ETV Bharat / entertainment

KKBKKJ song Yentamma Out: সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উচ্ছ্বসিত রাম চরণ - Ram Charan latest news

'কিসি কা ভাই কিসি কি জান'-এর নতুন গান 'ইয়েন্তম্মা'য় সলমন-ভেঙ্কটেশের সঙ্গে স্টেজ শেয়ার করলেন রাম চরণও ৷ দুই 'কিংবদন্তি'র সঙ্গে পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত তিনি ৷

KKBKKJ song Yentamma Out
কিসি কা ভাই কিসি কি জানের নতুন গানে সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উচ্ছ্বসিত রাম চরণ
author img

By

Published : Apr 4, 2023, 5:37 PM IST

হায়দরাবাদ, 4 এপ্রিল: মুক্তি পেল বলিউডের ভাইজানের আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর নতুন গান 'ইয়েন্তম্মা' ৷ মঙ্গলবার নির্মাতারা সামনে এনেছেন ছবির এই নতুন গানটি ৷ আর এই গানে একটি ক্য়ামিয়ো পারফরম্যান্স রয়েছে 'আরআরআর' স্টার রাম চরণেরও ৷ তিনি নিজেও উচ্ছ্বসিত এই গানে সলমন এবং ভেঙ্কটেশ দুগ্গাবতির সঙ্গে স্ক্রিনশেয়ার করতে পেরে ৷ দু'জন অভিনেতাকেই কিংবদন্তি বলে উল্লেখ করে তাঁদের প্রতি ভালোবাসা জানিয়েছেন এই দক্ষিণী অভিনেতা ৷

'ইয়েন্তম্মা' গানে সলমন, রাম চরণ এবং ভেঙ্কটেশ তিন জনকেই দেখা গিয়েছে হলুদ শার্ট এবং সাদা ট্র্যাডিশনাল লুঙ্গিতে ৷ গানের প্রায় শেষ পর্বে তাঁদের সঙ্গে যোগ দেন রাম চরণ ৷ এই গানে পারফরম্যান্স করতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতা ৷ রাম চরণ লিখেছেন, "আমার অন স্ক্রিনে কাটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির একটি ৷ ভালোবাসা ভাই ৷ দুই কিংবদন্তির সঙ্গে নাচের সৌভগ্য হল ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই গানে গলা দিয়েছেন বিশাল দাদলানি এবং পায়েল দে ৷ গানের কথা লিখেছেন সাবির আহমেদ ৷ 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির পরিচালনা করছেন ফরহাদ সামজি ৷ আগামী 21 এপ্রিল অর্থাৎ ঈদ উপলক্ষে পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ ছবির টিজার এবং ট্রেলার ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ৷ অ্য়াকশনে ভরপুর একটি ছবির আশা যে করতেই পারেন অনুরাগীরা তা বোঝা গিয়েছে ছবির ঝলক দেখেই ৷ সঙ্গে থাকবে ভরপুর রোম্যান্স ৷

আরও পড়ুন:হৃতিকের 'ওয়ার 2' ছবির পরিচালনায় অয়ন, জানালেন ব্রহ্মাস্ত্র এর পরবর্তী পর্বের কথাও

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সলমনের নিজস্ব প্রযোজনা সংস্থা সলমন খান ফিল্ম প্রোডাকশন ৷ নিবেদনে রয়েছে জি স্টুডিয়ো ৷ ছবিতে অভিনয় করতে চলেছেন পলক তিওয়ারি, শেহনাজ গিল, জগপতি বাবু, ভূমিকা চাওলার মতো অভিনেতা-অভিনেত্রীরাও ৷ এই ছবির সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে জিতের ছবি 'চেঙ্গিজ'-ও ৷ এখন বক্স অফিসে লড়াই কেমন জমে সেটাই এখন দেখার বিষয় ৷

হায়দরাবাদ, 4 এপ্রিল: মুক্তি পেল বলিউডের ভাইজানের আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর নতুন গান 'ইয়েন্তম্মা' ৷ মঙ্গলবার নির্মাতারা সামনে এনেছেন ছবির এই নতুন গানটি ৷ আর এই গানে একটি ক্য়ামিয়ো পারফরম্যান্স রয়েছে 'আরআরআর' স্টার রাম চরণেরও ৷ তিনি নিজেও উচ্ছ্বসিত এই গানে সলমন এবং ভেঙ্কটেশ দুগ্গাবতির সঙ্গে স্ক্রিনশেয়ার করতে পেরে ৷ দু'জন অভিনেতাকেই কিংবদন্তি বলে উল্লেখ করে তাঁদের প্রতি ভালোবাসা জানিয়েছেন এই দক্ষিণী অভিনেতা ৷

'ইয়েন্তম্মা' গানে সলমন, রাম চরণ এবং ভেঙ্কটেশ তিন জনকেই দেখা গিয়েছে হলুদ শার্ট এবং সাদা ট্র্যাডিশনাল লুঙ্গিতে ৷ গানের প্রায় শেষ পর্বে তাঁদের সঙ্গে যোগ দেন রাম চরণ ৷ এই গানে পারফরম্যান্স করতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেতা ৷ রাম চরণ লিখেছেন, "আমার অন স্ক্রিনে কাটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির একটি ৷ ভালোবাসা ভাই ৷ দুই কিংবদন্তির সঙ্গে নাচের সৌভগ্য হল ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই গানে গলা দিয়েছেন বিশাল দাদলানি এবং পায়েল দে ৷ গানের কথা লিখেছেন সাবির আহমেদ ৷ 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির পরিচালনা করছেন ফরহাদ সামজি ৷ আগামী 21 এপ্রিল অর্থাৎ ঈদ উপলক্ষে পর্দায় আসতে চলেছে এই ছবি ৷ ছবির টিজার এবং ট্রেলার ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে ৷ অ্য়াকশনে ভরপুর একটি ছবির আশা যে করতেই পারেন অনুরাগীরা তা বোঝা গিয়েছে ছবির ঝলক দেখেই ৷ সঙ্গে থাকবে ভরপুর রোম্যান্স ৷

আরও পড়ুন:হৃতিকের 'ওয়ার 2' ছবির পরিচালনায় অয়ন, জানালেন ব্রহ্মাস্ত্র এর পরবর্তী পর্বের কথাও

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে সলমনের নিজস্ব প্রযোজনা সংস্থা সলমন খান ফিল্ম প্রোডাকশন ৷ নিবেদনে রয়েছে জি স্টুডিয়ো ৷ ছবিতে অভিনয় করতে চলেছেন পলক তিওয়ারি, শেহনাজ গিল, জগপতি বাবু, ভূমিকা চাওলার মতো অভিনেতা-অভিনেত্রীরাও ৷ এই ছবির সঙ্গে একইদিনে মুক্তি পেতে চলেছে জিতের ছবি 'চেঙ্গিজ'-ও ৷ এখন বক্স অফিসে লড়াই কেমন জমে সেটাই এখন দেখার বিষয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.