ETV Bharat / entertainment

Kiara Wishes Mom: মায়ের জন্মদিনে আবেগে ভাসলেন কিয়ারা - মায়ের জন্মদিনে আবেগে ভাসলেন কিয়ারা

মায়ের জন্মদিনে আবেগি কিয়ারা ৷ ভালোবাসা জানিয়ে তিনি লিখলেন, 'তোমার কন্য়া হতে পেরে সত্যিই ধন্য়' (Kiara wishes Mom on Birthday )৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 23, 2023, 1:05 PM IST

মুম্বই, 23 ফেব্রুয়ারি: মায়ের জন্মদিন নিয়ে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী কিয়ারা আদবানি ৷ মায়ের সঙ্গে বেশকিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে বৃহস্পতিবার একটি মন ছুঁয়ে যাওয়া নোটও লিখলেন তিনি ৷ কয়েকদিন আগেই সাত পাকে বাঁধা সিদ্ধার্থ ও কিয়ারা ৷ মায়ের জন্মদিন উপলক্ষেও তাঁদের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করলেন অভিনেত্রী ৷ তাতে কিয়ারা ক্য়ামেরায় ধরা দিয়েছেন তাঁর মা জেনেভিভ আদবানির সঙ্গে ৷

প্রথম ছবিতে দেখা গিয়েছে মা ও মেয়ে দু'জনেই সেজেছেন গোলাপি লেহেঙ্গায় ৷ দ্বিতীয় ছবিতে তাঁদের সঙ্গে রয়েছেন কিয়ারার ভাই মিশালও ৷ তৃতীয় ছবিতে পুরো পরিবারের সঙ্গে ফ্রেম বন্দি হয়েছেন সিডি ও কিয়ারা ৷ আরও একটি ছবিতে দেখা গিয়েছে মেয়ের গালে চুমু এঁকে দিচ্ছেন মা জেনেভিভ ৷ মায়ের সঙ্গে এই ভালোবাসার মুহূর্তগুলি শেয়ার করে কিয়ারা লিখেছেন, " মা সবসময় আমার জন্য প্রার্থনা করেন । আমার কাছে তিনি ভালোবাসা এবং যত্নের প্রতিমূর্তি । জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায় ৷ আমি ধন্য যে আমি তোমার কন্যা ৷"

রাশি খান্না,মণীশ মালহোত্রার মতো সেলেবরা কিয়ারার এই পোস্টে কমেন্ট করেছেন । সিদ্ধার্থ এবং কিয়ারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন গত 7 ফেব্রুয়ারি ৷ রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় প্রাসাদে চারহাত এক হয় তাঁদের ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সিড-কিয়ারার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাও ৷ মা জেনেভিভের জন্মদিনে সেই স্মৃতিই আরও একবার রোমন্থন করলেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুটি বাঁধছেন রুপম অরিজিৎ

অভিনয়ের কথা বলতে গেলে, কিয়ারা আদবানিকে আগামীতে দেখা যাবে 'সত্য় প্রেম কি কথা' ছবিতে ৷ এই ছবির শ্যুটিং ইতিমধ্য়েই শেষ হয়ে গিয়েছে ৷ ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে ৷ অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রা আগামীতে অভিনয় করবেন রোহিত শেট্টির আসন্ন প্রজেক্ট 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ ৷ এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী শিল্পা শেট্টিও ৷

মুম্বই, 23 ফেব্রুয়ারি: মায়ের জন্মদিন নিয়ে আবেগঘন পোস্ট করলেন অভিনেত্রী কিয়ারা আদবানি ৷ মায়ের সঙ্গে বেশকিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে বৃহস্পতিবার একটি মন ছুঁয়ে যাওয়া নোটও লিখলেন তিনি ৷ কয়েকদিন আগেই সাত পাকে বাঁধা সিদ্ধার্থ ও কিয়ারা ৷ মায়ের জন্মদিন উপলক্ষেও তাঁদের বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করলেন অভিনেত্রী ৷ তাতে কিয়ারা ক্য়ামেরায় ধরা দিয়েছেন তাঁর মা জেনেভিভ আদবানির সঙ্গে ৷

প্রথম ছবিতে দেখা গিয়েছে মা ও মেয়ে দু'জনেই সেজেছেন গোলাপি লেহেঙ্গায় ৷ দ্বিতীয় ছবিতে তাঁদের সঙ্গে রয়েছেন কিয়ারার ভাই মিশালও ৷ তৃতীয় ছবিতে পুরো পরিবারের সঙ্গে ফ্রেম বন্দি হয়েছেন সিডি ও কিয়ারা ৷ আরও একটি ছবিতে দেখা গিয়েছে মেয়ের গালে চুমু এঁকে দিচ্ছেন মা জেনেভিভ ৷ মায়ের সঙ্গে এই ভালোবাসার মুহূর্তগুলি শেয়ার করে কিয়ারা লিখেছেন, " মা সবসময় আমার জন্য প্রার্থনা করেন । আমার কাছে তিনি ভালোবাসা এবং যত্নের প্রতিমূর্তি । জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায় ৷ আমি ধন্য যে আমি তোমার কন্যা ৷"

রাশি খান্না,মণীশ মালহোত্রার মতো সেলেবরা কিয়ারার এই পোস্টে কমেন্ট করেছেন । সিদ্ধার্থ এবং কিয়ারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন গত 7 ফেব্রুয়ারি ৷ রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় প্রাসাদে চারহাত এক হয় তাঁদের ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সিড-কিয়ারার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরাও ৷ মা জেনেভিভের জন্মদিনে সেই স্মৃতিই আরও একবার রোমন্থন করলেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুটি বাঁধছেন রুপম অরিজিৎ

অভিনয়ের কথা বলতে গেলে, কিয়ারা আদবানিকে আগামীতে দেখা যাবে 'সত্য় প্রেম কি কথা' ছবিতে ৷ এই ছবির শ্যুটিং ইতিমধ্য়েই শেষ হয়ে গিয়েছে ৷ ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে ৷ অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রা আগামীতে অভিনয় করবেন রোহিত শেট্টির আসন্ন প্রজেক্ট 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ ৷ এই সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করবেন অভিনেত্রী শিল্পা শেট্টিও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.