ETV Bharat / entertainment

Amitabh in KIFF 2022: 'ধন্যবাদ কলকাতা, চিরকাল আপনাদের জামাইবাবু থাকব'; স্পষ্ট বাংলায় প্রতিশ্রুতি অমিতাভের - অমিতাভ বচ্চন

ধন্যবাদ জানাই কলকাতাকে (Amitabh in KIFF 2022)৷ আমি চিরকাল আপনাদের জামাইবাবু থাকব ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে স্পষ্ট বাংলায় এ কথা বললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)৷

kiff-2022-thank-you-kolkata-will-remain-your-son-in-law-says-amitabh-bachchan
'ধন্যবাদ কলকাতা, চিরকাল আপনাদের জামাইবাবু থাকব'; স্পষ্ট বাংলায় প্রতিশ্রুতি অমিতাভের
author img

By

Published : Dec 15, 2022, 6:30 PM IST

Updated : Dec 15, 2022, 10:41 PM IST

চিরকাল আপনাদের জামাইবাবু থাকব

কলকাতা, 15 ডিসেম্বর: বাংলার জামাইবাবুকে ফের স্বমহিমায় পেল কলকাতা ৷ কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে নিজের পছন্দের শহরে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন (Amitabh in KIFF 2022)৷ চলচ্চিত্র নিয়ে তাঁর তথ্যনির্ভর সবিস্তার বক্তৃতায় আরও সমৃদ্ধ হল কলকাতা চলচ্চিত্র উৎসবের আসর (Amitabh Bachchan)৷

বৃহস্পতিবার প্রদীপ জ্বেলে 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন ৷ মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি কথা বলা শুরু করেন বাংলা ভাষায় ৷ স্পষ্ট উচ্চারণে তিনি বলেন, "মমতাদিদি আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য ৷ কলকাতাকে জানাই অনেক ধন্যবাদ ৷ আপনাদের জামাইবাবু চিরকাল আপনাদের জামাইবাবু থাকবে ৷ আমাকে প্রথম কাজ, জয়াকে প্রথম ছবি দেওয়ার জন্য কলকাতাকে কুর্নিশ জানাই ৷ বাংলা একটা স্পেশাল জায়গা আছে আমার কাছে ৷"

বিগ বি আরও বলেন, "উৎসবে স্পিরিট সবসময় শীর্ষে থাকে ৷ এই অতিমারি আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল ৷ আমাদের একজোট হয়ে সবাইকে এগিয়ে যেতে হবে ৷ স্প্যানিশ ফ্লুও বিশ্বজুড়ে সমস্যা সৃষ্টি করেছিল ৷ মহাত্মা গান্ধিও এই রোগে আক্রান্ত হয়েছিলেন ৷ 18 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল ৷ তবে জীবন থেমে থাকেনি ৷"

আরও পড়ুন: শহরে তারকার হাট, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অমিতাভ

অমিতাভ বচ্চন এ বছর 80 বছরে পা দিলেন ৷ সেই উপলক্ষে তাঁকে নিয়ে একটি প্রদর্শনী ছাড়াও তাঁর কালজয়ী কিছু ফিল্ম দেখানো হবে এ বারের চলচ্চিত্র উৎসবে ৷ সেই তালিকায় থাকবেন দিওয়ার, অভিমান-সহ বেশ কয়েকটি ফিল্ম ৷

চিরকাল আপনাদের জামাইবাবু থাকব

কলকাতা, 15 ডিসেম্বর: বাংলার জামাইবাবুকে ফের স্বমহিমায় পেল কলকাতা ৷ কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে নিজের পছন্দের শহরে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন (Amitabh in KIFF 2022)৷ চলচ্চিত্র নিয়ে তাঁর তথ্যনির্ভর সবিস্তার বক্তৃতায় আরও সমৃদ্ধ হল কলকাতা চলচ্চিত্র উৎসবের আসর (Amitabh Bachchan)৷

বৃহস্পতিবার প্রদীপ জ্বেলে 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন ৷ মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি কথা বলা শুরু করেন বাংলা ভাষায় ৷ স্পষ্ট উচ্চারণে তিনি বলেন, "মমতাদিদি আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য ৷ কলকাতাকে জানাই অনেক ধন্যবাদ ৷ আপনাদের জামাইবাবু চিরকাল আপনাদের জামাইবাবু থাকবে ৷ আমাকে প্রথম কাজ, জয়াকে প্রথম ছবি দেওয়ার জন্য কলকাতাকে কুর্নিশ জানাই ৷ বাংলা একটা স্পেশাল জায়গা আছে আমার কাছে ৷"

বিগ বি আরও বলেন, "উৎসবে স্পিরিট সবসময় শীর্ষে থাকে ৷ এই অতিমারি আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল ৷ আমাদের একজোট হয়ে সবাইকে এগিয়ে যেতে হবে ৷ স্প্যানিশ ফ্লুও বিশ্বজুড়ে সমস্যা সৃষ্টি করেছিল ৷ মহাত্মা গান্ধিও এই রোগে আক্রান্ত হয়েছিলেন ৷ 18 মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল ৷ তবে জীবন থেমে থাকেনি ৷"

আরও পড়ুন: শহরে তারকার হাট, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অমিতাভ

অমিতাভ বচ্চন এ বছর 80 বছরে পা দিলেন ৷ সেই উপলক্ষে তাঁকে নিয়ে একটি প্রদর্শনী ছাড়াও তাঁর কালজয়ী কিছু ফিল্ম দেখানো হবে এ বারের চলচ্চিত্র উৎসবে ৷ সেই তালিকায় থাকবেন দিওয়ার, অভিমান-সহ বেশ কয়েকটি ফিল্ম ৷

Last Updated : Dec 15, 2022, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.