ETV Bharat / entertainment

KKBKKJ BO Collection Day 5: প্রথম সপ্তাহে 100 কোটিও পেরোবে না 'কিসি কা ভাই কিসি কি জান', আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রথম সপ্তাহে দেশে 100 কোটিও আয় করতে পারবে না সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান' । পঞ্চম দিনের আয় দেখে এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের ।

KKBKKJ BO Collection Day 5
প্রথম সপ্তাহে 100 কোটিও পেরোবে না কেকেবিকেকেজে
author img

By

Published : Apr 26, 2023, 11:10 AM IST

হায়দরাবাদ, 26 এপ্রিল: সমালোচকদের অনেকেই বলেছিলেন সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর আকর্ষণ শুধু ভাইজানই ৷ ছবির গল্প বা অন্যক্ষেত্রে তেমন কোনও নতুনত্ব চোখে পড়েনি বলেও দাবি করেছিলেন অনেকে ৷ এবার বক্স অফিস সেই ইঙ্গিত দিচ্ছে ৷ 100 কোটির ক্লাবে জায়গা পেতেই কাহিল অবস্থা ছবির ৷ শুরুর দিনে 15 কোটি টাকার ব্য়বসা করা 'কিসি কা ভাই কিসি কি জান' মঙ্গলবার ব্যবসা করেছে মাত্র 7.5 কোটি টাকা ৷ ঈদের ছুটিতে মুক্তি পাওয়া সত্ত্বেও সলমনের এই ছবি লোক টানতে যে ব্যর্থ তা বলাই বাহুল্য ৷
এখন অনেকেই মনে করছেন প্রথম সপ্তাহে সারা দেশে বক্স অফিস কালেকশনের নিরিখে হয়তো বা 100 কোটির ক্লাবেও পৌঁছতে পারবে না এই ছবি ৷ যদিও সেভাবে দেখতে গেলে শনিবার এবং রবিবার বেশ ভালোই আয় করেছিল 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ দুই দিনে আয় হয়েছিল মোট 51 কোটি টাকা ৷ কিন্তু তারপর থেকেই ক্রমাগত কমেছে আয় ৷ সোমবার 10 কোটি অতিক্রম করলেও মঙ্গলবার তো দুই অঙ্কের আয়েও পৌঁছতে পারল না এই ছবি ৷

সারা বিশ্বজুড়ে আয়ের হিসাব দেখলে অবশ্য 130 কোটি ইতিমধ্যেই আয় করে ফেলছে সলমনের এই নতুন অ্য়াকশন এন্টারটেইনার ৷ এবছর শুরুতেই দুরন্ত সাফল্য় পেয়েছিল পাঠান ৷ বিশ্ব জুড়ে প্রায় 1100 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ শাহরুখের সঙ্গে ছবিতে সলমনের কেমিস্ট্রি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ৷ যা দেখে দারুণ মজা পেয়েছিলেন ভাইজান ফ্যানেরা ৷ আর তাই অনেকেই আশা করেছিলেন ফরহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান'ও বক্স অফিসে নতুন নতুন রেকর্ড গড়বে ৷ কিন্তু তেমন কিছুই হয়নি ৷

এক হিসেবে এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল তা বলা যায় ৷ অনেকেই মনে করছেন দেশ জুড়ে মোট 150 কোটির কাছাকাছি ব্যবসা করতে পারবে 'কিসি কা ভাই কিসি কি জান' । আর তাহলে বক্স অফিসের নিরিখে 'জয় হো'-এর পর এটাই হতে চলেছে সলমনের সবচেয়ে বড় ফ্লপ । অবশ্য এক্ষেত্রে করোনা কালে মুক্তি পাওয়া 'অন্তিম' এবং ডিরেক্ট-টু-স্ট্রিমিং রিলিজ 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-কে ধরা হয়নি ।

আরও পড়ুন: ছোটপর্দায় জুটি বাঁধছেন সান্টু আর খুকুমণি, আসছে নতুন ধারাবাহিক 'তুঁতে'

হায়দরাবাদ, 26 এপ্রিল: সমালোচকদের অনেকেই বলেছিলেন সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর আকর্ষণ শুধু ভাইজানই ৷ ছবির গল্প বা অন্যক্ষেত্রে তেমন কোনও নতুনত্ব চোখে পড়েনি বলেও দাবি করেছিলেন অনেকে ৷ এবার বক্স অফিস সেই ইঙ্গিত দিচ্ছে ৷ 100 কোটির ক্লাবে জায়গা পেতেই কাহিল অবস্থা ছবির ৷ শুরুর দিনে 15 কোটি টাকার ব্য়বসা করা 'কিসি কা ভাই কিসি কি জান' মঙ্গলবার ব্যবসা করেছে মাত্র 7.5 কোটি টাকা ৷ ঈদের ছুটিতে মুক্তি পাওয়া সত্ত্বেও সলমনের এই ছবি লোক টানতে যে ব্যর্থ তা বলাই বাহুল্য ৷
এখন অনেকেই মনে করছেন প্রথম সপ্তাহে সারা দেশে বক্স অফিস কালেকশনের নিরিখে হয়তো বা 100 কোটির ক্লাবেও পৌঁছতে পারবে না এই ছবি ৷ যদিও সেভাবে দেখতে গেলে শনিবার এবং রবিবার বেশ ভালোই আয় করেছিল 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ দুই দিনে আয় হয়েছিল মোট 51 কোটি টাকা ৷ কিন্তু তারপর থেকেই ক্রমাগত কমেছে আয় ৷ সোমবার 10 কোটি অতিক্রম করলেও মঙ্গলবার তো দুই অঙ্কের আয়েও পৌঁছতে পারল না এই ছবি ৷

সারা বিশ্বজুড়ে আয়ের হিসাব দেখলে অবশ্য 130 কোটি ইতিমধ্যেই আয় করে ফেলছে সলমনের এই নতুন অ্য়াকশন এন্টারটেইনার ৷ এবছর শুরুতেই দুরন্ত সাফল্য় পেয়েছিল পাঠান ৷ বিশ্ব জুড়ে প্রায় 1100 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ শাহরুখের সঙ্গে ছবিতে সলমনের কেমিস্ট্রি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ৷ যা দেখে দারুণ মজা পেয়েছিলেন ভাইজান ফ্যানেরা ৷ আর তাই অনেকেই আশা করেছিলেন ফরহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান'ও বক্স অফিসে নতুন নতুন রেকর্ড গড়বে ৷ কিন্তু তেমন কিছুই হয়নি ৷

এক হিসেবে এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল তা বলা যায় ৷ অনেকেই মনে করছেন দেশ জুড়ে মোট 150 কোটির কাছাকাছি ব্যবসা করতে পারবে 'কিসি কা ভাই কিসি কি জান' । আর তাহলে বক্স অফিসের নিরিখে 'জয় হো'-এর পর এটাই হতে চলেছে সলমনের সবচেয়ে বড় ফ্লপ । অবশ্য এক্ষেত্রে করোনা কালে মুক্তি পাওয়া 'অন্তিম' এবং ডিরেক্ট-টু-স্ট্রিমিং রিলিজ 'রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-কে ধরা হয়নি ।

আরও পড়ুন: ছোটপর্দায় জুটি বাঁধছেন সান্টু আর খুকুমণি, আসছে নতুন ধারাবাহিক 'তুঁতে'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.