হায়দরাবাদ, 18 এপ্রিল: 'টুইঙ্কল-টুইঙ্কল' হোক বা 'জনি জনি', এমন কেউ নেই যাঁর ছোটবেলা কাটেনি এইসব ছড়া শুনে ৷ বাচ্চাকে খাওয়ানো থেকে ঘুম পাড়ানোর সময় ব্যবহৃত কিংবা বাচ্চার আধো-আধো গলায় ফুটে ওঠা সেইসব রাইমস কখনও পুরনো হওয়ার নয় ৷ সেই পদ্য বা ছড়া এবার বুড়ো বয়সে এসে থুড়ি 57 বছ বয়সে এসে মুখস্থ করছেন সলমন খান ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে শুধু মুখস্থ করেননি, নেচে-কুঁদে অভিনয় করেও দেখিয়েছেন বলিউডের ভাইজান ৷
আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কা জান' ৷ ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিংও ৷ তারমধ্যেই মঙ্গলবার সোশাল মিডিয়ায় একটি টুইট করলেন অভিনেতা সলমন ৷ তিনি জানান, বাচ্চাদের জন্য নতুন কিছু আসতে চলেছে ৷ বলা ভাল, বাচ্চাদের জন্য আসতে চলেছে তাদের পরিচিত সব ছড়া ৷ বিষয়টার মধ্যে ধাঁ ধাঁ থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যায় ৷
-
Today 7:30 pm let’s dance chotu motu releasing , song was made for my chotu fans filled vit nursery rhymes but abb pata challa ke they don’t teach them any more , so apne apne bacchon ko yeh gana suna dena n enjoy it vit them pic.twitter.com/bBoAr6xfkL
— Salman Khan (@BeingSalmanKhan) April 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today 7:30 pm let’s dance chotu motu releasing , song was made for my chotu fans filled vit nursery rhymes but abb pata challa ke they don’t teach them any more , so apne apne bacchon ko yeh gana suna dena n enjoy it vit them pic.twitter.com/bBoAr6xfkL
— Salman Khan (@BeingSalmanKhan) April 18, 2023Today 7:30 pm let’s dance chotu motu releasing , song was made for my chotu fans filled vit nursery rhymes but abb pata challa ke they don’t teach them any more , so apne apne bacchon ko yeh gana suna dena n enjoy it vit them pic.twitter.com/bBoAr6xfkL
— Salman Khan (@BeingSalmanKhan) April 18, 2023
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সলমন খান শো, 999 থেকে শুরু টিকিটের মূল্য
হ্যাঁ, ঠিকই ধরেছেন, 'কিসি কা ভাই কিসি কা জান'-এ দেখা যাবে ছটু-মটু গান ৷ কার গলায় জানেন? স্বয়ং ভাইজান গেয়েছেন গানটি ৷ গানটির মজা হচ্ছে, ছোট থেকে যে রাইমস বা পদ্যগুলি আমরা শুনে এসেছি, সেই সব রাইমসের কিয়দংশ তুলে ধরা হয়েছে গানের আকারে ৷ সলমন খানের সঙ্গে গলা মিলিয়েছেন দেবী শ্রী প্রসাদ ৷ গানে ব়্যাপ করেছেন হানি সিং ও নেহা ভাসিন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গানটি মুক্তি পেতেই তরতরিয়ে বাড়ছে ভিউয়ারের সংখ্যা ৷ আধঘন্টাতেই গানের ভিউয়ার পৌঁছিয়ে যায় একলাখের ওপরে ৷ তাই ঘরে খুদে থাকলে আর দেরি না করাই ভালো ৷ বাচ্চাকে নিয়ে বসে পড়ুন ইউ টিউব খুলে, আর বলতেই পারেন 'লেটস ডান্স ছটু মটু' ৷ প্রসঙ্গত, 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, ভেঙ্কটেশ ৷