ETV Bharat / entertainment

Kiran Dutta : মাধ্যমিকে আউটস্ট্যান্ডিং রেজাল্ট বং গাইয়ের, মার্কশিট পোস্ট করে দিলেন বার্তা - Kiran Dutta on Madhyamik Result

সবেমাত্র প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট ৷ মাধ্যমিকের রেজাল্ট নিয়েই 2019 সালে মুখ খুলেছিলেন দ্য বং গাই হিসেবে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার কিরণ দত্ত ৷ এবারও নিজের সেই পোস্টের সঙ্গেই নিজের বর্তমান মতামত জুড়ে নিজের রেজাল্টের ছবি ফের একবার পোস্ট করলেন তিনি (The Bong Guy on Madhyamik Result) ৷

Kiran Dutta on Madhyamik Result
আগে আবেগে বলেছিলাম, বেসিক এডুকেশন খুব দরকার : কিরণ দত্ত
author img

By

Published : Jun 4, 2022, 1:18 PM IST

কলকাতা, 4 জুন : সবেমাত্র প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট ৷ কেউ হয়ত একটু আধটু পিছিয়ে পড়েছে আবার রৌনক, অর্নব, কৌশিকী, দেবমাল্য়দের মত কেউ কেউ রয়েছে সাফল্যের শিখরে ৷ মাধ্যমিকের নম্বর পরবর্তী জীবনে ঠিক কতখানি কাজে লাগে কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বরটাই কী জীবনের সব ? ঠিক এই বিষয় নিয়েই 2019 সালে মুখ খুলেছিলেন দ্য বং গাই হিসেবে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার কিরণ দত্ত ৷ এবারও নিজের সেই পোস্টের সঙ্গেই নিজের বর্তমান মতামত জুড়ে নিজের রেজাল্টের ছবি ফের একবার পোস্ট করলেন তিনি (The Bong Guy on Madhyamik Result)৷

কী লিখছিলেন সেই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে কিরণের মাধ্যমিকের রেজাল্টের উপর চোখ বোলানো যাক ৷ 2011 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বর্তমানে বাংলার জনপ্রিয় ইউটিউবার ৷ প্রতিটি বিষয়েই AA, A+ বা A ৷ মার্কশিট দেখেই বোঝা যায় স্কুলজীবনে পড়াশোনায় অত্যন্ত ভাল ছিলেন কিরণ ৷ যদিও নিজের কেরিয়ার গড়েছেন ইউটিউবার হিসেবে ৷ বছর দুয়েক আগে একটি দীর্ঘ পোস্টে বং গাই লিখেছিলেন, "কিসসু কাজে লাগে না বিশ্বাস কর ভাই/বোন । এই নম্বর আমার জীবনে কোনও কাজে লাগেনি । সবাই সবকিছুতে ফার্স্ট হয় না, সবার আলাদা আলাদা ফার্স্ট হওয়ার ফিল্ড থাকে । সেটা খুঁজে বের করতে হবে । তারপর মন প্রাণ দিয়ে সেটায় লেগে থাকতে হবে । সেটা যে পড়াশোনাই হতে হবে কোনও কথা নেই । কিন্তু হ্যাঁ সেই ভাললাগার কাজে খুব মন দিতে হবে । এখন রেজাল্ট খারাপ হয়েছে জানি অনেকে অনেক কিছু বলছে, তাদের তোরা একদিন ভুল প্রমাণ করবি, বিশ্বাস কর । একদম নিজেকে কম ভাববি না । এমন অনেক কিছু আছে যা তুই সবচেয়ে ভাল পারিস, তোর ক্লাসে ফার্স্ট বয় সেগুলো পারেও না । হয়তো তুই খুব ভালো গেম খেলিস । জানিস একটা গেমারের রোজগার স্কুল টিচারের চেয়ে কতো বেশি ।"

