহলের কোনও দৃশ্য় সেভাবে দেখতে পাননি অনুরাগীরা ৷ এবার অবশেষে সামনে এল এই তারকা জুটির বহু কাঙ্ক্ষিত ছবি ( KL Rahul Ties Knot With Athiya Shetty) ৷

বলিউডের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নতুন কিছু নয় ৷ এর আগেই বিরাট কোহলি যেমন জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন অনুষ্কা শর্মাকে, তেমনই আবার বিনোদন জগতের মানুষ যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রীও ৷ আবার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানও জড়িত ছিলেন অভিনয় তথা বিনোদন জগতের সঙ্গেই ৷ তাই প্রাক্তন ভারতীয় দলের অধিনায়কের মতোই কেএলও জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন একজন তারকাকেই ( KL Rahul Athiya Shetty Wedding Pics)৷

  • “In your light, I learn how to love…” ♥️

    Today, with our most loved ones, we got married in the home that’s given us immense joy and serenity. With a heart full of gratitude and love, we seek your blessings on this journey of togetherness. 🙏🏽@theathiyashetty pic.twitter.com/1VWxio5w6W

    — K L Rahul (@klrahul) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বলিউড তারকা সুনীল শেট্টির কন্যা বলিউডে অভিষেক করেন সলমন খানের হাত ধরে ৷ 2015 সালে ছবিতে প্রথমবার ব্রেক পান আথিয়া ৷ অভিনয়ের কথা বলতে গেলে আথিয়া বড়পর্দায় শেষবার কাজ করেছেন 'মতিচুর চাকনাচুর' ছবিতে ৷ অন্যদিকে রাহুল ভারতীয় দলের একজন নিয়মত ব্যাটার ৷ কখনও কখনও গ্লাভস হাতে উইকেট কিপিংও সামলাতে হয় তাঁকে ৷

আথিয়া-রাহুলের সম্পর্ক চলছে বেশ কয়েক বছর ধরেই ৷ ভারতীয় দলের বেশকিছু সফরে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে ৷ শুধু তাই নয়, গত জুলাইয়ে জার্মানিতে অস্ত্রোপচারের সময়ও আথিয়া রাহুলের সঙ্গে ছিলেন ৷ সেসময় রাহুলের পাশে থেকে তাঁকে উজ্জীবিত করেছিলেন তিনি ৷ এবার তাঁরা শুরু করলেন নতুন জীবন ৷ তাঁদের এই নতুন জীবন শুরুর দিনে হাজির ছিলেন বি টাউনের বহু সেলেব ৷

আরও পড়ুন: বিয়ের আগে 'মুঝসে শাদি করোগি' গানে কোমর দোলালেন রাহুল আথিয়া

বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন রাহুল আথিয়া

মুম্বই, 23 জানুয়ারি: প্রতীক্ষার অবসান! আর একইসঙ্গে অবসান হল সীমাহীন জল্পনারও (KL Rahul Athiya Shetty Wedding)৷ অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন কেএল রাহুল এবং আথিয়া শেট্টি ৷ এই তারকা জুটির বিবাহ নিয়ে শুরু থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ শেষ পর্যন্ত বাবা সুনীল শেট্টির খান্দালার ফার্ম হাউসে তাঁর জীবনসঙ্গীর গলায় মালা দিলেন আথিয়া ৷ এর আগে পাপারাৎজিদের দৌলতে সামনে এসেছিল তাঁদের বেশকিছু ভিডিয়ো ৷ যদিও অন্দরমহলের কোনও দৃশ্য় সেভাবে দেখতে পাননি অনুরাগীরা ৷ এবার অবশেষে সামনে এল এই তারকা জুটির বহু কাঙ্ক্ষিত ছবি ( KL Rahul Ties Knot With Athiya Shetty) ৷

বলিউডের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নতুন কিছু নয় ৷ এর আগেই বিরাট কোহলি যেমন জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন অনুষ্কা শর্মাকে, তেমনই আবার বিনোদন জগতের মানুষ যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রীও ৷ আবার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানও জড়িত ছিলেন অভিনয় তথা বিনোদন জগতের সঙ্গেই ৷ তাই প্রাক্তন ভারতীয় দলের অধিনায়কের মতোই কেএলও জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন একজন তারকাকেই ( KL Rahul Athiya Shetty Wedding Pics)৷

  • “In your light, I learn how to love…” ♥️

    Today, with our most loved ones, we got married in the home that’s given us immense joy and serenity. With a heart full of gratitude and love, we seek your blessings on this journey of togetherness. 🙏🏽@theathiyashetty pic.twitter.com/1VWxio5w6W

    — K L Rahul (@klrahul) January 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বলিউড তারকা সুনীল শেট্টির কন্যা বলিউডে অভিষেক করেন সলমন খানের হাত ধরে ৷ 2015 সালে ছবিতে প্রথমবার ব্রেক পান আথিয়া ৷ অভিনয়ের কথা বলতে গেলে আথিয়া বড়পর্দায় শেষবার কাজ করেছেন 'মতিচুর চাকনাচুর' ছবিতে ৷ অন্যদিকে রাহুল ভারতীয় দলের একজন নিয়মত ব্যাটার ৷ কখনও কখনও গ্লাভস হাতে উইকেট কিপিংও সামলাতে হয় তাঁকে ৷

আথিয়া-রাহুলের সম্পর্ক চলছে বেশ কয়েক বছর ধরেই ৷ ভারতীয় দলের বেশকিছু সফরে তাঁদের দেখা গিয়েছে একসঙ্গে ৷ শুধু তাই নয়, গত জুলাইয়ে জার্মানিতে অস্ত্রোপচারের সময়ও আথিয়া রাহুলের সঙ্গে ছিলেন ৷ সেসময় রাহুলের পাশে থেকে তাঁকে উজ্জীবিত করেছিলেন তিনি ৷ এবার তাঁরা শুরু করলেন নতুন জীবন ৷ তাঁদের এই নতুন জীবন শুরুর দিনে হাজির ছিলেন বি টাউনের বহু সেলেব ৷

আরও পড়ুন: বিয়ের আগে 'মুঝসে শাদি করোগি' গানে কোমর দোলালেন রাহুল আথিয়া

Last Updated : Jan 25, 2023, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.