হায়দরাবাদ, 17 ডিসেম্বর: বড়দিনের আমেজে সেজে উঠতে শুরু করেছে চারিদিক ৷ সান্তাক্লজকে স্বাগত জানাতে ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি ৷ পিছিয়ে নেই বলি তারকারাও ৷ বিয়ের পর প্রথম ক্রিসমাস পালন করতে চলেছেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা ৷ এখন থেকেই ক্রিসমাস ট্রি সাজানো শুরু করে দিয়েছেন অভিনেত্রী ৷ সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ অনুরাগীরাও ছবি দেখে মুগ্ধ ৷
ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা ৷ তারপর বিভিন্ন ফেস্টিভ্যাল তাঁরা পালন করছেন একসঙ্গে ৷ বিশেষ সেই মুহূর্তের নানা ঝলক বলি তারকারা শেয়ারও করছেন সোশাল মিডিয়ায় ৷ এবার ক্রিসমাস উদযাপন করতে চলেছেন শেরশাহ জুটি ৷ কিয়ারা কাস্টোমাইজড ক্রিসমাস ট্রি নিয়ে এসেছেন বাড়িতে ৷ সেই গাছে শেরশাহ-র একটি ছবি ঝুলিয়েছেন তিনি ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ৷
পাশাপাশি, 17 ডিসেম্বর কিয়ারা একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন যেখানে দেখা গিয়েছিল, ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে সিড ও কিয়ারা ছবি দিয়ে ৷ এছাড়াও ঝোলানো হয়েছে সান্তা ক্লজ ফিগুরাইনস, নানা উপহার, লাল রেনডিয়ার ইত্যাদি জিনিস ৷ 7 ফেব্রুয়ারি জয়সলমীরের সূর্যগড় প্যালেসে বিয়ের আসর বসেছিল সিড-কিয়ারার ৷ 'শেরশাহ' ছবির শুটিং সেটেই শুরু তাঁদের প্রেমপর্ব ৷ ফলে এই ছবি দুই তারকার জীবনে আলাদা মানে বয়ে নিয়ে আসে ৷
অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন সিদ্ধার্থ মালোহোত্রা ৷ রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ওয়েব সিরিজে সিদ্ধার্থ ছাড়াও রয়েছেন শিল্পা শেট্টি ও বিবেক ওবেরয় ৷ শনিবারই এসেছে সিরিজের টিজার ৷ যা দেখে মোহিত নেটিজেনরা ৷ প্রশংসা করেছেন স্ত্রী কিয়ারাও ৷ তিনি প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, এই সিরিজ আসার অপেক্ষা করছেন তিনি ৷ এই সিরিজ ঘিরে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ রোহিত শেট্টির কপ ইউনিভার্সে নতুন সংযোজন সিদ্ধার্থ মালহোত্রা ৷ অ্যামাজন প্রাইমে 19 জানুয়ারি 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' ওয়েব সিরিজের প্রথম এপিসোড টেলিকাস্ট হবে ৷
আরও পড়ুন
1. বড় পর্দায় শাহেনশার জীবনী? রবি তেজার নতুন ছবির ঘোষণা ঘিরে জোর জল্পনা
2. বড়দিনে জোর টক্কর, দেশে অগ্রিম বুকিংয়ে শাহরুখের ডাঙ্কির থেকে সামান্য এগিয়ে প্রভাসের সালার
3. 'মঞ্চে দারুণ সাবলীল', স্কুলের অনুষ্ঠানে আরাধ্যার পারফরম্যান্স দেখে গর্বিত অমিতাভ