তাঁর মত ব্যক্ত করতে গিয়ে তিনি আরও লিখেছিলেন, "আমি কাউকেই ছোট করছি না । বাবা মাকে আসতে আসতে বুঝতে হবে যে তুই কি ভালবাসিস । এটা তোর জীবন । খুশি থাকা তোর অধিকার । তোর বাবা মার কিংবা কোনো আত্মীয়ের জীবন নয় এটা । তুই ভয় পাস না । তোর মাকে অন্যেরা নিজের ছেলে মেয়ের নম্বর শোনাচ্ছে আর তোর মায়ের মুখটা বেশ শুকনো তাতে তোর খারাপ লাগছে জানি । চিন্তা করিস না একদিন অন্য কারনে সব পেপারে তোর নাম বেড়োবে সেদিন তোর মা অনেক গর্ব করবে । আজ তোর দিন নেই । একদিন আসবে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এমনকী অভিভাবক অভিভাবিকাদেরও একহাত নিয়েছিলেন কিরণ ৷ তিনি লিখেছিলেন, "আর সব বাবা মাকে বলতে চাই দেখুন কাকু/কাকিমা আমি যথেষ্ট ভালো ছাত্র ছিলাম । মাধ্যমিক,উচ্চমাধ্যমিক দুটোতেই ভাল রেজাল্ট করি । কিন্তু আমি খুশি ছিলাম না । আমার ভাল লাগতো না ইঞ্জিনিয়ারিং পড়তে । আমার ভিডিয়ো বানাতে ভালো লাগতো । আমার বাবা মাকে আমি একদিন বোঝাই, পুরোটা বোঝাই । আমি এভাবে ভাল থাকব । জীবনটাকে জীবন মনে হবে আমার । বাবা মা সেদিন বুঝেছিল আর হ্যাঁ কাকু/কাকিমা আমি ইঞ্জিনিয়ারদের থেকে একটুকুও কম টাকা আর্ন করি না । আমি খুশি । সব পেপারেই একবার করে আমার নাম উঠেছে তবে হ্যাঁ পড়াশোনার জন্য নয় এই ভিডিয়োর জন্য । প্লিজ নিজের ছেলে মেয়েদের একটু বুঝবেন ।"

আরও পড়ুন: 'বরটা বড়ই বোকা, কেন নড়ল মাথার পোকা ?' কবিতা লিখলেন রূপঙ্কর-জায়া

তবে এবার তাঁর মতের সঙ্গে আরও একটু কথা যোগ করেছেন কিরণ তিনি লিখেছেন, "তখন আবেগে লিখেছিলাম । এখনও সহমত পোষণ করি তবে এটাও বলব, যেকোনও ফিল্ডেই কাজ কর বেসিক এডুকেশন খুব গুরুত্বপূর্ণ । অন্য কিছু করতে চাইলে পড়তে হয় না এটা ভুল তবে এই রেজাল্টের জন্য নিজেকে কম ভাবা, ভেঙে পড়া উচিত নয় । পরিশ্রম করতে জানলে, নিজের উপর বিশ্বাস থাকলে কেউ আটকাতে পারবে না ৷"

কলকাতা, 4 জুন : সবেমাত্র প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট ৷ কেউ হয়ত একটু আধটু পিছিয়ে পড়েছে আবার রৌনক, অর্নব, কৌশিকী, দেবমাল্য়দের মত কেউ কেউ রয়েছে সাফল্যের শিখরে ৷ মাধ্যমিকের নম্বর পরবর্তী জীবনে ঠিক কতখানি কাজে লাগে কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বরটাই কী জীবনের সব ? ঠিক এই বিষয় নিয়েই 2019 সালে মুখ খুলেছিলেন দ্য বং গাই হিসেবে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার কিরণ দত্ত ৷ এবারও নিজের সেই পোস্টের সঙ্গেই নিজের বর্তমান মতামত জুড়ে নিজের রেজাল্টের ছবি ফের একবার পোস্ট করলেন তিনি (The Bong Guy on Madhyamik Result)৷

কী লিখছিলেন সেই বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে কিরণের মাধ্যমিকের রেজাল্টের উপর চোখ বোলানো যাক ৷ 2011 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বর্তমানে বাংলার জনপ্রিয় ইউটিউবার ৷ প্রতিটি বিষয়েই AA, A+ বা A ৷ মার্কশিট দেখেই বোঝা যায় স্কুলজীবনে পড়াশোনায় অত্যন্ত ভাল ছিলেন কিরণ ৷ যদিও নিজের কেরিয়ার গড়েছেন ইউটিউবার হিসেবে ৷ বছর দুয়েক আগে একটি দীর্ঘ পোস্টে বং গাই লিখেছিলেন, "কিসসু কাজে লাগে না বিশ্বাস কর ভাই/বোন । এই নম্বর আমার জীবনে কোনও কাজে লাগেনি । সবাই সবকিছুতে ফার্স্ট হয় না, সবার আলাদা আলাদা ফার্স্ট হওয়ার ফিল্ড থাকে । সেটা খুঁজে বের করতে হবে । তারপর মন প্রাণ দিয়ে সেটায় লেগে থাকতে হবে । সেটা যে পড়াশোনাই হতে হবে কোনও কথা নেই । কিন্তু হ্যাঁ সেই ভাললাগার কাজে খুব মন দিতে হবে । এখন রেজাল্ট খারাপ হয়েছে জানি অনেকে অনেক কিছু বলছে, তাদের তোরা একদিন ভুল প্রমাণ করবি, বিশ্বাস কর । একদম নিজেকে কম ভাববি না । এমন অনেক কিছু আছে যা তুই সবচেয়ে ভাল পারিস, তোর ক্লাসে ফার্স্ট বয় সেগুলো পারেও না । হয়তো তুই খুব ভালো গেম খেলিস । জানিস একটা গেমারের রোজগার স্কুল টিচারের চেয়ে কতো বেশি ।"

তাঁর মত ব্যক্ত করতে গিয়ে তিনি আরও লিখেছিলেন, "আমি কাউকেই ছোট করছি না । বাবা মাকে আসতে আসতে বুঝতে হবে যে তুই কি ভালবাসিস । এটা তোর জীবন । খুশি থাকা তোর অধিকার । তোর বাবা মার কিংবা কোনো আত্মীয়ের জীবন নয় এটা । তুই ভয় পাস না । তোর মাকে অন্যেরা নিজের ছেলে মেয়ের নম্বর শোনাচ্ছে আর তোর মায়ের মুখটা বেশ শুকনো তাতে তোর খারাপ লাগছে জানি । চিন্তা করিস না একদিন অন্য কারনে সব পেপারে তোর নাম বেড়োবে সেদিন তোর মা অনেক গর্ব করবে । আজ তোর দিন নেই । একদিন আসবে ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এমনকী অভিভাবক অভিভাবিকাদেরও একহাত নিয়েছিলেন কিরণ ৷ তিনি লিখেছিলেন, "আর সব বাবা মাকে বলতে চাই দেখুন কাকু/কাকিমা আমি যথেষ্ট ভালো ছাত্র ছিলাম । মাধ্যমিক,উচ্চমাধ্যমিক দুটোতেই ভাল রেজাল্ট করি । কিন্তু আমি খুশি ছিলাম না । আমার ভাল লাগতো না ইঞ্জিনিয়ারিং পড়তে । আমার ভিডিয়ো বানাতে ভালো লাগতো । আমার বাবা মাকে আমি একদিন বোঝাই, পুরোটা বোঝাই । আমি এভাবে ভাল থাকব । জীবনটাকে জীবন মনে হবে আমার । বাবা মা সেদিন বুঝেছিল আর হ্যাঁ কাকু/কাকিমা আমি ইঞ্জিনিয়ারদের থেকে একটুকুও কম টাকা আর্ন করি না । আমি খুশি । সব পেপারেই একবার করে আমার নাম উঠেছে তবে হ্যাঁ পড়াশোনার জন্য নয় এই ভিডিয়োর জন্য । প্লিজ নিজের ছেলে মেয়েদের একটু বুঝবেন ।"

আরও পড়ুন: 'বরটা বড়ই বোকা, কেন নড়ল মাথার পোকা ?' কবিতা লিখলেন রূপঙ্কর-জায়া

তবে এবার তাঁর মতের সঙ্গে আরও একটু কথা যোগ করেছেন কিরণ তিনি লিখেছেন, "তখন আবেগে লিখেছিলাম । এখনও সহমত পোষণ করি তবে এটাও বলব, যেকোনও ফিল্ডেই কাজ কর বেসিক এডুকেশন খুব গুরুত্বপূর্ণ । অন্য কিছু করতে চাইলে পড়তে হয় না এটা ভুল তবে এই রেজাল্টের জন্য নিজেকে কম ভাবা, ভেঙে পড়া উচিত নয় । পরিশ্রম করতে জানলে, নিজের উপর বিশ্বাস থাকলে কেউ আটকাতে পারবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.